নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে রাজু হোসেন নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট কামাত নামক এলাকায় নিজ বাড়ির পাশে পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) ফরহাদ হোসেন লিটন।
স্থানীয়রা জানান,শিশুটির দাদি গরুকে পানি খাওয়াচ্ছিলেন ও পরিবারের অন্য সদস্যরা নিজ বাড়ির কাজে ব্যস্ত ছিলেন । এ সময় রাজু বাইরে বাঁশের কঞ্চি দিয়ে খেলা করছিলো। কিছুক্ষণ পর রাজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন দাদী। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে রাজুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) ফরহাদ হোসেন লিটন জানান, পুকুরের পানিতে ডুবে রাজু নামের এক শিশুর মৃত্যু হয়েছে । ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার ।