ফারুক আহমেদ সুজন : “জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২” উপলক্ষে ২২শে অক্টোবর সারাদেশব্যপী অনাড়ম্বর ভাবে ব্যাপক কর্মসূচির মাধ্যমে দিবসটি জাতীয় পর্যায়ে উৎযাপন করা হয়।
তারই ধারাবাহিতায় ঢাকা জেলা বিআরটিএ এর উদ্যোগে ও সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম এর নেতৃত্বে দিবসটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও দিন ব্যাপী অনাড়ম্বর কর্মসূচির মাধ্যমে উৎযাপন করেছে।
সকালে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপরে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সড়কের আইন নিয়ম কানুন ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক মোঃ মুছা,পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর,মোটরযান পরিদর্শক সাজ্জাদ হোসেন,মাকসুদা সুলতানা, সহ আরো অনেকে। নিরাপদ সড়ক দিবস এর সপ্তাহ ব্যাপী কর্মসূচি অনুযায়ী আগামী ২৪ অক্টোবর সকাল ৯টায় ঢাকা জেলা বিআরটিএ এর উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্্যালী অনুষ্ঠিত হবে।