ডেস্ক: তিস্তার পানি ব্যবহারের জন্য পশ্চিমবঙ্গে আরো দু’টি খাল খননের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য চেয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নেই। আমরা এখনও সাড়া দিয়েছি কি না সে সম্পর্কে আমার কাছে বিস্তারিত কিছু নেই।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র সচিবের মন্তব্য আমি দেখেছি। এটি এমন একটি বিষয় যাতে আমরা এখনও কোনো বিবৃতি দিইনি।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, তিস্তার পানি প্রত্যাহারের জন্য পশ্চিমবঙ্গে দু’টি নতুন খাল খননের বিষয়ে জানতে চাওয়া তাদের কূটনৈতিক নোটের (নোট ভার্বাল) বিষয়ে ভারত এখনও সাড়া দেয়নি।
এর আগে কলকাতার দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরো দু’টি খাল খননের জন্য প্রায় এক হাজার একর জমি অধিগ্রহণ করেছে সেচ বিভাগ।
যেখানে আরো বলা হয় যে এই পদক্ষেপটি জলপাইগুড়ি ও কোচবিহার জেলার আরো খামারগুলোকে সেচের আওতায় আনতে সহায়তা করবে, তবে তিস্তা উত্তরবঙ্গ থেকে প্রবাহিত হওয়ায় বাংলাদেশকে বিপর্যস্ত করতে পারে।
তিস্তার পানি বাংলাদেশের উত্তরাঞ্চলে সেচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যবর্তী সময়। পানি সংকট নিরসনে এক দশকেরও বেশি সময় ধরে ভারতের সাথে তিস্তার পানি বণ্টন চুক্তির অপেক্ষায় রয়েছে দেশটি। সূত্র : ইউএনবি