আনিছুর রহমান (প্রতিনিধি) পাটগ্রাম
পাটগ্রাম উপজেলা পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলায় অডিটরিয়াম হলের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ নুরুল ইসলাম উক্ত সাইকেল বিতরন করেন। জানা যায়, উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করার লক্ষে বাইসাইকেলসহ নানা ধরনের শিক্ষা উপকরনাদী বিতরন করা হয়ে থাকে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলসহ তিনটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীর মাঝে এ বাইসাইকেল বিতরন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন রাজনৈতিক ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও বলেন যে আমরা প্রতি বছর ধারাবাহিকভাবে মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করে থাকি এতে তাদের লেখাপড়া প্রতি উৎসাহিত বেশি হবে এবং স্কুলে যেতে তাদের কোন সমস্যা হবে না এভাবে প্রতিবছর আমরা বাইসাইকেল বিতরণ করবো শিক্ষার্থীদের মাঝে । বাইসাইকেল পাওয়া শিক্ষাথী বলেন আমি বাইসাইকেল টি পেয়ে অনেক খুশি হয়েছি এবং আমি সাইকেল করে প্রতিদিন স্কুলে যাব ও আমার পরিবারে কারো কোনো সমস্যা হলে দ্রুত বাজারে গিয়ে ওষুধ আনতে পারব এবং আমার জন্য অনেক বড় উপকার হয়েছে ।