(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়ন আতাউর রহমানের বসতবাড়ির উত্তর সিড়ির সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা, (ডিবি) পুলিশের কর্মকর্তারা।
একটি সাদা রংয়ের বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ০২ টি পোটলায় কসটেপ দ্বারা প্যাচানো ৪ কেজি গাঁজা রাখা হয়েছিলো। আটককৃতরা হলো নওগাঁ জেলার মান্দা উপজেলার পাজরভাঙ্গা এলাকার কাদের প্রামাণিকের ছেলে মামুনুর রশিদ বাবু (২৬) ও পাজরভাঙ্গা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আতাউর রহমান। নওগাঁ জেলা ডিবি পুলিশের ইনচার্জ হাসমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান করি।
সোমবার ৯ সেপ্টেম্বর নওগাঁ জেলার নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এসআই আলী আকবর এসআই মামনুর রশিদ ও এসআই ইয়াসির আরাফাত জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম রবিবার দিবাগত রাত নয়টার দিকে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, মাদকের এ চালানটি নিয়ে তারা উপজেলার পাজরভাঙ্গায় আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জেলা গোয়েন্দা শাখা,(ডিবি)পুলিশের সাব-ইন্সপেক্টর মামুনুর রশিদ বাদী হয়ে মান্দা থানায় একটি এজাহার দায়ের করে।