( বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় জেলা যুবলীগের সাবেক সহ- সভাপতি ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনী। মঙ্গলবার রাতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বগুড়া শহরের সুত্রাপুর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন। ওসি বলেন, ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন আলহাজ শেখ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি তার সূত্রাপুরের বাসায় অবস্থান করেছে। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান আলহাজ শেখের বিরুদ্ধে আটটি হত্যা মামলা জুলাই-অগাস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় করা মামলাসহ অন্তত ১৮টি মামলা রয়েছে।
শিরোনাম :
বগুড়ায় নাশকতা মামলায় জেলা যুবলীগের সাবেক সহ–সভাপতি গ্রেপ্তার
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- ১৩০০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ