অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু Logo সেনাসদস্য পরিবারের উপর হামলায় আহত ৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু

শ্রমিককে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া গণহত্যার শামিল

তুবা-শ্রমিকদের-সমাবেশফারুক আহম্মেদ সুজন: বেতন-বোনাস থেকে বঞ্চিত করার মাধ্যমে তুবা গ্রুপের ১ হাজার ৬শ শ্রমিককে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া গণহত্যার শামিল। তাই এ ন্যাক্কারজনক কর্মকান্ড থেকে সড়ে এসে শ্রমিকদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানান শ্রমিক নেতারা।
এছাড়া তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহতের ঘটনায় তুবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের ফাঁসি দাবি করেন তারা।
পাশাপাশি তুবা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস আদায়ের আন্দোলনের হাওয়া সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
শনিবার রাজধানীর বাড্ডা এলাকার হোসেন মার্কেটে অবস্থিত তুবা গার্মেন্ট এর সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পাঁচ মিনিটে রানা প্লাজার সহস্রাধিক শ্রমিককে হত্যা করা হয়েছিলো। গাজায় নির্বিচারে মানুষ হত্যাকে যদি গণহত্যা বলা হয় তাহলে তুবা’র ১৬০০ শ্রমিককে মৃত্যুর দিকে ঠেলে দেয়াও গণহত্যার শামিল।
তিনি আন্দোলন চলাকালীন সময়ে শ্রমিকদের ওভারটাইমের সমান মজুরি দেওয়ার দাবিও জানান।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন, চার হাজার কোটি টাকা কোনো টাকাই না। তাহলে তুবা গ্রুপের শ্রমিকদের এই চার কোটি টাকা তো কিছুই না। তাহলে কেন তাদের ন্যায্য পাওনাদি পরিশোধ করা হলো না।
তিনি বলেন, এই আন্দোলন শুধু তুবা গ্রুপের ১৬০০ শ্রমিকের না, দেশের ১৬ কোটি মানুষের আন্দোলন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মালিকরা মুনাফার জন্য মিথ্যাচার করছে। মাত্র চার কোটি টাকা মালিকদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না এটা ঠিক না। আর যদি মালিক না পারেন তাহলে তার দায় নিতে হবে বিজিএমইএ-কে। বিজিএমইএ যদি অপারগ হয় তাহলে দেশে সরকার আছে, সরকার শ্রমিকদের বেতন-বোনাসের ব্যবস্থা করবে।
কিন্তু আমরা সরকারের উপস্থিতি টের পাই কেবলমাত্র পুলিশের লাঠির আঘাতের মাধ্যমে। তুবার শ্রমিকদের পাঁচ দফা আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে আনু মুহাম্মদ এ দাবিতে দেশব্যাপী আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন এর সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, শ্রমিক নেতা মন্টু ঘোষ, জলি তালুকদার, শবনম সাদেক প্রমুখ।
এর আগে শনিবার সকাল ১১টা থেকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বিক্ষোভ দেখান। পুলিশ প্রথমে রাস্তায় মিছিল বের করতে দেয়নি। পরে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বাড্ডার মূল সড়কে নেমে আসেন। এর ফলে ওই সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় । কয়েক ঘন্টা পরে পূণরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে তুবার শ্রমিকদের বিক্ষোভ মিছিল ঘিরে সকাল ৮টা থেকে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে টানা ছয়দিন ধরে তুবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-বোনাসের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। অনশন চলাকালে বিভিন্ন কারখানার শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সেখানে অবস্থান করছে।
এ আন্দোলনে শনিবার পর্যন্ত প্রায় ৯০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

শ্রমিককে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া গণহত্যার শামিল

আপডেট টাইম : ০২:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪

তুবা-শ্রমিকদের-সমাবেশফারুক আহম্মেদ সুজন: বেতন-বোনাস থেকে বঞ্চিত করার মাধ্যমে তুবা গ্রুপের ১ হাজার ৬শ শ্রমিককে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া গণহত্যার শামিল। তাই এ ন্যাক্কারজনক কর্মকান্ড থেকে সড়ে এসে শ্রমিকদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানান শ্রমিক নেতারা।
এছাড়া তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহতের ঘটনায় তুবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের ফাঁসি দাবি করেন তারা।
পাশাপাশি তুবা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস আদায়ের আন্দোলনের হাওয়া সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
শনিবার রাজধানীর বাড্ডা এলাকার হোসেন মার্কেটে অবস্থিত তুবা গার্মেন্ট এর সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পাঁচ মিনিটে রানা প্লাজার সহস্রাধিক শ্রমিককে হত্যা করা হয়েছিলো। গাজায় নির্বিচারে মানুষ হত্যাকে যদি গণহত্যা বলা হয় তাহলে তুবা’র ১৬০০ শ্রমিককে মৃত্যুর দিকে ঠেলে দেয়াও গণহত্যার শামিল।
তিনি আন্দোলন চলাকালীন সময়ে শ্রমিকদের ওভারটাইমের সমান মজুরি দেওয়ার দাবিও জানান।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন, চার হাজার কোটি টাকা কোনো টাকাই না। তাহলে তুবা গ্রুপের শ্রমিকদের এই চার কোটি টাকা তো কিছুই না। তাহলে কেন তাদের ন্যায্য পাওনাদি পরিশোধ করা হলো না।
তিনি বলেন, এই আন্দোলন শুধু তুবা গ্রুপের ১৬০০ শ্রমিকের না, দেশের ১৬ কোটি মানুষের আন্দোলন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মালিকরা মুনাফার জন্য মিথ্যাচার করছে। মাত্র চার কোটি টাকা মালিকদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না এটা ঠিক না। আর যদি মালিক না পারেন তাহলে তার দায় নিতে হবে বিজিএমইএ-কে। বিজিএমইএ যদি অপারগ হয় তাহলে দেশে সরকার আছে, সরকার শ্রমিকদের বেতন-বোনাসের ব্যবস্থা করবে।
কিন্তু আমরা সরকারের উপস্থিতি টের পাই কেবলমাত্র পুলিশের লাঠির আঘাতের মাধ্যমে। তুবার শ্রমিকদের পাঁচ দফা আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে আনু মুহাম্মদ এ দাবিতে দেশব্যাপী আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন এর সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, শ্রমিক নেতা মন্টু ঘোষ, জলি তালুকদার, শবনম সাদেক প্রমুখ।
এর আগে শনিবার সকাল ১১টা থেকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বিক্ষোভ দেখান। পুলিশ প্রথমে রাস্তায় মিছিল বের করতে দেয়নি। পরে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বাড্ডার মূল সড়কে নেমে আসেন। এর ফলে ওই সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় । কয়েক ঘন্টা পরে পূণরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে তুবার শ্রমিকদের বিক্ষোভ মিছিল ঘিরে সকাল ৮টা থেকে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে টানা ছয়দিন ধরে তুবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-বোনাসের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। অনশন চলাকালে বিভিন্ন কারখানার শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সেখানে অবস্থান করছে।
এ আন্দোলনে শনিবার পর্যন্ত প্রায় ৯০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।