ডেস্ক: বৈষম্যবিরোধী চাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে গাজীপুরে মাওনা হাইওয়ে থানা ও জেলা পুলিশ বক্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এসব ঘটনা ঘটে।
এসময় পুলিশের গাড়িসহ অন্তত সাতটি যানবাহন ধ্বংস করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এর আগে সকাল দশটায় শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ মাওনা চৌরাস্তায় অবস্থান নেয়। এসময় বিভিন্ন স্লোগান দিয়ে তারা নয়দফা দাবিতে মিছিল করে।
এবিষয়ে জানতে শ্রীপুর থানার ওসি আকবর আলী খানের মুঠো ফেনে কল করলে তিনি ফোন রিসিভ করেননি।