ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুল ওহাব বলেন, আমরা বর্তমান সরকারের নির্দেশ ও জেলার অভিভাবক পুলিশ সুপার স্যারের নির্দেশে, চরভদ্রাসন থানায় পুলিশি সেবা দিয়ে যাচ্ছি আমরা সর্বদা সতর্ক আমাদের এলাকায় ইতিমধ্যে আমরা একটা নাগরিক কমিটির গঠন করতে যাচ্ছি আমরা গতকাল একটি রেলি করেছি সর্ব স্তরের জনসাধারণের সাথে সাংবাদিক, ছাত্র সমাজএবং ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন সহ যােরা সুশীল সমাজ সকলের সাথে মিলে গতকাল সমস্ত এলাকায় আমরা একটা রেলি করেছি যাতে জনগণের সাথে আমাদের কোন বিরোধ না থাকে
যে কোন বিষয় অতীতে সকল ধরনের ভুল এই ভুল বুঝাবুঝি যাতে আমাদের মধ্যে আর না হয়। আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা নতুন আঙ্গিকে আমরা আবারো আমরা আবারো চরভদ্রাসনে পুলিশি সেবা দিয়ে যাচ্ছি, আমাদের থানার প্রত্যেকটি অফিসার ফোর্স আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমো নতুন ইমিজে যাতে পুলিশের ইমেজ আর উত্তরোত্তর বৃদ্ধি হয়।
সেই সেই ইঙ্গিকে যাতে আমাদের উপজেলায় থানা এলাকার কোন নাগরিক কোন জনগণ পুলিশি সেবা থেকে বঞ্চিত না হয়।আমরা সুন্দরভাবে সাজাতে চাই এই চরভদ্রাসন কে যাতে মানুষ বলতে পারে চরভদ্রাসনের পুলিশ ভালো, আমরা জনগণের শিবাই তৎপর যাতে এই সরকারের এবং আমাদের পুলিশ সুপার স্যারের সহ সকলের ইমেজ যাতে বৃদ্ধি হয় চরভদ্রাসনের একটা আধুনিক চরভদ্রসন থানা হয়, সেই নিরিখে আমরা কাজ করে যাচ্ছি।