নাজমুল হক চৌধুরীঃ নরসিংদী জেলার শিবপুর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে উদ্বোধন করা হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল। বঙ্গবন্ধুর মোরাল টি নিজস্ব অর্থায়নে তৈরী করেন জেলা আওয়ামিলীগ এর সাবেক সদস্য মাহফুজুল হক টিপু। বৃহস্পতিবার (১২জানুয়ারি) সকাল ১০ টায় শহীদ আসাদ কলেজে শুরু হয় বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধনী অনুষ্ঠান।
আজকের এই মোরাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও মন্ত্রী জনাব এড নুরুল মজিদ হুমায়ুন। এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুরের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, পলাশের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা আওয়ামিলীগ এর সভাপতি জি এম তালেব হোসেন, জেলা আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত।
এছাড়াও উক্ত মোরাল উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শিবপুর শহীদ আসাদ কলেজের ছাত্র শিক্ষক সহ শিবপুরের সাধারন জনগন। বঙ্গবন্ধুর মোরাল এর উদ্বোধন করেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয় মোরালের উদ্বোধন।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল মজিদ হুমায়ুন বলেন ” শহীদ আসাদ ৬৯ এর গন অভ্যুত্থানের নায় শহীদ। আসাদ শহীদ হয়ে ৭১ এ মুক্তিযুদ্ধে সারা দেশ বাসীর সামনে শিবপুরের নাম কে উজ্জ্বল করেছে। সেই আসাদের নামে কলেজ”।
তিনি আরো বলেন ” আমি হতাশ এতদিনেও আসাদ কলেজে বঙ্গবন্ধুর একটি মোরাল তৈরী হয়নি। ধ্যন্যবাদ জানাই মাহফুল হক টিপু, সে অনেক বড় নেতা নয়, বঙ্গবন্ধুর একজন কর্মী, তার সহযোগিতায় আজ আসাদ কলেজে বঙ্গবন্ধুর মোরাল তৈরী হয়েছে”।
মাননীয় শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের কাছে শিবপুরে জনতার দাবি ছিল শহীদ আসাদ কলেজে মাস্টার্স কোর্স চালু করা হোক। তিনি তার বক্তব্যে সবাইকে আশ্বস্ত করে বলেন তিনি শিক্ষা মন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলবেন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জহিরুল হক ভূইয়া মোহন, ডা. দিলীপ, পীরজাদা কাজী মোহাম্মদ আলী, জি এম তালেব হোসেন, জিনিয়া জিন্নাত সহ আরো অনেকে।