পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সদরপুরের আকোটেরচর বাজারে খালে বাঁশের সাকো নির্মাণে ইউপি চেয়ারম্যানের গাফিলতি: চরম দুর্ভোগে জনসাধারণ Logo স্বর্ণ সাদৃশ্য রাধা-কৃষ্ণের নকল মূর্তি উদ্ধার গ্রেফতার -২ Logo বদলগাছীতে কৃষি অফিসারের সার ও কীটনাশকের দোকান পরিদর্শন Logo বগুড়ায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার Logo নওগাঁয় শিক্ষকদের মানববন্ধন ও পূর্ণ দিবস কর্মসূচি পালন Logo ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কী কী করতে পারবে সেনাবাহিনী Logo আমি মা জীবন দিব, তবুও সন্তানের লাশ তুলতে দিমু না Logo নওগাঁর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অনিয়ম-দুর্নীতির তদন্তে জেলা প্রশাসন Logo বাউফলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান

কলেজ ছাত্রদের চোখ উৎপাটন দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে কলেজ ছাত্রদের চোখ উৎপাটনকারী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাউড়া ও লালমনিরহাটের শিক্ষার্থীরা যৌথভাবে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন। শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন। কলেজ ছাত্রের চোখ উৎপাটনকারী দুর্বৃত্তরা এখনও কলেজছাত্র ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ ছাত্রদের। তারা দুর্বৃত্তদের জামিন বাতিল করে আইনের আওতায় আনার দাবি জানান।

একটি চোখ হারানো কলেজছাত্র আনিসুর রহমান (১৮) মানববন্ধনে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার একটি চোখ কেড়ে নেওয়া হয়েছে, আমি এখনও হুমকি পাচ্ছি। আমরা আতঙ্কিত। আমরা শান্তিতে থাকতে চাই।’ ‘জমি দখলকারীদের পুনরায় আক্রমণের ভয়ে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পরছি না। আমি আমার বাবা-মা, দুই ছোট ভাই সবসময় নিরাপত্তাহীনতায় বসবাস করছি।’

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মফিজুল ইসলাম ও আনজু আরা বেগমের ছেলে কলেজছাত্র আনিসুর রহমান পাটগ্রাম উপজেলার বাউরা পুনম চাঁদ ভুতুরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার দুই ছোট ভাই সাজ্জাদ রহমান (১৩) সপ্তম ও হাবিবুর রহমান (৭) দ্বিতীয় শ্রেনিতে পড়ছে।

আনিসুর রহমান বলেন “আমাদের গ্রামে আলমগীর হোসেনের নেতৃত্বে চিহ্নিত ভূমিদস্যুরা জোরপূর্বক আমাদের জমি দখলের জন্য আসেন। তারা আমাকে ধারালো ছুরি দিয়ে আমার ডান চোখে আঘাত করে এবং চোখটিেউপড়ে ফেলে দেয়। এখন আমি এক চোখ নিয়ে বেঁচে আছি।”

পুলিশ জানায়, ২০২৩ সালের ১৯ নভেম্বর পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের ঘটনায় কতলেজছাত্রের চোখ উৎপাটনের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ ছাত্রের বাবা মফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৩ সালের ২১ নভেম্বর পাটগ্রাম থানায় ১০ জনের নাম উল্লেখ করে ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

কলেজছাত্রের বাবা মফিজুল ইসলাম বলেন, “আলমগীর হোসেনের নেতৃত্বে চিহ্নিত জমি দখলকারীরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাদের তিন ছেলে ঠিকমতো স্কুল-কলেজে যেতে পারছে না।’
মফিজুল ইসলাম জানান, তিনি ২০১৩ সালে ৯ শতাংশ জমি কিনে তাতে ফসল চাষ করে আসছিলেন। ভূমিদস্যুরা হঠাৎ করে জমির মালিকানা দাবি করে জমি দখল করে নেয়। ’আমি আইনি লড়াইয়ের মাধ্যমে হয়তো জমি ফিরে পাব কিন্তু আমার ছেলের চোখ আর ফিরে পাব না ‘ তিনি বলেন।

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, মামলায় ১০ জনকে আসামি করে ইতোমধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলাটি এখন বিচারাধীন। হুমকির অভিযোগে ভুক্তভোগী পরিবার একটি জিডিও করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সদরপুরের আকোটেরচর বাজারে খালে বাঁশের সাকো নির্মাণে ইউপি চেয়ারম্যানের গাফিলতি: চরম দুর্ভোগে জনসাধারণ

কলেজ ছাত্রদের চোখ উৎপাটন দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা

আপডেট টাইম : ১১:০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে কলেজ ছাত্রদের চোখ উৎপাটনকারী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাউড়া ও লালমনিরহাটের শিক্ষার্থীরা যৌথভাবে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন। শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন। কলেজ ছাত্রের চোখ উৎপাটনকারী দুর্বৃত্তরা এখনও কলেজছাত্র ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ ছাত্রদের। তারা দুর্বৃত্তদের জামিন বাতিল করে আইনের আওতায় আনার দাবি জানান।

একটি চোখ হারানো কলেজছাত্র আনিসুর রহমান (১৮) মানববন্ধনে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার একটি চোখ কেড়ে নেওয়া হয়েছে, আমি এখনও হুমকি পাচ্ছি। আমরা আতঙ্কিত। আমরা শান্তিতে থাকতে চাই।’ ‘জমি দখলকারীদের পুনরায় আক্রমণের ভয়ে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পরছি না। আমি আমার বাবা-মা, দুই ছোট ভাই সবসময় নিরাপত্তাহীনতায় বসবাস করছি।’

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মফিজুল ইসলাম ও আনজু আরা বেগমের ছেলে কলেজছাত্র আনিসুর রহমান পাটগ্রাম উপজেলার বাউরা পুনম চাঁদ ভুতুরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার দুই ছোট ভাই সাজ্জাদ রহমান (১৩) সপ্তম ও হাবিবুর রহমান (৭) দ্বিতীয় শ্রেনিতে পড়ছে।

আনিসুর রহমান বলেন “আমাদের গ্রামে আলমগীর হোসেনের নেতৃত্বে চিহ্নিত ভূমিদস্যুরা জোরপূর্বক আমাদের জমি দখলের জন্য আসেন। তারা আমাকে ধারালো ছুরি দিয়ে আমার ডান চোখে আঘাত করে এবং চোখটিেউপড়ে ফেলে দেয়। এখন আমি এক চোখ নিয়ে বেঁচে আছি।”

পুলিশ জানায়, ২০২৩ সালের ১৯ নভেম্বর পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের ঘটনায় কতলেজছাত্রের চোখ উৎপাটনের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ ছাত্রের বাবা মফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৩ সালের ২১ নভেম্বর পাটগ্রাম থানায় ১০ জনের নাম উল্লেখ করে ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

কলেজছাত্রের বাবা মফিজুল ইসলাম বলেন, “আলমগীর হোসেনের নেতৃত্বে চিহ্নিত জমি দখলকারীরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাদের তিন ছেলে ঠিকমতো স্কুল-কলেজে যেতে পারছে না।’
মফিজুল ইসলাম জানান, তিনি ২০১৩ সালে ৯ শতাংশ জমি কিনে তাতে ফসল চাষ করে আসছিলেন। ভূমিদস্যুরা হঠাৎ করে জমির মালিকানা দাবি করে জমি দখল করে নেয়। ’আমি আইনি লড়াইয়ের মাধ্যমে হয়তো জমি ফিরে পাব কিন্তু আমার ছেলের চোখ আর ফিরে পাব না ‘ তিনি বলেন।

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, মামলায় ১০ জনকে আসামি করে ইতোমধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলাটি এখন বিচারাধীন। হুমকির অভিযোগে ভুক্তভোগী পরিবার একটি জিডিও করেছে।