ডেস্ক: জয়পুরহাটে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় হালিমুর রশীদ (৬৫) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় জয়পুরহাট-বগুড়া সড়কের বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হালিমুর রশীদ জয়পুরহাট পৌর শহরের হাউজিং এস্টেট এলাকার তৈমুর রহমানের ছেলে। তিনি সাবেক পাঁচবিবি উপজেলা এলজিইডির প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
ওসি আলমগীর জাহান, প্রকৌশলী হালিমুর রশীদ হাউজিং এস্টেট এলাকায় নিজ বাড়িতে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে বাস টার্মিনাল মসজিদে যান। নামাজ শেষে বাড়ির ফেরার পথে রাস্তা পারাপারের সময় হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হালিমুর রশীদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকেন।
ওসি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।