অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

বিআরটিএ-সিএনএস এর সমন্বয়কারী মতিউরের দুর্নীতি এখন গোয়েন্দা নজরে (পর্ব-০১)

তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রাহককে সেবা দেওয়ার জন্য গত ১৩ বছর ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যত দরপত্র ডেকেছে, তার প্রায় সবই পেয়েছে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড বা সিএনএস নামের একটি প্রতিষ্ঠান। সর্বশেষ ২০২১ সালে মোটরযানের কর ও ফি আদায়সংক্রান্ত কাজও পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিটি দরপত্রেই এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়, যার ফলে সিএনএস ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের কাজ পাওয়ার সুযোগ থাকে না। ফলে চড়া দামে তাদের সেবা নিতে হচ্ছে যানবাহনের মালিক ও চালকসহ সেবাগ্রহীতাদের। এই প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি ও দরপত্র পাওয়ার কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেন ২০০৮ সালে বিআরটিএতে কর্মরত শীর্ষ দুর্নীতিবাজ কর্মকর্তার তালিকায় ২ নম্বর অবস্থানে থাকা পরিচালক (অপারেশন) লোকমান হোসেন মোল্লা। সিএনএস এর প্রধান সমন্বয়কারী (বিআরটিএর সদর কার্যালয়ে কর্মরত) মো. মতিউর রহমান লোকমান হোসেন মোল্লার ছত্রছায়ায় যোগদান পরবর্তী সময় থেকে একাধিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। মতিউর সিএনএস এর অন্যান্য কর্মচারীর নিকট থেকে আর্থিক সুবিধা গ্রহণ করাই কর্মচারীরা তার বিরুদ্ধে বিভিন্ন সংস্থার কাছে দিয়েছেন তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। দুর্নীতির টাকায় মতিউর রহমান ঢাকা শহরের খিলক্ষেত, আশকোনা এবং আশুলিয়ায় কিনেছেন ফ্লাট ও প্লট। এসব-ই হয়েছে সিএনএস এর কর্মচারীদের নিকট থেকে অনৈতিকভাবে গ্রহণ করা অর্থের মাধ্যমে।

মতিউরের নিয়োগ বাণিজ্য ঃ সিএনএস আর্কাইভ এ চাকরি দেওয়ার জন্য নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে এক থেকে দেড় লক্ষ টাকা ঘুষ গ্রহনের তথ্য পাওয়া গেছে মতিউরের বিরুদ্ধে। নিয়োগ বাণিজ্যের এই ঘুষ লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবে সিএনএস এর কর্মচারি মোশারফ কাজ করেন এবং অর্থ লেনদেনের বিষয়টি তিনিই সম্পন্ন করে থাকেন। সর্বশেষ দেড় লক্ষ টাকা ঘুষের বিনিময়ে ইমদাদ হোসেন নামে একজনকে আর্কাইভ এ চাকরি দিয়েছেন বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। বিআরটিএ-আইএস প্রোজেক্টের কর্মরত কর্মচারীদের নিকট থেকে মতিউরের বিরুদ্ধে অর্থ গ্রহণ অভিযোগও রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। সূত্র বলছে, আইএস প্রজেক্টে যারা চাকরি করছেন তাদের বেতন ব্যাংকের মাধ্যমে প্রদান/গ্রহণ করা হয়। ব্যাংকের এটিএম কার্ড সমূহ প্রধান সমন্বয়কারী মতিউর রহমান নিজ দায়িত্বে রেখে দেন। তিনি এটিএম কার্ডের মাধ্যমে কর্মচারীদের বেতন তুলে নেন। এছাড়াও প্রতিমাসে সার্কেল অনুযায়ী কর্মচারিরা মতিউরকে ৫ থেকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ঘুষ প্রদানে অস্বীকার করলে ওই কর্মচারিকে চাকরি থেকে বের করে দেয়ার হুমকি প্রদান করে। বিআরটিএ আর্কাইভ প্রজেক্ট মিরপুর সার্কেলে কর্মরত মোঃ আবু রায়হান এবং মোঃ আব্দুল আজিজ রিমন এর নিকট থেকে ২ লক্ষ টাকা করে ৪ লাখ টাকা ঘুষ গ্রহন করে চাকরী প্রদান করেন। এই টাকাটিও লেনদেন করেন বিআরটিএর প্রধান কার্যালয়ের আইএস প্রজেক্ট এ কর্মরত মো. মোশারফ হোসেন।

বদলি সংক্রান্ত অভিযোগঃ বিআরটিএর ঢাকা মেট্রো-১ সার্কেলে কর্মরত সিএনএস এর কর্মকর্তা গিয়াস উদ্দিন এর মাধ্যমে সিএনএস এর কর্মচারিরা এক সার্কেল থেকে তাদের পছন্দের অন্য সার্কেলে বদলী হওয়ার জন্য সার্কেল অনুপাতে ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করেন মতিউর রহমান।

স্ক্যানিং এর লোক নিয়োগের বিষয়টিও তিনিই করেন এ কারণে তাদের নিকট থেকেও অর্থ গ্রহণ করে থাকেন। বিগত ২০২১ সাল থেকে চলমান বিআরটিএ এর প্রজেক্টে নিয়োগের ক্ষেত্রে ৩ লক্ষ টাকার নিয়ে চাকুরী দেওয়ার তথ্যও রয়েছে তার বিরুদ্ধে। এই সকল নিয়োগের লেনদেনগুলি স্টাফদের একাউন্টের মাধ্যমে সম্পন্ন করে থাকেন।

কয়েকবছরে মতিউরের ৫-৬ কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে গোয়েন্দাদের কাছে। তার মধে ঢাকা জেলার খিলখেত থানাধীন বড়ুয়া, লন্জনিপাড়া (জামুন শস্ষানঘাট) এলাকায় একটি প্লট। ঢাকা জেলার দক্ষিণ খান থানাধীন হাজী ক্যাম্প সংলগ্ন একটি বাড়ি। ঢাকা জেলার আশুলিয়ায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে কিনা জমি। কয়েক মাস পরপর ঢাকার শান্তি নগর ইষ্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের নাগ জুয়েলার্স থেকে ২০২৩ সালের ৭ জানুয়ারী ৬ লাখ ১৫ হাজার টাকার ২২ কেরেট এর স্বর্ণ ক্রয় করেন। একই বছরের ০৯ জুলাই আরো ৩ লাখ ৮৫ হাজার টাকার স্বর্ণ কর্মচারিদের কাছ থেকে উপহার হিসেবে গ্রহন করেন এই মতিউর। সিএনএস এর প্রধান সমন্বয়কারী মতিউর রহমান প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, আমার মা এবং বাবা দুইজনই জমিদার বংশের আমাকে কোন সম্পদ অবৈধ টাকায় কিনতে হবে কেন আমি পূর্বপুরুষের সম্পদ বিক্রি করে জায়গা জমি কিনেছি। বিআরটিএতে আমাকে সবায় জমিদারের ছেলে বলে ছিনে। আর আমার বিরুদ্ধে অভিযোগ আসবেই যেহেতু এত বড় দায়িত্ব পালন করি। তবে অভিযোগের সত্যতা নেই। স্বর্ণ ক্রয়ের বিষয়ে আমি কিছু জানিনা এবং এগুলো আমি বা আমার পরিবারের কেউ ক্রয় করেনি।

বিআরটিএ-আইএস এবং আর্কাইভ প্রজেক্টে ঢাকা মেট্রো সার্কেল-১ এ কর্মরত আরিফ হোসেন (রুম নং-২০১) জহির উদ্দিন (রুম নং-১১৬), কামরুল ইসলাম (রুম নং-২০২), আব্দুল করিম (রুম নং-৩০৯), আব্দুল ওয়াহেদ (রুম নং-২১০), আব্দুল বাতেন (রুম নং-১১৮), মহসীন আলী (রুম নং-১০৭), নাদিম হোসেন (রুম নং-১২৩), এ কে আজাদ (রুম নং-২০৯), এ কে আজাদ-২ (রুম নং-৩১২), সোলেমান (রুম নং-৩০৮), মো. গিয়াস উদ্দিন (রুম নং-০৮), এছাড়াও রুট পারমিট শাখার অনুপম ও লিনা। আর্কাইভ প্রজেক্টের বাধন, সবুজ, ইমদাদ হোসেন। এইসব কর্মচারিদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নেয় মতিউর রহমান । তবে চাকরি হারানো ভয়ে এই বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি হয়নি।

সিএনএস এর কর্মচারীরা মতিউরকে নিয়মিত মাসোয়ারা দেয়ার জন্য অনৈতিকভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করেন। এইসব কর্মচারিরা তাদেরকে বিআরটিএর স্টাফ পরিচয় দিয়ে দেদারছে অপকর্ম চালিয়ে যাচ্ছে । আর তাদের অপকর্মের দায়ভার বহন করছে বিআরটিএ।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, সিএনএস যেসব কাজ করছে, এর মধ্যে মোটরযানের কর ও ফি আদায় কার্যক্রম সবচেয়ে বড়। ২০১০ সাল থেকে তারা এ কাজ করছে। এর জন্য প্রথম পাঁচ বছরে সিএনএস নিয়েছে ৭৮ কোটি টাকা। ২০১৬ থেকে পরবর্তী পাঁচ বছরে নিয়েছে ১৮৪ কোটি টাকা। আগামী পাঁচ বছরের জন্য ২১৮ কোটি টাকায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৩ বছরে বিআরটিএ থেকে সিএনএসের ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৫০ কোটি টাকা। এর বাইরে চালকের স্মার্ট কার্ড লাইসেন্স সরবরাহের কাজ আছে ১২০ কোটি টাকার। এই কাজ পাওয়া ভারতীয় কোম্পানি মাদ্রাজ প্রিন্টার্সের বাংলাদেশি অংশীদারও সিএনএসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনির উজ জামান চৌধুরীর ভাগিনার প্রতিষ্ঠান লজিক ফোরাম। বর্তমানে সিএনএস বিআরটিএর পাঁচটি কাজ করছে। সিএনএসের এমডি মনির উজ জামান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দেশে ঘুরেফিরে থাকেন। বিআরটিএ সূত্র জানায়, সংস্থাটি বাইরে থেকে যেসব সেবা সহায়তা নিচ্ছে, তার দুটি দিচ্ছে সেনাবাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরি। এগুলো হচ্ছে যানবাহনের ডিজিটাল নম্বরপ্লেট স্থাপন এবং যানবাহনের মালিকের ডিজিটাল নিবন্ধন কার্ড বা স্মার্ট কার্ড। মেশিন টুলস ফ্যাক্টরি সরকারি প্রতিষ্ঠান বলে তাদের দরপত্রে অংশ নিতে হয়নি। তবে দরপত্রের মাধ্যমে যত কাজ দেওয়া হয়েছে, এর সবই সিএনএস পেয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

বিআরটিএ-সিএনএস এর সমন্বয়কারী মতিউরের দুর্নীতি এখন গোয়েন্দা নজরে (পর্ব-০১)

আপডেট টাইম : ০১:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রাহককে সেবা দেওয়ার জন্য গত ১৩ বছর ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যত দরপত্র ডেকেছে, তার প্রায় সবই পেয়েছে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড বা সিএনএস নামের একটি প্রতিষ্ঠান। সর্বশেষ ২০২১ সালে মোটরযানের কর ও ফি আদায়সংক্রান্ত কাজও পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিটি দরপত্রেই এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়, যার ফলে সিএনএস ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের কাজ পাওয়ার সুযোগ থাকে না। ফলে চড়া দামে তাদের সেবা নিতে হচ্ছে যানবাহনের মালিক ও চালকসহ সেবাগ্রহীতাদের। এই প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি ও দরপত্র পাওয়ার কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেন ২০০৮ সালে বিআরটিএতে কর্মরত শীর্ষ দুর্নীতিবাজ কর্মকর্তার তালিকায় ২ নম্বর অবস্থানে থাকা পরিচালক (অপারেশন) লোকমান হোসেন মোল্লা। সিএনএস এর প্রধান সমন্বয়কারী (বিআরটিএর সদর কার্যালয়ে কর্মরত) মো. মতিউর রহমান লোকমান হোসেন মোল্লার ছত্রছায়ায় যোগদান পরবর্তী সময় থেকে একাধিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। মতিউর সিএনএস এর অন্যান্য কর্মচারীর নিকট থেকে আর্থিক সুবিধা গ্রহণ করাই কর্মচারীরা তার বিরুদ্ধে বিভিন্ন সংস্থার কাছে দিয়েছেন তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। দুর্নীতির টাকায় মতিউর রহমান ঢাকা শহরের খিলক্ষেত, আশকোনা এবং আশুলিয়ায় কিনেছেন ফ্লাট ও প্লট। এসব-ই হয়েছে সিএনএস এর কর্মচারীদের নিকট থেকে অনৈতিকভাবে গ্রহণ করা অর্থের মাধ্যমে।

মতিউরের নিয়োগ বাণিজ্য ঃ সিএনএস আর্কাইভ এ চাকরি দেওয়ার জন্য নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে এক থেকে দেড় লক্ষ টাকা ঘুষ গ্রহনের তথ্য পাওয়া গেছে মতিউরের বিরুদ্ধে। নিয়োগ বাণিজ্যের এই ঘুষ লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবে সিএনএস এর কর্মচারি মোশারফ কাজ করেন এবং অর্থ লেনদেনের বিষয়টি তিনিই সম্পন্ন করে থাকেন। সর্বশেষ দেড় লক্ষ টাকা ঘুষের বিনিময়ে ইমদাদ হোসেন নামে একজনকে আর্কাইভ এ চাকরি দিয়েছেন বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। বিআরটিএ-আইএস প্রোজেক্টের কর্মরত কর্মচারীদের নিকট থেকে মতিউরের বিরুদ্ধে অর্থ গ্রহণ অভিযোগও রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। সূত্র বলছে, আইএস প্রজেক্টে যারা চাকরি করছেন তাদের বেতন ব্যাংকের মাধ্যমে প্রদান/গ্রহণ করা হয়। ব্যাংকের এটিএম কার্ড সমূহ প্রধান সমন্বয়কারী মতিউর রহমান নিজ দায়িত্বে রেখে দেন। তিনি এটিএম কার্ডের মাধ্যমে কর্মচারীদের বেতন তুলে নেন। এছাড়াও প্রতিমাসে সার্কেল অনুযায়ী কর্মচারিরা মতিউরকে ৫ থেকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ঘুষ প্রদানে অস্বীকার করলে ওই কর্মচারিকে চাকরি থেকে বের করে দেয়ার হুমকি প্রদান করে। বিআরটিএ আর্কাইভ প্রজেক্ট মিরপুর সার্কেলে কর্মরত মোঃ আবু রায়হান এবং মোঃ আব্দুল আজিজ রিমন এর নিকট থেকে ২ লক্ষ টাকা করে ৪ লাখ টাকা ঘুষ গ্রহন করে চাকরী প্রদান করেন। এই টাকাটিও লেনদেন করেন বিআরটিএর প্রধান কার্যালয়ের আইএস প্রজেক্ট এ কর্মরত মো. মোশারফ হোসেন।

বদলি সংক্রান্ত অভিযোগঃ বিআরটিএর ঢাকা মেট্রো-১ সার্কেলে কর্মরত সিএনএস এর কর্মকর্তা গিয়াস উদ্দিন এর মাধ্যমে সিএনএস এর কর্মচারিরা এক সার্কেল থেকে তাদের পছন্দের অন্য সার্কেলে বদলী হওয়ার জন্য সার্কেল অনুপাতে ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করেন মতিউর রহমান।

স্ক্যানিং এর লোক নিয়োগের বিষয়টিও তিনিই করেন এ কারণে তাদের নিকট থেকেও অর্থ গ্রহণ করে থাকেন। বিগত ২০২১ সাল থেকে চলমান বিআরটিএ এর প্রজেক্টে নিয়োগের ক্ষেত্রে ৩ লক্ষ টাকার নিয়ে চাকুরী দেওয়ার তথ্যও রয়েছে তার বিরুদ্ধে। এই সকল নিয়োগের লেনদেনগুলি স্টাফদের একাউন্টের মাধ্যমে সম্পন্ন করে থাকেন।

কয়েকবছরে মতিউরের ৫-৬ কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে গোয়েন্দাদের কাছে। তার মধে ঢাকা জেলার খিলখেত থানাধীন বড়ুয়া, লন্জনিপাড়া (জামুন শস্ষানঘাট) এলাকায় একটি প্লট। ঢাকা জেলার দক্ষিণ খান থানাধীন হাজী ক্যাম্প সংলগ্ন একটি বাড়ি। ঢাকা জেলার আশুলিয়ায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে কিনা জমি। কয়েক মাস পরপর ঢাকার শান্তি নগর ইষ্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের নাগ জুয়েলার্স থেকে ২০২৩ সালের ৭ জানুয়ারী ৬ লাখ ১৫ হাজার টাকার ২২ কেরেট এর স্বর্ণ ক্রয় করেন। একই বছরের ০৯ জুলাই আরো ৩ লাখ ৮৫ হাজার টাকার স্বর্ণ কর্মচারিদের কাছ থেকে উপহার হিসেবে গ্রহন করেন এই মতিউর। সিএনএস এর প্রধান সমন্বয়কারী মতিউর রহমান প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, আমার মা এবং বাবা দুইজনই জমিদার বংশের আমাকে কোন সম্পদ অবৈধ টাকায় কিনতে হবে কেন আমি পূর্বপুরুষের সম্পদ বিক্রি করে জায়গা জমি কিনেছি। বিআরটিএতে আমাকে সবায় জমিদারের ছেলে বলে ছিনে। আর আমার বিরুদ্ধে অভিযোগ আসবেই যেহেতু এত বড় দায়িত্ব পালন করি। তবে অভিযোগের সত্যতা নেই। স্বর্ণ ক্রয়ের বিষয়ে আমি কিছু জানিনা এবং এগুলো আমি বা আমার পরিবারের কেউ ক্রয় করেনি।

বিআরটিএ-আইএস এবং আর্কাইভ প্রজেক্টে ঢাকা মেট্রো সার্কেল-১ এ কর্মরত আরিফ হোসেন (রুম নং-২০১) জহির উদ্দিন (রুম নং-১১৬), কামরুল ইসলাম (রুম নং-২০২), আব্দুল করিম (রুম নং-৩০৯), আব্দুল ওয়াহেদ (রুম নং-২১০), আব্দুল বাতেন (রুম নং-১১৮), মহসীন আলী (রুম নং-১০৭), নাদিম হোসেন (রুম নং-১২৩), এ কে আজাদ (রুম নং-২০৯), এ কে আজাদ-২ (রুম নং-৩১২), সোলেমান (রুম নং-৩০৮), মো. গিয়াস উদ্দিন (রুম নং-০৮), এছাড়াও রুট পারমিট শাখার অনুপম ও লিনা। আর্কাইভ প্রজেক্টের বাধন, সবুজ, ইমদাদ হোসেন। এইসব কর্মচারিদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নেয় মতিউর রহমান । তবে চাকরি হারানো ভয়ে এই বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি হয়নি।

সিএনএস এর কর্মচারীরা মতিউরকে নিয়মিত মাসোয়ারা দেয়ার জন্য অনৈতিকভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করেন। এইসব কর্মচারিরা তাদেরকে বিআরটিএর স্টাফ পরিচয় দিয়ে দেদারছে অপকর্ম চালিয়ে যাচ্ছে । আর তাদের অপকর্মের দায়ভার বহন করছে বিআরটিএ।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, সিএনএস যেসব কাজ করছে, এর মধ্যে মোটরযানের কর ও ফি আদায় কার্যক্রম সবচেয়ে বড়। ২০১০ সাল থেকে তারা এ কাজ করছে। এর জন্য প্রথম পাঁচ বছরে সিএনএস নিয়েছে ৭৮ কোটি টাকা। ২০১৬ থেকে পরবর্তী পাঁচ বছরে নিয়েছে ১৮৪ কোটি টাকা। আগামী পাঁচ বছরের জন্য ২১৮ কোটি টাকায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৩ বছরে বিআরটিএ থেকে সিএনএসের ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৫০ কোটি টাকা। এর বাইরে চালকের স্মার্ট কার্ড লাইসেন্স সরবরাহের কাজ আছে ১২০ কোটি টাকার। এই কাজ পাওয়া ভারতীয় কোম্পানি মাদ্রাজ প্রিন্টার্সের বাংলাদেশি অংশীদারও সিএনএসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনির উজ জামান চৌধুরীর ভাগিনার প্রতিষ্ঠান লজিক ফোরাম। বর্তমানে সিএনএস বিআরটিএর পাঁচটি কাজ করছে। সিএনএসের এমডি মনির উজ জামান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দেশে ঘুরেফিরে থাকেন। বিআরটিএ সূত্র জানায়, সংস্থাটি বাইরে থেকে যেসব সেবা সহায়তা নিচ্ছে, তার দুটি দিচ্ছে সেনাবাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরি। এগুলো হচ্ছে যানবাহনের ডিজিটাল নম্বরপ্লেট স্থাপন এবং যানবাহনের মালিকের ডিজিটাল নিবন্ধন কার্ড বা স্মার্ট কার্ড। মেশিন টুলস ফ্যাক্টরি সরকারি প্রতিষ্ঠান বলে তাদের দরপত্রে অংশ নিতে হয়নি। তবে দরপত্রের মাধ্যমে যত কাজ দেওয়া হয়েছে, এর সবই সিএনএস পেয়েছে।