অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সীমান্ত হত্যার বিচার করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু দেশ-ভারতকে ড. শফিকুর রহমান Logo বিজিবির বাঁধায় মাটি কাটার কাজ বন্ধ করল বিএসএফ Logo শৈলকুপা বি‌সিএস অ‌ফিসার্স ফোরা‌মের সভাপ‌তি ডাঃ মোঃ নাসির উ‌দ্দিন,সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উ‌দ্দিন, Logo তাড়াশে গলাকাটা মরদেহ উদ্ধার Logo মাদারীপুরে বিআরটিএ’র ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে সর্বসাধারন Logo বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু Logo যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক Logo ভুট্টার ক্ষেত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo নাগরপুরে বিপুল পরিমাণের মাদক সহ কারবারি গ্রেফতার Logo বেকড়ায় ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে বিক্ষোভ মিছিল

৭০ ভাগ রেল-ক্রসিংয়ে ফ্ল্যাগ ম্যানই নেই

বাংলার খবর২৪.কম:surojit-sen দেশের শতকরা ৭০ ভাগ রেল-ক্রসিংয়ে কোনো ফ্ল্যাগ ম্যানই নেই বলে মন্তব্য করেছেন সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। একইসঙ্গে এ পদে দ্রুত নিয়োগ দেওয়ার দাবিও জানান তিনি।

শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভা আয়োজন করে।

সুরঞ্জিত বলেন, শুক্রবার ঝিনাইদহে এক রেল দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন। আমি রেল মন্ত্রী ছিলাম। আমি জানি ৭০ ভাগ রেল-ক্রসিং এ ফ্ল্যাগ ম্যানই নেই। সিগন্যাল আর পাহারা কারা দেবে? এ দিকে নজর দিতে হবে, লোক নিয়োগ দিতে হবে। দুর্ঘটনা এড়াতে রেলক্রসিংও কমাতে হবে।

দু’একজন কর্মচারীকে সাসপেন্ড করে, তদন্ত কমিটি গঠন করার মধ্যে সীমাবদ্ধ না থেকে দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যবস্থা করতে হবে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের মাতামাতির সমালোচনা করে সুরঞ্জিত বলেন, যেটা নাই সেটা নিয়ে না ভাবাই ভালো। বরং ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের সজাগ থাকতে হবে। বর্তমানে যেভাবে অগ্রগতি হচ্ছে, এ ধারা অব্যাহত থাকলে বাংলার মানুষ চায় এ সরকার আরও দশ বছর ক্ষমতায় থাকুক। তবে, ভুল হলে তা সংশোধনের জন্য আমরা প্রস্তুত।

তিনি বলেন, বঙ্গবন্ধুর পথ হারিয়ে ফেললে এ দেশের উন্নয়ন আনা যাবে না। বঙ্গবন্ধুর পথ আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীর পথ, অসাম্প্রদায়িক রাষ্ট্রের পথ।

বিএনপির উদ্দেশে সুরঞ্জিত বলেন, আপনারা আন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাত করতে চান। একটি সাংবিধানিক গণতান্ত্রিক সরকারকে কেবল আরেকটি নির্বাচনের মাধ্যমেই সরানো যায়। মাঝখানে কোনো পথ নেই। ‘আন্দোলন করে নামাবেন! কোথায় কারে লইয়া আন্দালন করবেন? বেগম জিয়া নেতা-কর্মীদের উৎসাহিত করার জন্য আন্দোলনের কথা বলছেন।’

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার ভোগ করার অধিকার আপনাদের আছে। সেটা করেন, কোনো অসুবিধা নেই। তবে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে নৈরাজ করতে চাইলে সেটা গ্রহণ করা হবে না। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে, এ সরকারের সকল কর্মসূচির সঙ্গে একমত পোষণ করতে সবাই আজ ঐক্যবদ্ধ।
সুরঞ্জিত বলেন, এ মাস অভিশপ্ত ও শোকের মাস। এ মাসে চক্রান্তকারিদের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ হতে হবে। দলকে সংগঠিত করে এগিয়ে যেতে হবে।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সীমান্ত হত্যার বিচার করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু দেশ-ভারতকে ড. শফিকুর রহমান

৭০ ভাগ রেল-ক্রসিংয়ে ফ্ল্যাগ ম্যানই নেই

আপডেট টাইম : ০২:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম:surojit-sen দেশের শতকরা ৭০ ভাগ রেল-ক্রসিংয়ে কোনো ফ্ল্যাগ ম্যানই নেই বলে মন্তব্য করেছেন সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। একইসঙ্গে এ পদে দ্রুত নিয়োগ দেওয়ার দাবিও জানান তিনি।

শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভা আয়োজন করে।

সুরঞ্জিত বলেন, শুক্রবার ঝিনাইদহে এক রেল দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন। আমি রেল মন্ত্রী ছিলাম। আমি জানি ৭০ ভাগ রেল-ক্রসিং এ ফ্ল্যাগ ম্যানই নেই। সিগন্যাল আর পাহারা কারা দেবে? এ দিকে নজর দিতে হবে, লোক নিয়োগ দিতে হবে। দুর্ঘটনা এড়াতে রেলক্রসিংও কমাতে হবে।

দু’একজন কর্মচারীকে সাসপেন্ড করে, তদন্ত কমিটি গঠন করার মধ্যে সীমাবদ্ধ না থেকে দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যবস্থা করতে হবে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের মাতামাতির সমালোচনা করে সুরঞ্জিত বলেন, যেটা নাই সেটা নিয়ে না ভাবাই ভালো। বরং ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের সজাগ থাকতে হবে। বর্তমানে যেভাবে অগ্রগতি হচ্ছে, এ ধারা অব্যাহত থাকলে বাংলার মানুষ চায় এ সরকার আরও দশ বছর ক্ষমতায় থাকুক। তবে, ভুল হলে তা সংশোধনের জন্য আমরা প্রস্তুত।

তিনি বলেন, বঙ্গবন্ধুর পথ হারিয়ে ফেললে এ দেশের উন্নয়ন আনা যাবে না। বঙ্গবন্ধুর পথ আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীর পথ, অসাম্প্রদায়িক রাষ্ট্রের পথ।

বিএনপির উদ্দেশে সুরঞ্জিত বলেন, আপনারা আন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাত করতে চান। একটি সাংবিধানিক গণতান্ত্রিক সরকারকে কেবল আরেকটি নির্বাচনের মাধ্যমেই সরানো যায়। মাঝখানে কোনো পথ নেই। ‘আন্দোলন করে নামাবেন! কোথায় কারে লইয়া আন্দালন করবেন? বেগম জিয়া নেতা-কর্মীদের উৎসাহিত করার জন্য আন্দোলনের কথা বলছেন।’

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার ভোগ করার অধিকার আপনাদের আছে। সেটা করেন, কোনো অসুবিধা নেই। তবে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে নৈরাজ করতে চাইলে সেটা গ্রহণ করা হবে না। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে, এ সরকারের সকল কর্মসূচির সঙ্গে একমত পোষণ করতে সবাই আজ ঐক্যবদ্ধ।
সুরঞ্জিত বলেন, এ মাস অভিশপ্ত ও শোকের মাস। এ মাসে চক্রান্তকারিদের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ হতে হবে। দলকে সংগঠিত করে এগিয়ে যেতে হবে।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।