ফারুক আহমেদ সুজন : দ্রুত, গুণগত ও নির্বিঘ্ন গ্রাহক সেবা নিশ্চিত করতে বিআরটিএ আগামী ১৮ ডিসেম্বর থেকে ঢাকার পূর্বাচল এলাকায় বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে জানানো হয়, ১০টি থানা এই সার্কেলের আওতায় থাকবে।
আওতাধীন থানাগুলো হলো- গুলশান, হাতিরঝিল, বাড্ডা, রামপুরা, ভাটারা, খিলগাঁও, মুগদা, শাহজাহানপুর, সবুজবাগ ও বনানী।
এ সার্কেলের আওতাভুক্ত থানাসমূহের ড্রাইভিং লাইসেন্স, মোটরযান রেজিস্ট্রেশন, ফিটনেস, মালিকানা বদল, রেট্রোরিফ্লেক্টিভ নম্বর প্লেট, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) ও বায়োমেট্রিকসহ বিআরটিএ’র যাবতীয় কার্যক্রম পূর্বাচলের ঢাকা মেট্রো-৪ সার্কেল থেকে সম্পাদন করতে হবে।