প্রতিনিধি,ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বাঁশকুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী ওই যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসের ৩০ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে ২০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে