রাব্বি সরকার: নরসিংদী সদর উপজেলার মাধবদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নরসিংদীর আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান জানান, মাধবদীতে ‘মদিনা বেকারি’ প্রতিষ্ঠানটি বিএসটিআই’র বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের সিএম লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।