পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ Logo বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ, Logo বরগুনার বেতাগীতে পৌর শহরসহ ইউনিয়নে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক

কুকুরের মাতৃস্নেহে দুধ পান করছে ছাগলছানা।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট এলাকার আহমেদ হাবিব রানা নামে এক ব্যক্তির বাড়ির উঠানে দেখা মিলল এক বিরল দৃশ্যের হাবিব রানার বাড়ির উঠানে একটি কুকুর দাঁড়িয়ে। লেজ নাড়তে-নাড়তে তার দিকে ছুটে এল কয়েকটি ছাগলছানা। এরপর ছানাগুলো কুকুরটির দুধ পান করতে লেগে গেল নির্দ্বিধায় । কুকুরটিও পরম মাতৃস্নেহের আদর দিয়ে তার দুধ পান করাতে লাগল।

সরে জমিনে গিয়ে দেখা গেছে, হাবিব রানার বাড়িতে মোট ১৬টি ছাগল রয়েছে। এর মধ্যে পাঁচটি ছাগল বাচ্চা দিয়েছে। সব ছানাকে ঠিক মত দুধ দিয়ে পেরে ওঠতে পারেনা মা ছাগলেরা।

এদিকে, বছর দুই ধরে ওই বাড়িতে বাস করা একটি কুকুরো ছানা প্রসব করে সপ্তাহখানেক হল।

বাড়ির অন্য পোষা প্রাণীদের খাবার দিলে মা কুকুরটিও একসঙ্গে খায়।

এভাবেই বাড়ির গৃহপালিত প্রাণীদের সঙ্গে নিবিড় ভালোবাসা জন্মায় কুকুরটির। সম্পর্কের এক পর্যায়ে ছাগল ছানাগুলো কুকুরটির দুধ পানে অভ্যস্ত হয়ে পড়ে।

এখন তৃষ্ণা পেলেই ছাগলের কয়েকটি ছানা এদের মায়ের দিকে না গিয়ে ছুটে যায় কুকুরটির কাছে। একে অপরের সঙ্গে পাল্লা দিয়েই কুকুরের দুধ পান করে।

বাড়ির মালিক আহমেদ হাবিব রানা বলেন, “প্রায় দুই বছর থেকে কুকুরটি আমাদের বাড়িতে থাকে। মা ছাগলগুলো খাদ্যের খোঁজে বাইরে গেলে কয়েকটি বাচ্চাকে কুকুরটিই দুধ পান করাচ্ছে। প্রাণিসম্পদ দপ্তরে কথা বলে জেনেছি, এত কোনো সমস্যা নেই। তাই আমরাও এতে বাধা দিই না।”

উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, “কুকুর ও ছাগল ছানাগুলোর মধ্যে মধুর সম্পর্কের বিষয়টি একটি বিরল ঘটনা। এটি থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।”

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন বলেন, “কুকুরটি ছাগল ছানাগুলোকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে তা সত্যিই বিরল। মাতৃদুগ্ধ সব বাচ্চার জন্য উপকারী তাই এখানে নেতিবাচক কোন প্রভাব ফেলবে না।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

কুকুরের মাতৃস্নেহে দুধ পান করছে ছাগলছানা।

আপডেট টাইম : ১২:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট এলাকার আহমেদ হাবিব রানা নামে এক ব্যক্তির বাড়ির উঠানে দেখা মিলল এক বিরল দৃশ্যের হাবিব রানার বাড়ির উঠানে একটি কুকুর দাঁড়িয়ে। লেজ নাড়তে-নাড়তে তার দিকে ছুটে এল কয়েকটি ছাগলছানা। এরপর ছানাগুলো কুকুরটির দুধ পান করতে লেগে গেল নির্দ্বিধায় । কুকুরটিও পরম মাতৃস্নেহের আদর দিয়ে তার দুধ পান করাতে লাগল।

সরে জমিনে গিয়ে দেখা গেছে, হাবিব রানার বাড়িতে মোট ১৬টি ছাগল রয়েছে। এর মধ্যে পাঁচটি ছাগল বাচ্চা দিয়েছে। সব ছানাকে ঠিক মত দুধ দিয়ে পেরে ওঠতে পারেনা মা ছাগলেরা।

এদিকে, বছর দুই ধরে ওই বাড়িতে বাস করা একটি কুকুরো ছানা প্রসব করে সপ্তাহখানেক হল।

বাড়ির অন্য পোষা প্রাণীদের খাবার দিলে মা কুকুরটিও একসঙ্গে খায়।

এভাবেই বাড়ির গৃহপালিত প্রাণীদের সঙ্গে নিবিড় ভালোবাসা জন্মায় কুকুরটির। সম্পর্কের এক পর্যায়ে ছাগল ছানাগুলো কুকুরটির দুধ পানে অভ্যস্ত হয়ে পড়ে।

এখন তৃষ্ণা পেলেই ছাগলের কয়েকটি ছানা এদের মায়ের দিকে না গিয়ে ছুটে যায় কুকুরটির কাছে। একে অপরের সঙ্গে পাল্লা দিয়েই কুকুরের দুধ পান করে।

বাড়ির মালিক আহমেদ হাবিব রানা বলেন, “প্রায় দুই বছর থেকে কুকুরটি আমাদের বাড়িতে থাকে। মা ছাগলগুলো খাদ্যের খোঁজে বাইরে গেলে কয়েকটি বাচ্চাকে কুকুরটিই দুধ পান করাচ্ছে। প্রাণিসম্পদ দপ্তরে কথা বলে জেনেছি, এত কোনো সমস্যা নেই। তাই আমরাও এতে বাধা দিই না।”

উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, “কুকুর ও ছাগল ছানাগুলোর মধ্যে মধুর সম্পর্কের বিষয়টি একটি বিরল ঘটনা। এটি থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।”

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন বলেন, “কুকুরটি ছাগল ছানাগুলোকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে তা সত্যিই বিরল। মাতৃদুগ্ধ সব বাচ্চার জন্য উপকারী তাই এখানে নেতিবাচক কোন প্রভাব ফেলবে না।