(বগুড়া) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্ত বগুড়া সদর থানার সংস্কার কাজ পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। মঙ্গলবার দুপুরে তিনি সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আন্দোলনের থানা ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। যার কারনে থানার কার্যক্রম পরিচালনা করা কষ্টকর হয়ে পড়েছে। বগুড়া শহর ছাড়াও সদর উপজেলা বাসীর নিরাপত্তা ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয় থানা থেকে। অথচ থানাতেই পুলিশ বসতে পারছে না। ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এধরনের কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এরপর তিনি বড়গোলায় ক্ষতিগ্রস্থ সদর উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সদর উপজেলা ভুমি কর্মকর্তা পলাশ চন্দ্র সরকার, শাহজাহানপুর উপজেলা বিএনপির নেতা আসাদুজ্জামান অটল, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন, শাহজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গত ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ জনতা বগুড়া সদর থানায় হামলা করে। এসময় থানার ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়। লুটপাট করা হয় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন মালামাল। ধ্বংস স্তুপে পরিনত হওয়া সদর থানা ভবনে কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ে। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বগুড়া পৌরসভার মেয়র জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা পৌর তহবিল থেকে থানা ভবনের কিছুটা সংস্কার কাজ করে দেন। সংস্কার কাজ চলাকালে সরকারি সিদ্ধান্তে সারাদেশের মত বগুড়া পৌরসভার মেয়রকেও অপসারন করা হয়। এরপর থানা ভবন সংস্কারের কাজ থমকে যায়। এমন সময় এগিয়ে আসেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। তার উদ্যোগেই বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে থানা ভবনের কাজ শুরু করা হয়। তোফাজ্জল হোসেন থানা ভবনে টাইলস লাগানো থেকে শুরু করে দরজা জানালা, এবং ডেকোরেশনের কাজ করে দিচ্ছেন। ওসি আরো জানান, বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ নিজ তহবিল থেকে থানা ভবন সংস্কারের জন্য অনুদান দিয়েছেন।
শিরোনাম :
বগুড়া সদর থানার সংস্কার কাজ পরিদর্শন করেছেন–সাবেক সাংসদ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:২০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- ১৩২৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ