পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ Logo বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ, Logo বরগুনার বেতাগীতে পৌর শহরসহ ইউনিয়নে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক

তীব্র শীতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: উত্তরের জেলা লালমনিরহাটে হিমেল হাওয়ায় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল হতদরিদ্র মানুষেরা।

বিভিন্ন জায়গায় ঘুরে ছিন্নমূল শীতার্তদের কাছে কম্বল নিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। অসহায় এসব মানুষের শরীরে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। জেলা প্রশাসককে কাছে পেয়ে অনেক ছিন্নমূল শীতার্ত মানুষ তাদের কষ্টের কথা তুলে ধরেন।কম্বল পেয়ে ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধা ভিক্ষুক আলিজন নেছা বলেন, ‘শীতের ঠ্যালায় খুব কষ্টে আছিনু। তাও একটা কম্বলও কায়ো (কেউ) দেয় নাই। শ্যাষ আইতে (রাতে) আইজ (আজ) ডিসি স্যারের হাতোত থ্যাকি (হাত থেকে) একনা কম্বল পাইছি। এইটাতেই হামার শীত চলি যাইবে।’

প্লাটফর্মের মুসাফিরখানায় প্রায় ঊনিশ মাস ধরে আশ্রয় নেওয়া আরেক ভিক্ষুক তৌফিকুল ইসলাম বলেন, ‘মুঁই মৃগি ব্যারামি মানুষ, দিনের বেলা গ্রামে গ্রামে ভিক্ষা করি খাই আর কুনো মতে (কোনোরকমে) জড়োসড়ো হয়া এ্যাটে (এখানে) প্রতি রাইত কাটাই। কয়দিন ধরি ঠান্ডাতে কাবু হয়া গেছি। একটা কম্বল পাইছি, এ্যালা (এখন) আর শীতের রাইতে ঘুমাইতে কষ্ট হইবে না।’

যাত্রীদের বসার স্থানে শুয়ে থাকা আরেক বয়োবৃদ্ধ ছিন্নমূল ফুলমতি কম্বল পেয়ে বলেন, ‘বাবা হামার বাড়ি ওত্তি (ওদিকে) দূরান্তরোত (দূরান্তরে), কুড়িগ্রামের চিলমারীত। নদী ভাঙ্গি নিঃস্ব হয়্যা (হয়ে) এ্যাটে আসি থাকি। সারাদিন ভিক্ষা করি যা পাই তাকে (তাই) খাই। ঠান্ডাতে হাত-ঠ্যাঙ্গের কাঁপোন (কাঁপুনি) থামে না। কম্বল পায়া খুব উপকার হইল বাহে। আল্লাহ ওমার (ডিসির) ভালো করুক।’জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, জেলাজুড়ে চলছে হাঁড় কাঁপানো ঠান্ডার প্রকোপ। এই ঘন কুয়াশার তীব্র শীতে গরমের উষ্ণতা দিতে রাতের বেলা ঘুরে ঘুরে খেটে খাওয়া দিন মজুর ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যেই জেলায় প্রায় ৩০ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আরও চাহিদা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এসব শীতার্ত অসহায় মানুষ যাতে শীতে কষ্ট না করে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিভিন্ন জায়গায় কম্বল বিতরনের সময় অন্যদের মধ্যে লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

তীব্র শীতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

আপডেট টাইম : ১২:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: উত্তরের জেলা লালমনিরহাটে হিমেল হাওয়ায় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল হতদরিদ্র মানুষেরা।

বিভিন্ন জায়গায় ঘুরে ছিন্নমূল শীতার্তদের কাছে কম্বল নিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। অসহায় এসব মানুষের শরীরে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। জেলা প্রশাসককে কাছে পেয়ে অনেক ছিন্নমূল শীতার্ত মানুষ তাদের কষ্টের কথা তুলে ধরেন।কম্বল পেয়ে ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধা ভিক্ষুক আলিজন নেছা বলেন, ‘শীতের ঠ্যালায় খুব কষ্টে আছিনু। তাও একটা কম্বলও কায়ো (কেউ) দেয় নাই। শ্যাষ আইতে (রাতে) আইজ (আজ) ডিসি স্যারের হাতোত থ্যাকি (হাত থেকে) একনা কম্বল পাইছি। এইটাতেই হামার শীত চলি যাইবে।’

প্লাটফর্মের মুসাফিরখানায় প্রায় ঊনিশ মাস ধরে আশ্রয় নেওয়া আরেক ভিক্ষুক তৌফিকুল ইসলাম বলেন, ‘মুঁই মৃগি ব্যারামি মানুষ, দিনের বেলা গ্রামে গ্রামে ভিক্ষা করি খাই আর কুনো মতে (কোনোরকমে) জড়োসড়ো হয়া এ্যাটে (এখানে) প্রতি রাইত কাটাই। কয়দিন ধরি ঠান্ডাতে কাবু হয়া গেছি। একটা কম্বল পাইছি, এ্যালা (এখন) আর শীতের রাইতে ঘুমাইতে কষ্ট হইবে না।’

যাত্রীদের বসার স্থানে শুয়ে থাকা আরেক বয়োবৃদ্ধ ছিন্নমূল ফুলমতি কম্বল পেয়ে বলেন, ‘বাবা হামার বাড়ি ওত্তি (ওদিকে) দূরান্তরোত (দূরান্তরে), কুড়িগ্রামের চিলমারীত। নদী ভাঙ্গি নিঃস্ব হয়্যা (হয়ে) এ্যাটে আসি থাকি। সারাদিন ভিক্ষা করি যা পাই তাকে (তাই) খাই। ঠান্ডাতে হাত-ঠ্যাঙ্গের কাঁপোন (কাঁপুনি) থামে না। কম্বল পায়া খুব উপকার হইল বাহে। আল্লাহ ওমার (ডিসির) ভালো করুক।’জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, জেলাজুড়ে চলছে হাঁড় কাঁপানো ঠান্ডার প্রকোপ। এই ঘন কুয়াশার তীব্র শীতে গরমের উষ্ণতা দিতে রাতের বেলা ঘুরে ঘুরে খেটে খাওয়া দিন মজুর ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যেই জেলায় প্রায় ৩০ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আরও চাহিদা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এসব শীতার্ত অসহায় মানুষ যাতে শীতে কষ্ট না করে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিভিন্ন জায়গায় কম্বল বিতরনের সময় অন্যদের মধ্যে লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন