নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অবস্থানরত ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের ক্ষমতার দাপটে শিক্ষক-কর্মচারীরা অতিষ্ঠ হয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতি তুলে ধরে শিক্ষক-কর্মচারীরা স্বাক্ষর করে লালপুর উপজেলা নির্বাহী অফিস সহ বিভিন্ন শিক্ষা দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দায়ের করলে উক্ত অভিযোগ গুলো আমলে নিয়ে তদন্ত করে এবং তদন্ত প্রতিবেদেন উর্ধতন কর্মকর্তা/দপ্তর বরাবর পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার(৫ ডিসেম্বর-২৪)দুপুরে ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা সংবাদ কর্মীদের হাতে প্রতিবেদন কপি তুলে দিয়ে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন সূত্রে জানা যায়, ইতিপূর্বে প্রধান শিক্ষক এনামুল হক নিয়োগ জালিয়াতি,সেকসন জালিয়াতি,নিয়োগ বানিজ্য করেছেন যা প্রমাণিত হওয়ায় তাঁর বেতন বন্ধ।পরে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তুকির টাকা আত্মসাৎ,শিক্ষকের বেতন কর্তন,ইচ্ছে মতো স্কুলে আসা-যাওয়া,ক্ষমতার দাপটে শিক্ষক-কর্মচারীদের অতিষ্ঠ কর কার্যক্রম করলে শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করে।এমনকি অনুমোদিত ভাবে প্রধান শিক্ষক এনামুল হক বিদ্যালয়ে অনুপস্থিত থাকে যার কারণে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটে।বর্তমানেও তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে,৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন ও ১০ম শ্রেণির ফরম ফিলাপ বাদ আছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে।তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ আছে যে,ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের আনীত সকল অভিযোগ যাচাই-বাছাই ও তদন্ত করে সত্যতা পাওয়া গেছে।
তদন্ত প্রতিবেদন ডকেট নং-বি/প ৯৫৫
তাং ০১/১২/২০২৪ ইং
স্মারক সংখ্যা-০৫.৪৩,৬৯৪৪.০০০.০৩.০৪৩.২০-১০১১
এ বিষয়ে তদন্ত প্রতিবেদন সংবাদ কর্মীদের হাতে তুলে দিয়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা জানান,উর্ধতন/শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে আমরা এই প্রধান শিক্ষকের বিহিত চাই।