অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

নৌকার কর্মীদের হাত কেটে ফেলার হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান

স্বতন্ত্র প্রার্থীর পথসভায় নৌকার কর্মী সমর্থকদের ‘হাত কেটে দেওয়ার’ হুমকি দিয়ে আলোচনার সৃষ্টি করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক ইউপি চেয়ারম্যান।

সম্প্রতি এরকম হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্কের ঝড় উঠেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় নৌকার কর্মী সমর্থকদের ‘হাত কেটে দেওয়ার’ হুমকি দেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা।

মো. মাহবুবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদের পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। বক্তব্যে ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, প্রত্যেক মা বোনদের বুঝাবেন এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা হচ্ছে নৌকা। নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান হয়ে দলের গুরুত্বপূর্ণ পদধারী একজন নেতা নৌকা প্রতীককে ব্যঙ্গ করে এমন কথা বলায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে বেফাঁস মন্তব্যকারী এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার জানান, পাগলের মার্কা নৌকা নয়, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা, এদেশের ১৮ কোটি মানুষের মার্কা নৌকা। তবে যে নৌকাকে পাগলের মার্কা বলেছে সে নিজে পাগল আর তার ঈগল মার্কার প্রার্থীও পাগল। পাগল না হলে কেউ এমন মন্তব্য করতে পারে না। আসলে আনসার মোল্লা মাদকাসক্ত ব্যক্তি। তাই তিনি পাগলের মতো কথাবার্তা বলেন। এ ব্যাপারে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো।

নৌকা নিয়ে এমন কটূক্তিপূর্ণ বক্তব্যের বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম জানান, আমার কাছে এ বিষয়ে কেউ কোনও অভিযোগ করেননি। তবে একটি অপরিচিত নম্বর থেকে একটি ভিডিও পাঠানো হয়েছে। আমি ইউএনওকে এ বিষয়ে সত্যতা যাচাই করতে বলেছি।

তবে অভিযুক্ত আনসার মোল্লার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, এটা সুপার এডিট করা হয়েছে। আমি মূলত বলেছি নির্বাচনে ব্যালটে কিংবা বা ব্যালট বাক্সে হাত দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

নৌকার কর্মীদের হাত কেটে ফেলার হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান

আপডেট টাইম : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

স্বতন্ত্র প্রার্থীর পথসভায় নৌকার কর্মী সমর্থকদের ‘হাত কেটে দেওয়ার’ হুমকি দিয়ে আলোচনার সৃষ্টি করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক ইউপি চেয়ারম্যান।

সম্প্রতি এরকম হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্কের ঝড় উঠেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় নৌকার কর্মী সমর্থকদের ‘হাত কেটে দেওয়ার’ হুমকি দেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা।

মো. মাহবুবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদের পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। বক্তব্যে ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, প্রত্যেক মা বোনদের বুঝাবেন এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা হচ্ছে নৌকা। নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান হয়ে দলের গুরুত্বপূর্ণ পদধারী একজন নেতা নৌকা প্রতীককে ব্যঙ্গ করে এমন কথা বলায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে বেফাঁস মন্তব্যকারী এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার জানান, পাগলের মার্কা নৌকা নয়, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা, এদেশের ১৮ কোটি মানুষের মার্কা নৌকা। তবে যে নৌকাকে পাগলের মার্কা বলেছে সে নিজে পাগল আর তার ঈগল মার্কার প্রার্থীও পাগল। পাগল না হলে কেউ এমন মন্তব্য করতে পারে না। আসলে আনসার মোল্লা মাদকাসক্ত ব্যক্তি। তাই তিনি পাগলের মতো কথাবার্তা বলেন। এ ব্যাপারে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো।

নৌকা নিয়ে এমন কটূক্তিপূর্ণ বক্তব্যের বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম জানান, আমার কাছে এ বিষয়ে কেউ কোনও অভিযোগ করেননি। তবে একটি অপরিচিত নম্বর থেকে একটি ভিডিও পাঠানো হয়েছে। আমি ইউএনওকে এ বিষয়ে সত্যতা যাচাই করতে বলেছি।

তবে অভিযুক্ত আনসার মোল্লার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, এটা সুপার এডিট করা হয়েছে। আমি মূলত বলেছি নির্বাচনে ব্যালটে কিংবা বা ব্যালট বাক্সে হাত দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।