নারায়ণগঞ্জ জেলা যুবদলের পর জেলা বিএনপির কমিটি নিয়ে এখন আলোচনায় মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তরুণ এ রাজনীতিককে নিয়ে গত ১৫ নভেম্বর থেকে জেলাময় শুরু হয়েছে নানা আলোচনা যেখানে সৃষ্টি হচ্ছে একের পর এক মেরুকরণ। আলোচকেরা বলছেন, জেলা বিএনপির এ কমিটির পেছনে পর্দার আড়ালের নায়ক যে তিনি সেটা প্রমাণিত হয়েছে সদস্য সচিবের মত পদে গোলাম ফারুক খোকনের পদায়ন। রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক এ চেয়ারম্যান খোকন এখন জেলা যুবদলের আহবায়ক পদে রয়েছেন। এছাড়া তিনি ছাত্রজীবনে মুড়াপাড়া কলেজের ভিপি ছিলেন। তিনি দিপু ভূইয়ার ঘনিষ্ঠজনদের একজন।
রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে থাকলেও নারায়ণগঞ্জে পদ নিয়ে রাজনীতিতে অনাগ্রহ দিপু সব সময়ে অন্যদের এগিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত ছিলেন। তৃণমূল থেকে উঠে আসা কর্মীদের নানা পদে পদায়ন করে নেতা বানানোর পেছনে যেমন দিয়েছেন শ্রম, তেমনি রাজনৈতিক উপদেশ সহ নানা সঙ্কটে পাশে ছিলেন তিনি। ফলে একেবারে তৃণমূলের সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক। গত এক দশক ধরে তিনি প্রতি কোরবানীর ঈদের পর মেজবানীর আয়োজন করে হাজার হাজার মানুষকে আপ্যায়ন করলেও মূলত এর পেছনে কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে হৃদ্যতা তৈরি। এসব আয়োজনে উপস্থিতিরা যেন দিপুকে পেয়ে আপ্লুত হয়ে উঠতো। যদিও কয়েক বছর ধরে আওয়ামী লীগের প্রভাবশালীদের বাধায় আর সেই মেজবানী আয়োজন হচ্ছে না।
স্থানীয় রাজনীতি করতে গিয়ে যেমন মামলার আসামী হয়েছেন তেমনি তার গোলাকান্দাইলের বাড়িতেও ক্ষমতাসীনদের হামলার ঘটনা ঘটেছিল। এছাড়া তার ব্যবসায়ীক গাউছিয়া মার্কেটেও সম্প্রতি হামলার ঘটনা ঘটে। আর অনুগামী নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর যেন নিত্যদিনের চিত্র।
এর আগেও জেলা যুবদলের কমিটি, রূপগঞ্জের বিএনপি ও এর সহযোগি সংগঠনের কমিটিতে অনুগামীদের প্রতিষ্ঠিত করেছেন। তবে পদে না থাকার কারণে অনেকেই বিষয়টি আড় চোখে দেখলেও জেলা বিএনপির কমিটির পর সেই ভোল কাটতে শুরু করেছে অনেকের মধ্যে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে সবশেষ ৯ সদস্যের কমিটি অনুমোদন হয় ১৫ নভেম্বর। এদিন কমিটিতে থাকা একাধিক নেতা বলেন, দিপুর কারিশমা ছিল কমিটির পেছনে।
এদিকে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশী রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন রুপগঞ্জে বসবাসরত বিএনপির নেতাকর্মীরা। কিছুদিন পরপরেই বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কর্মীরাও শিকার হন হামলার। অভিযোগের আঙুল তোলেন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ধারাবাহিক এতসব আক্রমনের পরেও দাঁত কামড়ে টিকে আছেন মাত্র একজন নেতার ভরসায়। আর তিনি হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে হামলার পর তাদের সাথে যোগাযোগ করা হলে অধিকাংশ নেতাকর্মীদের মন্তব্য ছিলো এমন যে, ‘আমাদের নেতা দিপু ভাই ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন।’ রূপগঞ্জের এমাথা থেকে ওমাথা পুরোটাই বিএনপির নেতাকর্মীদের অন্যতম নেতা হিসেবে পরিচিত দিপু ভূইয়া।