নাসিরা সুলতানা : বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের পশ্চিম পাড়া মহল্লায় গতকাল শনিবার গভীর রাতে দূর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে কয়েক জন কৃষকের ষোলটি খড়ের পালা। গতকাল (১০ ফেব্রুয়ারী) শনিবার দিবাগত রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের পশ্চিমপাড়া মহল্লায় অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে পালার মালিক ক্ষতিগ্রস্ত সেলিম হোসেন, বাবুর আলী, আক্কাস আলী ও নুর উদ্দীন জানায় তারা সকলে বসত বাড়ির পাশে পুকুর পাড়ে সব মিলিয়ে প্রায় ২০ বিঘা জমির খড়ের ১৬টি পালা বা স্তপ করে রাখেন। গতকাল শনিবার গভীর রাতে কে বা কারা শত্রুতা করে খড়ের পালায় আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা এসে প্রায় ঘন্টা খানিক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও সমস্ত খড় আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। এতে করে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম :
বগুড়া সান্তাহারে দুর্বৃত্তদের আগুনে পুড়লো খড়ের পালা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৩২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- ১৩৫৫ বার
Tag :
বগুড়া
জনপ্রিয় সংবাদ