(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের সিটের নীচে বহন করার সময় ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাসেল আহমেদ (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে তাকে আদমদীঘির গোড়গ্রাম রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল আহমেদ আদমদীঘি উপজেলার গোড় গ্রামের গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। আদমদিঘী থানা পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাসেল আহমেদ নামের ওই মাদক বিক্রেতা অভিনব কায়দায় তার মোটরসাইকেলে সিটের নীচে রেখে যাবার সময় পুলিশ আদমদীঘির গোড়গ্রাম রাস্তায় তার গতিরোধ করে তল্লাশি করে ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ রাসেল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার্স ইনচার্জ এস এম মুস্তাফিজুর রহমান জানান এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম :
বগুড়া আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- ১৩০৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ