
নিজস্ব সংবাদদাতা
পাটগ্রামে রক্তের ফোঁটা সেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে বনভোজন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার তিনবিঘা করিডর, দহগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডি তিস্তার চরে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ যুবাইর ইসলাম লাবু, প্রতিষ্টাতা ও সভাপতি, রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠন ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক
মোঃ হামিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক, রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠন এবং
পৃষ্ঠপোষকতা মোঃ রাসেল ইসলাম, সিনিয়র সহ সভাপতি, রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠন।
সম্মানিত উপদেষ্টা মন্ডলি হিসেবে উপস্থিত ছিলেন,
মোতাহারুল ইসলাম মৃদুল,জুলফিকার আলী ভুট্ট
, আবু আইয়ুব আনছারী,জাহাঙ্গীর আলম,মনিরুজ্জামান মনির, ফিরোজ আলম ফারুক,আরিফ হোসেন,রশিদুল ইসলাম,সেলিম হোসাইন,ফরিদুল ইসলাম ফরিদসহ সংগঠনের সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে বনভোজন পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করেন। সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করা হবে।