বাউফল প্রতিনিধি:
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন।
বেলা ১১টায় বগা বন্দর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলার পাবলিক মাঠে এসে বিক্ষোভ সমাবেশ শুরু করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিার এ.কে.এম ফারুক আহম্মেদ তালুকদারের পক্ষে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পৌর বিএনপির সহ সভাপতি নিতাই চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর হুমায়ন কবির।
ওই সময় তিনি বলেন ছাত্র শিক্ষক সাংবাদিক সহ নিরিহ মানুষদের হত্যকারী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সরকারের পতনের পর বাউফলে যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাজী মো. পলাশ, উপজেলা শ্রমিকদলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু, সাবেক যুগ্ম আহবায়ক হিরোন জোমাদ্দার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন মৃধা প্রমূখ।
শিরোনাম :
বাউফলে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০১:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- ১৩১৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ