পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শাশুড়ির সঙ্গে পুত্রবধূর এ কেমন মধ্যযুগীয় বর্বরতা?

ডেস্ক : পুত্রবধূর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ষাটোর্ধ এক শাশুড়ি। লোহার পাইপ দিয়ে হাত—পা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে জখমের পর বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই পুত্রবধূর বিরুদ্ধে।

গত সোমবার বরগুনার বেতাগী উপজেলার পৌরশহরের ৬নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। ঘটনার পর গুরুতর অবস্থায় ছোট ছেলে তাকে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নির্যাতনের শিকার আহত শাশুড়ি রিতা রানীর (৬০) শারীরিক জখমের কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এ নিয়ে নেটিজেনদের নেতিবাচক মন্তব্যে মুহূর্তেই ভাইরাল হয়।

এ ঘটনায় শুক্রবার নির্যাতনের শিকার রিতা রানীর ছোট ছেলে শোভন বসু বাদী হয়ে বড় ভাই শুভ বসু ও তার স্ত্রী জ্যোতি মৃধাসহ চারজনকে আসামি করে বেতাগী থানায় মামলা দায়ের করেন। বর্তমানে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন রয়েছেন ওই ভুক্তভোগী শাশুড়ি। এদিকে মামলার পরপরই এলাকা থেকে লাপাত্তা বৃদ্ধার বড় ছেলে শুভ ও পুত্রবধূ জ্যোতি। তবে পুলিশ বলছেন আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী রিতা রানী বসু নিজেই নির্যাতনের অভিযোগ তোলেন জ্যোতির বিরুদ্ধে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের রক্ত জমাট বাঁধা চিহ্ন।

প্রতিবেশীরা জানান, প্রায়ই পুত্রবধূ জ্যোতি তার শাশুড়িকে কথায় কথায় গায়ে হাত তুলত। বৃদ্ধ মানুষ সহজ-সরল তাই এমন আঘাত সহ্য করেও কাউকে কিছু বলতেন না ছেলের সংসারে অশান্তি হবে ভেবে।

প্রতিবেশী সোনালী রানী বলেন, বেশ কয়েকবার ছেলে শুভ বসুর সামনেই জ্যোতি তার শাশুড়িকে চড়-থাপ্পড় মেরেছেন। তাও ছেলে এর কোনো প্রতিবাদ করতেন না। এমনকি দুই বছর হয় রিতা রানীর স্বামী মারা গেছেন, তাকেও মারধর করতেন জ্যোতি (পুত্রবধূ)।

নির্যাতনের শিকার রিতা রানী এক ভিডিও সাক্ষাৎকারে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, বাসায় কাজের লোক থাকার পরও ছেলের বউ সব কাজই আমাকে দিয়ে করায়। কথায় কথায় মারধর গালাগাল করে। তাও মুখ বুজে থাকি কারণ সংসারে অশান্তি চাই না। সেদিন ডাল রান্না করছিলাম- জ্যোতি মুখে নিয়ে বলে উঠে, ডাল পুড়ল কিভাবে, আমি কিছু বলার আগেই চোখে—মুখে ঘুসি, শরীরে লাথি মারতে থাকে। পরে স্টিলের পাইপ নিয়ে আমায় ইচ্ছামতো পিটিয়ে ঘর থেকে বের করে দেয়। বাধ্য হয়ে ভাইয়ের বাসায় গিয়েও মুখ বুজে ছিলাম। একদিকে যেমন কষ্ট আবার লজ্জাও; কিভাবে মানুষের কাছে বলব- আমার পেটের সন্তানের সামনে তার স্ত্রী আমাকে গরুর মতো পিটায়। এসব বলতে বলতে নির্বাক হয়ে যান নির্যাতনের শিকার রিতা রানী।

নির্যাতনের শিকার রিতা রানীর ছোট ছেলে শোভন বসু জানান, আমার মাকে মেরে বাসার স্বর্ণালঙ্কারসহ সম্পত্তি আত্মসাতের জন্যই এমন অমানবিক নির্যাতন করে আসছিলেন বড় ভাই শুভ ও তার স্ত্রী জ্যোতি, কিন্তু কখনো মা বলতেন না। প্রায়ই শরীরে আঘাতের চিহ্ন দেখলে বলতেন পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। ঘটনার দিন সকাল ৮ থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। আমি শুনতে পেয়ে মাকে মামার বাসা থেকে উদ্ধার করে বরিশালে চিকিৎসার জন্য নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন পা ও চোখের অবস্থা গুরুতর। এ ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে অবগত হয়েছি, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। নির্যাতনের শিকার বৃদ্ধার ছোট ছেলে বাদী হয়ে মামলা করেছেন, ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে কোন শক্তিই কাজে আসলো না অপসারণ ফেরাতে ইউএনও’র’

শাশুড়ির সঙ্গে পুত্রবধূর এ কেমন মধ্যযুগীয় বর্বরতা?

আপডেট টাইম : ০৪:০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

ডেস্ক : পুত্রবধূর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ষাটোর্ধ এক শাশুড়ি। লোহার পাইপ দিয়ে হাত—পা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে জখমের পর বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই পুত্রবধূর বিরুদ্ধে।

গত সোমবার বরগুনার বেতাগী উপজেলার পৌরশহরের ৬নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। ঘটনার পর গুরুতর অবস্থায় ছোট ছেলে তাকে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নির্যাতনের শিকার আহত শাশুড়ি রিতা রানীর (৬০) শারীরিক জখমের কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এ নিয়ে নেটিজেনদের নেতিবাচক মন্তব্যে মুহূর্তেই ভাইরাল হয়।

এ ঘটনায় শুক্রবার নির্যাতনের শিকার রিতা রানীর ছোট ছেলে শোভন বসু বাদী হয়ে বড় ভাই শুভ বসু ও তার স্ত্রী জ্যোতি মৃধাসহ চারজনকে আসামি করে বেতাগী থানায় মামলা দায়ের করেন। বর্তমানে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন রয়েছেন ওই ভুক্তভোগী শাশুড়ি। এদিকে মামলার পরপরই এলাকা থেকে লাপাত্তা বৃদ্ধার বড় ছেলে শুভ ও পুত্রবধূ জ্যোতি। তবে পুলিশ বলছেন আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী রিতা রানী বসু নিজেই নির্যাতনের অভিযোগ তোলেন জ্যোতির বিরুদ্ধে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের রক্ত জমাট বাঁধা চিহ্ন।

প্রতিবেশীরা জানান, প্রায়ই পুত্রবধূ জ্যোতি তার শাশুড়িকে কথায় কথায় গায়ে হাত তুলত। বৃদ্ধ মানুষ সহজ-সরল তাই এমন আঘাত সহ্য করেও কাউকে কিছু বলতেন না ছেলের সংসারে অশান্তি হবে ভেবে।

প্রতিবেশী সোনালী রানী বলেন, বেশ কয়েকবার ছেলে শুভ বসুর সামনেই জ্যোতি তার শাশুড়িকে চড়-থাপ্পড় মেরেছেন। তাও ছেলে এর কোনো প্রতিবাদ করতেন না। এমনকি দুই বছর হয় রিতা রানীর স্বামী মারা গেছেন, তাকেও মারধর করতেন জ্যোতি (পুত্রবধূ)।

নির্যাতনের শিকার রিতা রানী এক ভিডিও সাক্ষাৎকারে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, বাসায় কাজের লোক থাকার পরও ছেলের বউ সব কাজই আমাকে দিয়ে করায়। কথায় কথায় মারধর গালাগাল করে। তাও মুখ বুজে থাকি কারণ সংসারে অশান্তি চাই না। সেদিন ডাল রান্না করছিলাম- জ্যোতি মুখে নিয়ে বলে উঠে, ডাল পুড়ল কিভাবে, আমি কিছু বলার আগেই চোখে—মুখে ঘুসি, শরীরে লাথি মারতে থাকে। পরে স্টিলের পাইপ নিয়ে আমায় ইচ্ছামতো পিটিয়ে ঘর থেকে বের করে দেয়। বাধ্য হয়ে ভাইয়ের বাসায় গিয়েও মুখ বুজে ছিলাম। একদিকে যেমন কষ্ট আবার লজ্জাও; কিভাবে মানুষের কাছে বলব- আমার পেটের সন্তানের সামনে তার স্ত্রী আমাকে গরুর মতো পিটায়। এসব বলতে বলতে নির্বাক হয়ে যান নির্যাতনের শিকার রিতা রানী।

নির্যাতনের শিকার রিতা রানীর ছোট ছেলে শোভন বসু জানান, আমার মাকে মেরে বাসার স্বর্ণালঙ্কারসহ সম্পত্তি আত্মসাতের জন্যই এমন অমানবিক নির্যাতন করে আসছিলেন বড় ভাই শুভ ও তার স্ত্রী জ্যোতি, কিন্তু কখনো মা বলতেন না। প্রায়ই শরীরে আঘাতের চিহ্ন দেখলে বলতেন পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। ঘটনার দিন সকাল ৮ থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। আমি শুনতে পেয়ে মাকে মামার বাসা থেকে উদ্ধার করে বরিশালে চিকিৎসার জন্য নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন পা ও চোখের অবস্থা গুরুতর। এ ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে অবগত হয়েছি, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। নির্যাতনের শিকার বৃদ্ধার ছোট ছেলে বাদী হয়ে মামলা করেছেন, ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।