বাউফল (পটুয়খালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে শশুরের হাতে জামাইকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
২১জুন বিকাল ৫.৫০ ঘটিকার সময় বগা ইউনিয়নের হোগলা গ্রামে এহেন ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় ৩নং ওয়ার্ড বগা গ্রামের বাসিন্দা মৃত্যু আ ত ম সলিমুল্লাহ’র ছেলে জাহিদুল ইসলামের সাথে হোগলা গ্রামের মনিরুজ্জামানের মেয়ে সুমাইয়া জাহান মুন্নীর সাথে ২০১৬ সালে বিবাহ হয়। কিন্তু বিবাহের পর থেকে সুমাইয়ার উগ্রতা এবং স্বামীর অবাধ্যতার কারনে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ সৃষ্টি হত। জাহিদুলের একটি কন্যা সন্তান রয়েছে যার বর্তমান বয়স ৭রছর। এক পর্যায়ে সুমাইয়া তার মেয়েকে নিয়ে ২০২২সালে স্বামীর বাড়ি ছেড়ে তার বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেই থেকে জাহিদুল তার সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পায়নি। সন্তানকে এক নজর দেখার জন্য কয়েকবার তার শশুর বাড়িতে গিয়েছে কিন্তু সন্তানকে দেখা তো দুরে থাক শশুরের ঘরে পর্যন্ত উঠতে দেয়নি। এর পরেই জাহিদুলের নামে নারী ও শিশু দমন ট্রাইবুনালে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ৯৮/২০২৩,১১(গ)/৩০ ধারা। কিন্তু সে মামলা তদন্তে এসে মিথ্যা প্রমানিত হয়। সেই থেকেই শশুর বাড়ীর লোকজনের জাহিদুলের উপর আক্রোশ থেকে যায়। ঘটনার দিন ২১জুন দুপুরে জাহিদুল তার বোন জামাতার বাড়িতে দাওয়াত খেতে যায়। সেখান থেকে বিকালে ফেরার পথে শশুর মনিরুজ্জামান ও তার মামা শশুর গোলাম কিবরিয়া কয়েকজন সন্ত্রাসী নিয়ে তার উপরে অতর্কিত হামলা চালায়। এবং তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। জাহিদুল বাঁচাও বাঁচাও বলে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এ ঘটনায় শশুর মনিরুজ্জামান বলেন,আমি জাহিদুলকে কোন মারধর করিনি উল্টো আমাকে মারধর করেছে।
জাহিদুল বলেন,আমি বোনাইয়ের বাড়ি থেকে ফেরার পথে আমার পথ রুদ্ধ করে কয়েকজন সন্ত্রাসী নিয়ে আমার শশুর আমাকে মারধর করে। আমি বাচার তাগিদে দৌড় দিতে গেলে আমার শশুর পড়ে যায়। এরপর কি হয়েছে আমি জানিনা। আমি অজ্ঞান হয়ে যাই জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।
এ ব্যাপারে বাউফল থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন,এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম :
বাউফলে শশুরের হাতে নির্যাতনের শিকার জামাই!
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৫৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- ১৪৭৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ