পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, এএসআই প্রত্যাহার

গাজীপুর: দুই বন্ধুকে আটক করে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনায় গাজীপুরে এক পুলিশের এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সকালে তাকে প্রত্যাহার করে গাজীপুর মেট্রোপলিটন সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্য হলেন, গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহদাত হোসেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বলেন, গত বৃহস্পতিবার রাতে দুই যুবককে আটক করে টাকা নেওয়ার অভিযোগ উঠে বাসন থানার এএসআই শাহদাত হোসেনের বিরুদ্ধে।

পরে শনিবার সকালে তাকে বাসন থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর মেট্রোপলিটন সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
ভুক্তভোগীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নস্করচালা এলাকার মনির হোসেন ও আলফাজ হোসেন নামে দুই বন্ধু নতুন মোটরসাইকেল নিয়ে গাজীপুরের মোল্লাপাড়া এলাকায় বেড়াতে যায়।

ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় পৌঁছালে বাসন থাকার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহদাত হোসেন, কনস্টেবল নোমান ও মিন্টু তাদের গতিরোধ করে। পরে তারা তাদের মোটরসাইকেলের কাগজপত্র যাচায়ের নামে দেহ তল্লাশিসহ নানা ভাবে হয়রানি করে। এছাড়া মামলা দিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি দেখায়। দুই কনস্টেবল তাদের পকেটে থেকে ৬ হাজার ৮০০ টাকা নিয়ে নেয়। পরে তাদের বাড়িতে খবর দিয়ে আরও টাকা আনতে বলে। খবর পেয়ে রাতেই মনির ও আলফাজের পিতা সেখানে যায়। পরে আরও ৬ হাজার টাকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
তারা আরও জানায়, মোটরসাইকেল ক্রয়ের রশিদও তাদের সঙ্গে ছিল। সেটি দেখালেও পুলিশ নানা ভাবে ভয়ভীতি দেখায় তাদের।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার প্রত্যাহারকৃত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহদাত হোসেন বলেন, আমি তাদের কাছ থেকে কোনো টাকা নেইনি। এসব মিথ্যা।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, এএসআই প্রত্যাহার

আপডেট টাইম : ০৮:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

গাজীপুর: দুই বন্ধুকে আটক করে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনায় গাজীপুরে এক পুলিশের এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সকালে তাকে প্রত্যাহার করে গাজীপুর মেট্রোপলিটন সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্য হলেন, গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহদাত হোসেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বলেন, গত বৃহস্পতিবার রাতে দুই যুবককে আটক করে টাকা নেওয়ার অভিযোগ উঠে বাসন থানার এএসআই শাহদাত হোসেনের বিরুদ্ধে।

পরে শনিবার সকালে তাকে বাসন থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর মেট্রোপলিটন সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
ভুক্তভোগীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নস্করচালা এলাকার মনির হোসেন ও আলফাজ হোসেন নামে দুই বন্ধু নতুন মোটরসাইকেল নিয়ে গাজীপুরের মোল্লাপাড়া এলাকায় বেড়াতে যায়।

ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় পৌঁছালে বাসন থাকার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহদাত হোসেন, কনস্টেবল নোমান ও মিন্টু তাদের গতিরোধ করে। পরে তারা তাদের মোটরসাইকেলের কাগজপত্র যাচায়ের নামে দেহ তল্লাশিসহ নানা ভাবে হয়রানি করে। এছাড়া মামলা দিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি দেখায়। দুই কনস্টেবল তাদের পকেটে থেকে ৬ হাজার ৮০০ টাকা নিয়ে নেয়। পরে তাদের বাড়িতে খবর দিয়ে আরও টাকা আনতে বলে। খবর পেয়ে রাতেই মনির ও আলফাজের পিতা সেখানে যায়। পরে আরও ৬ হাজার টাকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
তারা আরও জানায়, মোটরসাইকেল ক্রয়ের রশিদও তাদের সঙ্গে ছিল। সেটি দেখালেও পুলিশ নানা ভাবে ভয়ভীতি দেখায় তাদের।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার প্রত্যাহারকৃত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহদাত হোসেন বলেন, আমি তাদের কাছ থেকে কোনো টাকা নেইনি। এসব মিথ্যা।