ডেস্ক: পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী এমভি সুন্দরবন-১৪ লঞ্চে স্টাফদের হামলার শিকার হন লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাক। শনিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
গুরুত্বর অবস্থায় রাজ্জাককে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস মিয়া এবং ক্যাশিয়ার মশিউরকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ঘাট শ্রমিকদের সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লঞ্চ ছাড়ার কিছুক্ষন আগে যাত্রীদের নামে কেবিন দেয়া নিয়ে সুপারভাইজার মো. ইউনুস মিয়া ও কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের সাথে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লঞ্চের ক্যাশিয়ার মশিউর। এক পর্যায়ে মশিউর রাজ্জাককে তলপেটে আঘাত এবং শরীরের বিভিন্নস্থানে কিলঘুষি দিলে রাজ্জাক ডেকে লুটিয়ে পরেন। এরপর অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজ্জাকের অবস্থা গুরুতর দেখে মশিউর লঞ্চ থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় ঘাট শ্রমিকরা লোহালিয়া খেয়াঘাটে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পটুয়াখালী পৌরসভার কাউন্সিলর ও লঞ্চঘাটের সাবেক ইজারাদার এস এম ফারুক জানান, একই লঞ্চের স্টাফ হলেও রাজ্জাকের সাথে ইউনুসের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। আগে থেকে বিরোধের কারণেই রাজ্জাককে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।
সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, পুরো বিষয়ে পুলিশ তদন্ত করছে। কিভাবে ঘটনার সূত্রপাত এবং কিভাবে কি হলো সেই সব বিষয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।