অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বুড়িমারী পর্যন্ত চলাচল করবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন Logo বরগুনার পর্যটন সম্ভাবনা সমুদ্র সৈকত শুভ সন্ধ্যায় নেই পর্যটকদের সুযোগ সুবিধা,ভাঙনে হারাচ্ছে সৌন্দর্য। Logo প্রকাশিত হলো কবি আবদুল হাই শিকদারের ‘আমরা মানুষ আমরা এসেছি’ Logo রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত-সভাপতি আসাদ-সম্পাদক আখতার Logo আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু Logo সেনাসদস্য পরিবারের উপর হামলায় আহত ৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার

বরগুনার পর্যটন সম্ভাবনা সমুদ্র সৈকত শুভ সন্ধ্যায় নেই পর্যটকদের সুযোগ সুবিধা,ভাঙনে হারাচ্ছে সৌন্দর্য।

তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি:
পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় নদী বেষ্টিত  জেলা বরগুনা। সরকারি ও বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন পর্যটনকেন্দ্রের মধ্যে তালতলীর উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত অন্যতম। বঙ্গোপসাগরের কোলঘেঁষা এ সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে বিস্তীর্ণ বনভূমি। সৈকতে দাড়িয়ে সূর্যাস্ত দেখতে দূরদূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী। বর্তমানে ভাঙনের কবলে পড়ে সৈকত ছোট হয়ে কমতে শুরু করেছে প্রাকৃতিক বনাঞ্চল। এ ছাড়াও বিভিন্ন অব্যবস্থাপনাসহ নিরাপত্তার ঘাটতিতে দিনদিন কমতে শুরু করছে এ সৈকতে আসা দর্শনার্থীদের সংখ্যা। তবে পর্যটকদের সুযোগ সুবিধাসহ শুভ সন্ধ্যা সৈকত রক্ষায় দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

দেশের সর্বদক্ষিনের উপকূলীয় জেলা বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিন পশ্চিমে নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় খড়স্রোতা পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত অবস্থিত। শুভ সন্ধ্যার অন্যতম আকর্ষণ হল ৫ কিলোমিটার দীর্ঘ বেলাভূমি। শুরুতে ঝাউ ও আকাশমনির বিশাল বন সৈকতটিকে করেছে আরও আকর্ষণীয়।  বিশেষ করে বিকেলের সূর্যাস্তের সময় এই সৈকত রূপকথার মতো লাগে। সৈকতটি এখনও তুলনামূলকভাবে জনবহুল না হওয়ায় প্রকৃতিপ্রেমীরা এখানে নির্জন পরিবেশে প্রকৃতির সাথে সময় কাটানোর সুযোগ পান।  তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, সৈকতের অব্যবস্থাপনা, নিরাপত্তার ঘাটতি এবং প্রাকৃতিক ভাঙনের কারণে পর্যটকদের আগ্রহ কিছুটা কমে গেছে। এছাড়া নয়নাভিরাম সৌন্দর্যকে দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে এখানে আয়োজন করা হয়েছিলো জোছনা উৎসব।

শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ঘুরে দেখা যায়, ভরা জোয়ারে ডুবে আছে চারপাশ। ভাঙ্গনের  ফলে পড়ে আছে শত শত গাছ। সৈকতে বসার কোন জায়গা না থাকায় দর্শনার্থী যারা আসছেন কিছুক্ষণ হাটাহাটি করে আবার ফিরে যাচ্ছেন। সৈকতে দর্শনার্থীদের নিরাপত্তায় নেই কোন নিরাপত্তাকর্মী। তাই যেসব নারী দর্শনার্থী আসছেন তারাও খুব বিব্রত পরিস্থিতিতে পড়ছেন। অনেকের অভিযোগ, এখানে বখাটেদের উৎপাত বেশি। এছাড়া সৈকতে সরকারি পাবলিক টয়লেটটিরও বেহাল দশা, দুটি টয়লেটের একটি খোলা থাকলেও তা ব্যবহার অযোগ্য। সরকারিভাবে দুই রুমের ‘সাম্পান’ নামে একটি ডাকবাংলা করা হলেও সেখানে নেই খাবারের ব্যবস্থা। আর সারা শুভ সন্ধ্যা জুড়ে দর্শনার্থীদের খাবারের জন্য রয়েছে মাত্র ৪টি চায়ের দোকান।  তাই মন ভোলানো এই সমুদ্র সৈকতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন মন খারাপ করে। 

পটুয়াখালী থেকে শুভ সন্ধ্যায় ঘুরতে আসা ফাল্গুনী সরকার নামের এক পর্যটক বলেন, আমি শুভ সন্ধ্যা সম্পর্কে আগে জানতামই না। বন্ধুদের কাছ থেকে শুনে এখানে এসেছি। রাস্তার অবস্থা ভালো না থাকায় এখানে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তবে এখানে এসে আমাদের সমস্ত কষ্ট সার্থক, এখানে সবকিছুই প্রাকৃতিক। এক পাশে বন অন্য পাশে সমুদ্র। সমস্যা হচ্ছে এখানে নিরাপত্তার ব্যবস্থা দায়িত্বে কেউ নেই। যেমন এখানে এসে আমার ইচ্ছে করছে রাত পর্যন্ত থাকতে কিন্তু সন্ধ্যার আগেই নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এখান থেকে আমাদের চলে যেতে হবে। তাছাড়া এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কর্তৃপক্ষ যদি এদিকে নজর দেন তবে আসা করি এটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান হতে পারে। 

বরগুনা থেকে ঘুরতে আসা লিমু বলেন, আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি তবে এখানে প্রথম এসেছি৷   এই সমুদ্র সৈকট টি কুয়াকাটার থেকে কোন পার্থক্য নেই। বরঞ্চ কুয়াকাটার থেকে এটি অনেক সুন্দর।  এখানে আসার রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ। তাছাড়া এখানে থাকা বা খাবার হোটেল নেই। নেই বিশ্রামাগার। যদি এগুলো সব কিছু ঠিকভাবে করা যায় তবে এখানে অনেক পর্যটক আসবে। 

শুভ সন্ধ্যায় ঘুরতে আসা ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, হতাশার জায়গা থেকে বলতে হচ্ছে এখানে এক বছর আগে এসেছিলাম তখন যে বিচটা বড় ছিল সেটা ভেঙে অনেকটাই সাগরে চলে গেছে। আপনারা দেখেন যে শতশত গাছ পড়ে আছে। এরপরে মরার উপর খাড়ার ঘার মধ্যে আছে গাছ চোরাকারবারি, দেখলাম এই বনের অনেক গাছ কাটা হয়তো চোরাইকারবারিরা এগুলো নিয়ে যাচ্ছে। যদি কর্তৃপক্ষ এদিকে একটু নজর দেয় এবং নিরাপত্তা জোরদার করে তবে আমার ধারণা সারা বাংলাদেশ থেকে মানুষ এই সৈকত দেখতে আসবে। এখানে কৃতিমতা নেই কোন। 

শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন স্থানীয় বাসিন্দা আবুল হাসান বলেন, সমুদ্র সৈকতটি ভেঙে যাওয়ার কারণে আগের মত পর্যটক এখন আর আসেন না। তাছাড়া এখানে এসে রুটি কলা ছাড় আর কিছু খাবারও থাকে না। এখানে এসে যেমন মুগ্ধ হন আবার কিছু না পেয়ে কষ্ট নিয়েই ফিরে যান। এক পাশে নদী ভাঙ্গন অন্য পাশে সাগরে সৈকত বিলীন হওয়ায় অনেকের আছে ইচ্ছা থাকলেও  এই ভাঙ্গনের ভয়ে তারা ব্যবসা করতে আসছেন না। সরকার যদি ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করে তবে স্থানীয় উদ্যোগ বাড়বে। এবং এলাকাবাসী এর থেকে স্বাবলম্বী হবে। 

এ বিষয়ে স্থানীয় স্কুল শিক্ষক মোঃ শাহিন বলেন, ভাঙ্গনের ফলে দিন দিন সমুদ্রের শিশুটি ছোট হয়ে আসছে যার ফলে  পর্যটক কমে যাচ্ছে। এখানে রাস্তাঘাট এর উন্নয়ন হচ্ছে না। থাকার ব্যবস্থার মধ্যে একটি সরকারিভাবে করা ছোট গেস্টহাউজ রয়েছে, যেখানে শুধুমাত্র দুটো রুম আছে। এছাড়া খাবারের কোন হোটেল নেই যার কারণে পর্যটকরা এখানে আসা কমিয়ে দিচ্ছে। একবার আসলে আর আসে না। ঊর্ধ্বতন  কর্তৃপক্ষ যদি এটা আমলে নিয়ে যদি একটু প্রচার প্রচারণাসহ থাকা খাওয়ার ব্যবস্থার ব্যবস্থাপনা করে দিত তবে এখানে পর্যটক বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সার্বিকভাবে এটার উন্নয়ন হত।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, তালতলী উপজেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের অন্যতম। পর্যটকদের সুবিধার্থে এখানে রাতে লাইটের ব্যবস্থাসহ নিরপত্তার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো। 

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, পর্যটনের সাথে যোগাযোগ এবং আবকাঠামো  একটি গুরুত্বপূর্ণ অংশ। সেদিক থেকে যেহেতু আমাদের যোগাযোগ ব্যবস্থার  অপ্রতুলতা এই কারনে অনেক পর্যটন সম্ভাবনা থাকা সত্তেও এ এলাকায় পর্যটক আসছেনা। আমরা স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। তালতলীর সাথে কুয়াকাটাকে নিয়ে একটি পর্যটন হাব তৈরি করার সম্ভাবনা আছে। ভাঙ্গন প্রতিরোধসহ এ সমুদ্র সৈকতের উন্নয়নে আমরা সরকারের ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

Tag :
জনপ্রিয় সংবাদ

বুড়িমারী পর্যন্ত চলাচল করবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন

বরগুনার পর্যটন সম্ভাবনা সমুদ্র সৈকত শুভ সন্ধ্যায় নেই পর্যটকদের সুযোগ সুবিধা,ভাঙনে হারাচ্ছে সৌন্দর্য।

আপডেট টাইম : ০৫:২১:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি:
পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় নদী বেষ্টিত  জেলা বরগুনা। সরকারি ও বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন পর্যটনকেন্দ্রের মধ্যে তালতলীর উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত অন্যতম। বঙ্গোপসাগরের কোলঘেঁষা এ সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে বিস্তীর্ণ বনভূমি। সৈকতে দাড়িয়ে সূর্যাস্ত দেখতে দূরদূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী। বর্তমানে ভাঙনের কবলে পড়ে সৈকত ছোট হয়ে কমতে শুরু করেছে প্রাকৃতিক বনাঞ্চল। এ ছাড়াও বিভিন্ন অব্যবস্থাপনাসহ নিরাপত্তার ঘাটতিতে দিনদিন কমতে শুরু করছে এ সৈকতে আসা দর্শনার্থীদের সংখ্যা। তবে পর্যটকদের সুযোগ সুবিধাসহ শুভ সন্ধ্যা সৈকত রক্ষায় দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

দেশের সর্বদক্ষিনের উপকূলীয় জেলা বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিন পশ্চিমে নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় খড়স্রোতা পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত অবস্থিত। শুভ সন্ধ্যার অন্যতম আকর্ষণ হল ৫ কিলোমিটার দীর্ঘ বেলাভূমি। শুরুতে ঝাউ ও আকাশমনির বিশাল বন সৈকতটিকে করেছে আরও আকর্ষণীয়।  বিশেষ করে বিকেলের সূর্যাস্তের সময় এই সৈকত রূপকথার মতো লাগে। সৈকতটি এখনও তুলনামূলকভাবে জনবহুল না হওয়ায় প্রকৃতিপ্রেমীরা এখানে নির্জন পরিবেশে প্রকৃতির সাথে সময় কাটানোর সুযোগ পান।  তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, সৈকতের অব্যবস্থাপনা, নিরাপত্তার ঘাটতি এবং প্রাকৃতিক ভাঙনের কারণে পর্যটকদের আগ্রহ কিছুটা কমে গেছে। এছাড়া নয়নাভিরাম সৌন্দর্যকে দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে এখানে আয়োজন করা হয়েছিলো জোছনা উৎসব।

শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ঘুরে দেখা যায়, ভরা জোয়ারে ডুবে আছে চারপাশ। ভাঙ্গনের  ফলে পড়ে আছে শত শত গাছ। সৈকতে বসার কোন জায়গা না থাকায় দর্শনার্থী যারা আসছেন কিছুক্ষণ হাটাহাটি করে আবার ফিরে যাচ্ছেন। সৈকতে দর্শনার্থীদের নিরাপত্তায় নেই কোন নিরাপত্তাকর্মী। তাই যেসব নারী দর্শনার্থী আসছেন তারাও খুব বিব্রত পরিস্থিতিতে পড়ছেন। অনেকের অভিযোগ, এখানে বখাটেদের উৎপাত বেশি। এছাড়া সৈকতে সরকারি পাবলিক টয়লেটটিরও বেহাল দশা, দুটি টয়লেটের একটি খোলা থাকলেও তা ব্যবহার অযোগ্য। সরকারিভাবে দুই রুমের ‘সাম্পান’ নামে একটি ডাকবাংলা করা হলেও সেখানে নেই খাবারের ব্যবস্থা। আর সারা শুভ সন্ধ্যা জুড়ে দর্শনার্থীদের খাবারের জন্য রয়েছে মাত্র ৪টি চায়ের দোকান।  তাই মন ভোলানো এই সমুদ্র সৈকতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন মন খারাপ করে। 

পটুয়াখালী থেকে শুভ সন্ধ্যায় ঘুরতে আসা ফাল্গুনী সরকার নামের এক পর্যটক বলেন, আমি শুভ সন্ধ্যা সম্পর্কে আগে জানতামই না। বন্ধুদের কাছ থেকে শুনে এখানে এসেছি। রাস্তার অবস্থা ভালো না থাকায় এখানে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তবে এখানে এসে আমাদের সমস্ত কষ্ট সার্থক, এখানে সবকিছুই প্রাকৃতিক। এক পাশে বন অন্য পাশে সমুদ্র। সমস্যা হচ্ছে এখানে নিরাপত্তার ব্যবস্থা দায়িত্বে কেউ নেই। যেমন এখানে এসে আমার ইচ্ছে করছে রাত পর্যন্ত থাকতে কিন্তু সন্ধ্যার আগেই নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এখান থেকে আমাদের চলে যেতে হবে। তাছাড়া এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কর্তৃপক্ষ যদি এদিকে নজর দেন তবে আসা করি এটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান হতে পারে। 

বরগুনা থেকে ঘুরতে আসা লিমু বলেন, আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি তবে এখানে প্রথম এসেছি৷   এই সমুদ্র সৈকট টি কুয়াকাটার থেকে কোন পার্থক্য নেই। বরঞ্চ কুয়াকাটার থেকে এটি অনেক সুন্দর।  এখানে আসার রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ। তাছাড়া এখানে থাকা বা খাবার হোটেল নেই। নেই বিশ্রামাগার। যদি এগুলো সব কিছু ঠিকভাবে করা যায় তবে এখানে অনেক পর্যটক আসবে। 

শুভ সন্ধ্যায় ঘুরতে আসা ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, হতাশার জায়গা থেকে বলতে হচ্ছে এখানে এক বছর আগে এসেছিলাম তখন যে বিচটা বড় ছিল সেটা ভেঙে অনেকটাই সাগরে চলে গেছে। আপনারা দেখেন যে শতশত গাছ পড়ে আছে। এরপরে মরার উপর খাড়ার ঘার মধ্যে আছে গাছ চোরাকারবারি, দেখলাম এই বনের অনেক গাছ কাটা হয়তো চোরাইকারবারিরা এগুলো নিয়ে যাচ্ছে। যদি কর্তৃপক্ষ এদিকে একটু নজর দেয় এবং নিরাপত্তা জোরদার করে তবে আমার ধারণা সারা বাংলাদেশ থেকে মানুষ এই সৈকত দেখতে আসবে। এখানে কৃতিমতা নেই কোন। 

শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন স্থানীয় বাসিন্দা আবুল হাসান বলেন, সমুদ্র সৈকতটি ভেঙে যাওয়ার কারণে আগের মত পর্যটক এখন আর আসেন না। তাছাড়া এখানে এসে রুটি কলা ছাড় আর কিছু খাবারও থাকে না। এখানে এসে যেমন মুগ্ধ হন আবার কিছু না পেয়ে কষ্ট নিয়েই ফিরে যান। এক পাশে নদী ভাঙ্গন অন্য পাশে সাগরে সৈকত বিলীন হওয়ায় অনেকের আছে ইচ্ছা থাকলেও  এই ভাঙ্গনের ভয়ে তারা ব্যবসা করতে আসছেন না। সরকার যদি ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করে তবে স্থানীয় উদ্যোগ বাড়বে। এবং এলাকাবাসী এর থেকে স্বাবলম্বী হবে। 

এ বিষয়ে স্থানীয় স্কুল শিক্ষক মোঃ শাহিন বলেন, ভাঙ্গনের ফলে দিন দিন সমুদ্রের শিশুটি ছোট হয়ে আসছে যার ফলে  পর্যটক কমে যাচ্ছে। এখানে রাস্তাঘাট এর উন্নয়ন হচ্ছে না। থাকার ব্যবস্থার মধ্যে একটি সরকারিভাবে করা ছোট গেস্টহাউজ রয়েছে, যেখানে শুধুমাত্র দুটো রুম আছে। এছাড়া খাবারের কোন হোটেল নেই যার কারণে পর্যটকরা এখানে আসা কমিয়ে দিচ্ছে। একবার আসলে আর আসে না। ঊর্ধ্বতন  কর্তৃপক্ষ যদি এটা আমলে নিয়ে যদি একটু প্রচার প্রচারণাসহ থাকা খাওয়ার ব্যবস্থার ব্যবস্থাপনা করে দিত তবে এখানে পর্যটক বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সার্বিকভাবে এটার উন্নয়ন হত।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, তালতলী উপজেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের অন্যতম। পর্যটকদের সুবিধার্থে এখানে রাতে লাইটের ব্যবস্থাসহ নিরপত্তার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো। 

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, পর্যটনের সাথে যোগাযোগ এবং আবকাঠামো  একটি গুরুত্বপূর্ণ অংশ। সেদিক থেকে যেহেতু আমাদের যোগাযোগ ব্যবস্থার  অপ্রতুলতা এই কারনে অনেক পর্যটন সম্ভাবনা থাকা সত্তেও এ এলাকায় পর্যটক আসছেনা। আমরা স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। তালতলীর সাথে কুয়াকাটাকে নিয়ে একটি পর্যটন হাব তৈরি করার সম্ভাবনা আছে। ভাঙ্গন প্রতিরোধসহ এ সমুদ্র সৈকতের উন্নয়নে আমরা সরকারের ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের সাথে কথা বলবো।