অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ভ্যান চালকের মরদেহ উদ্ধার  Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুর্নীতি ও অব্যবস্থাপনা: মশিকুর রহমানের ভূমিকা প্রশ্নবিদ্ধ Logo পাটগ্রামে রক্ত কণিকা সেচ্ছাসেবী সংগঠন সেরা সম্নাননা স্মারক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় প্রতিবাদী নারীর অনশন। Logo নওগাঁয় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা Logo বগুড়ায় প্রতারক চক্রের মূল হোতা ও সহযোগীসহ গ্রেফতার Logo বাউফল  সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় Logo বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন Logo রায়পুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সুন্দরগঞ্জে যুব অধিকারের উদ্যোগে পরিচিতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
জানালেন অমিতাভ রেজা

পাঁচ মিনিটেই কাজ শেষ, বিআরটিএ দালালমুক্ত

জুলাই বিপ্লবের অস্থিরতা কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশের সকল প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিভিন্ন নৈরাজ্য, দুর্নীতির সংখ্যা কমে আসছে। যার কারণে জনমনেও ফিরে আসছে স্বস্তি। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানালেন, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)এর সেবা নিতে গিয়ে কোনো ভোগান্তির মুখে পড়েননি তিনি। খুব অল্প সময়েই তার কাজ সম্পন্ন হয়েছে। ছাত্র আন্দোলনের জেরে দীর্ঘ একমাস বন্ধ থাকার পর সোমবার (১৯ আগস্ট) সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। এদিনই সেখানে হাজির হয়েছিলেন এই নির্মাতা।

বিআরটিএ-তে সেবাগ্রহণের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, ‘বিআরটিএ-তে গেলাম আজ। পাঁচ মিনিটে কাজটা হয়ে গেল। সবাই নিয়মমতো কাজ করছে মনে হল, দৃশ্যত কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না। ভালোই লাগল।’ বিআরটিএ-তে সেবাদাতাদের বিপরীত চিত্রটাও তুলে ধরেছেন এ নির্মাতা। তিনি লিখেছেন, ‘কিন্তু সমস্যা হলো সবার মন খারাপ। কারণ হয়তো একটাই- তারা প্রতিদিনের যে উপরিটা পেত, যেটা দিয়ে বাজার করে নিয়ে যেত। পাঙ্গাশ মাছটা কিংবা ছেলের জন্য আইসক্রিম কেক, সেই কেকটা মনে হয় আপাতত হচ্ছে না। মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য তাদের যে বেতন আর দ্রব্যমূল্য তার কোনো মিল নেই। মিল নেই ৫০০ কোটি ডলারের, হাজার কোটি টাকা লুটের।’

তিনি আরও লিখেছেন, ‘ট্রাফিক জ্যাম দেখে মন খারাপ কইরেন না, ন্যায়বিচার আর সামাজিক মর্যাদার পক্ষে থাকেন। বেশি জ্যামে পড়লে আয়নাঘরের বিবরণ শোনেন, দেখবেন, হাঁ হুতাশ করবেন না, জ্যামও এখন ভালো লাগবে।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএর কেন্দ্রীয় ডেটা সেন্টার, পুড়ে যায় ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার। যার কারণে বন্ধ হয়ে যায় সেবাদান। এরপর সোমবার থেকে পুনরায় সকল কার্যক্রম শুরু হয়েছে।
সূত্র : ইত্তেফাক।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ভ্যান চালকের মরদেহ উদ্ধার 

জানালেন অমিতাভ রেজা

পাঁচ মিনিটেই কাজ শেষ, বিআরটিএ দালালমুক্ত

আপডেট টাইম : ০২:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

জুলাই বিপ্লবের অস্থিরতা কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশের সকল প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিভিন্ন নৈরাজ্য, দুর্নীতির সংখ্যা কমে আসছে। যার কারণে জনমনেও ফিরে আসছে স্বস্তি। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানালেন, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)এর সেবা নিতে গিয়ে কোনো ভোগান্তির মুখে পড়েননি তিনি। খুব অল্প সময়েই তার কাজ সম্পন্ন হয়েছে। ছাত্র আন্দোলনের জেরে দীর্ঘ একমাস বন্ধ থাকার পর সোমবার (১৯ আগস্ট) সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। এদিনই সেখানে হাজির হয়েছিলেন এই নির্মাতা।

বিআরটিএ-তে সেবাগ্রহণের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, ‘বিআরটিএ-তে গেলাম আজ। পাঁচ মিনিটে কাজটা হয়ে গেল। সবাই নিয়মমতো কাজ করছে মনে হল, দৃশ্যত কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না। ভালোই লাগল।’ বিআরটিএ-তে সেবাদাতাদের বিপরীত চিত্রটাও তুলে ধরেছেন এ নির্মাতা। তিনি লিখেছেন, ‘কিন্তু সমস্যা হলো সবার মন খারাপ। কারণ হয়তো একটাই- তারা প্রতিদিনের যে উপরিটা পেত, যেটা দিয়ে বাজার করে নিয়ে যেত। পাঙ্গাশ মাছটা কিংবা ছেলের জন্য আইসক্রিম কেক, সেই কেকটা মনে হয় আপাতত হচ্ছে না। মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য তাদের যে বেতন আর দ্রব্যমূল্য তার কোনো মিল নেই। মিল নেই ৫০০ কোটি ডলারের, হাজার কোটি টাকা লুটের।’

তিনি আরও লিখেছেন, ‘ট্রাফিক জ্যাম দেখে মন খারাপ কইরেন না, ন্যায়বিচার আর সামাজিক মর্যাদার পক্ষে থাকেন। বেশি জ্যামে পড়লে আয়নাঘরের বিবরণ শোনেন, দেখবেন, হাঁ হুতাশ করবেন না, জ্যামও এখন ভালো লাগবে।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএর কেন্দ্রীয় ডেটা সেন্টার, পুড়ে যায় ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার। যার কারণে বন্ধ হয়ে যায় সেবাদান। এরপর সোমবার থেকে পুনরায় সকল কার্যক্রম শুরু হয়েছে।
সূত্র : ইত্তেফাক।