অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
লালমনিরহাট জেলার স-মিলগুলোতে কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করতে দেখা গেছে স-মিল শ্রমিকদের। স-মিল শ্রমিকদের অভিযোগ, আঘাতপ্রাপ্ত কিংবা অঙ্গহানি হলে শুধু প্রাথমিক চিকিৎসার খরচ পান তারা অন্য কোনো খরচ মালিক পক্ষ দেন না বা কোনো ক্ষতিপূরণও দেয়া হয় না।

অপরদিকে মালিকরা বলছেন, নিরাপত্তা সরঞ্জাম কিংবা ক্ষতিপূরণের বিষয়ে বন বিভাগ থেকে কোনো নির্দেশনা দেয়া হচ্ছে না।

লালমনিরহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, লাইসেন্সে এমন কোনো শর্ত নেই। তবে শ্রমিকের চিকিৎসা খরচ বা অন্যান্য খরচ বহনের দায়িত্ব সংশ্লিষ্ট মিল মালিক পক্ষের।

লালমনিরহাটে বিভিন্ন এলাকার স-মিলের শ্রমিকদের (মিস্ত্রী)’র সাথে কথা বললে তারা বলেন, ‘আমরা দির্ঘদিন থেকে কাজ করি। কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আমাদের অনেকের অঙ্গ হানির মত ঘটনা ঘটেছে এর ফলে বাসায় বেকার অবস্থায় বসে থাকতে হয়। মালিক শুধু প্রাথমিক চিকিৎসার জন্য কিছু টাকা খরচ দেয়।

শহিদুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, ‘আমি ১৫ বছর ধরে কাজ করি। কিন্তু কাজ করার ক্ষেত্রে নিরাপত্তার জন্য কি সরঞ্জাম লাগে তা আমরা জানিও না কিংবা মালিকও দেয় না। আমার জানামতে গত কয়েক বছরে অনেক এক্সিডেন্ট হয়েছে। এ ধরনের ঘটনায় আমাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত’।

স-মিলে কাঠ কাটাতে আসা এক ব্যক্তি বলেন, স-মিলের শ্রমিকদের অঙ্গহানির ঘটনা প্রায় ঘটছে এর ফলে শ্রমিকরা সারা জীবন অসহায়ত্ব জীবন যাপন করে এর দায় কেউই এরাতো পারে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স-মিল মালিক বলেন, ‘বন বিভাগ থেকে সুরক্ষার বিষয়ে কিংবা ক্ষতিপূরণের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের দেয়া নাই। আমরা বহু বছর থেকে এভাবেই মিল চালিয়ে আসছি। আমরা আসলে এ বিষয়ে কী করতে হবে তা বুঝিও না বা জানিও না। তবে বন বিভাগ যদি কোনো নির্দেশনা দেয় তা আমরা মেনে চলবো’।

লালমনিরহাট সামাজিক বনায়ন, নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ‘আমাদের কাছে লাইসেন্স নেয়ার আগে পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে অনুমোদন নিতে হয়। আমার জানামতে লাইসেন্সে শুধু ফায়ার সেফটির বিষয়টি উল্লেখ করা আছে। শ্রমিকদের সুরক্ষার ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়া হয় না’।

তিনি আরও বলেন, ‘আমরা কোনো এক্সিডেন্ট রেকর্ড বা তথ্য সংরক্ষণ করি না। তবে কেউ আমাদের জানালে তখনই বিষয়টি জানি। আর শ্রমিকের চিকিৎসা বা অন্যান্য খরচ মিল মালিকদের ওপর নির্ভর করে থাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা।

আপডেট টাইম : ০১:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
লালমনিরহাট জেলার স-মিলগুলোতে কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করতে দেখা গেছে স-মিল শ্রমিকদের। স-মিল শ্রমিকদের অভিযোগ, আঘাতপ্রাপ্ত কিংবা অঙ্গহানি হলে শুধু প্রাথমিক চিকিৎসার খরচ পান তারা অন্য কোনো খরচ মালিক পক্ষ দেন না বা কোনো ক্ষতিপূরণও দেয়া হয় না।

অপরদিকে মালিকরা বলছেন, নিরাপত্তা সরঞ্জাম কিংবা ক্ষতিপূরণের বিষয়ে বন বিভাগ থেকে কোনো নির্দেশনা দেয়া হচ্ছে না।

লালমনিরহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, লাইসেন্সে এমন কোনো শর্ত নেই। তবে শ্রমিকের চিকিৎসা খরচ বা অন্যান্য খরচ বহনের দায়িত্ব সংশ্লিষ্ট মিল মালিক পক্ষের।

লালমনিরহাটে বিভিন্ন এলাকার স-মিলের শ্রমিকদের (মিস্ত্রী)’র সাথে কথা বললে তারা বলেন, ‘আমরা দির্ঘদিন থেকে কাজ করি। কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আমাদের অনেকের অঙ্গ হানির মত ঘটনা ঘটেছে এর ফলে বাসায় বেকার অবস্থায় বসে থাকতে হয়। মালিক শুধু প্রাথমিক চিকিৎসার জন্য কিছু টাকা খরচ দেয়।

শহিদুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, ‘আমি ১৫ বছর ধরে কাজ করি। কিন্তু কাজ করার ক্ষেত্রে নিরাপত্তার জন্য কি সরঞ্জাম লাগে তা আমরা জানিও না কিংবা মালিকও দেয় না। আমার জানামতে গত কয়েক বছরে অনেক এক্সিডেন্ট হয়েছে। এ ধরনের ঘটনায় আমাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত’।

স-মিলে কাঠ কাটাতে আসা এক ব্যক্তি বলেন, স-মিলের শ্রমিকদের অঙ্গহানির ঘটনা প্রায় ঘটছে এর ফলে শ্রমিকরা সারা জীবন অসহায়ত্ব জীবন যাপন করে এর দায় কেউই এরাতো পারে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স-মিল মালিক বলেন, ‘বন বিভাগ থেকে সুরক্ষার বিষয়ে কিংবা ক্ষতিপূরণের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের দেয়া নাই। আমরা বহু বছর থেকে এভাবেই মিল চালিয়ে আসছি। আমরা আসলে এ বিষয়ে কী করতে হবে তা বুঝিও না বা জানিও না। তবে বন বিভাগ যদি কোনো নির্দেশনা দেয় তা আমরা মেনে চলবো’।

লালমনিরহাট সামাজিক বনায়ন, নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ‘আমাদের কাছে লাইসেন্স নেয়ার আগে পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে অনুমোদন নিতে হয়। আমার জানামতে লাইসেন্সে শুধু ফায়ার সেফটির বিষয়টি উল্লেখ করা আছে। শ্রমিকদের সুরক্ষার ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়া হয় না’।

তিনি আরও বলেন, ‘আমরা কোনো এক্সিডেন্ট রেকর্ড বা তথ্য সংরক্ষণ করি না। তবে কেউ আমাদের জানালে তখনই বিষয়টি জানি। আর শ্রমিকের চিকিৎসা বা অন্যান্য খরচ মিল মালিকদের ওপর নির্ভর করে থাকে।