(নওগাঁ) প্রতিনিধি।
বদলগাছীতে বাংলাদেশ ওরাঁ ছাত্র সংগঠন (বসা), বদলগাছী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কারাম উৎসব উদযাপিত হয়েছে। জানা যায় আজ শুক্রবার( ২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ওরা ছাত্র সংগঠন (বসা) বদলগাছী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কারাম উৎসবটি উপজেলার গোবরচাঁপা বাজার সংলগ্নে উদযাপিত হয়। বাংলাদেশ ওরা ছাত্র সংগঠন(বসা) বদলগাছী উপজেলা শাখার সুবাস খালকোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই আব্দুল আলীম। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথি বৃন্দকে আয়োজক বৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। উক্ত কারাম উৎসবে আরও উপস্থিত ছিলেন শুভাশিষ কুমার তির্কী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠন (বলা), কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জনাব সুনীল লাকড়া উপদেষ্টা, বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠন (বসা), বদলগাছী উপজেলা শাখা, নওগাঁ, জনাব সন্দীপ কেরকেটা উপদেষ্টা, বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠন (বসা), বদলগাছী উপজেলা শাখা, নওগাঁ, জনাব নিশিকান্ত তির্কী উপদেষ্টা, বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠন (বসা), বদলগাজী উপজেলা শাখা, নওগাঁ।
উক্ত কারাম উৎসবটি সার্বিক পরিচালনা করেন উক্ত সংগঠনের শেখর মিনজি, ও সন্দীপ অরিত্র টপ্য।
এসময় কারাম উৎসবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই আব্দুল আলীম সহ প্রমুখ। কারাম উৎসবে বিভিন্ন জায়গা হতে আগত ২০ টি আদিবাসী দল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। উৎসব শেষে বিজয়ী তিনটি দল সহ অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের পরিশেষে সভাপতি সুবাস খালকোর সভাপতিত্বে সমাপনী বক্তব্যের মাধ্যমে উৎসবটির সমাপ্তি হয়।