ইয়াছিন আহমেদ সুমন: এবার জেলা যুবদলে চমক দিপু ভুইয়ার নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্র। নানা আলোচনা সমালোচনাকে পেছনে ফেলে শেষ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বলয়ে গেল নতুন কমিটি।
বুধবার (১৬ মার্চ) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এ কমিটি ঘোষণা করেন। কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তথ্য নিশ্চিত করেছেন।
কমিটিতে আহবায়ক করা হয়েছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে, সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে ভিপি কবির হোসেনকে। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে।
কমিটি ঘোষণার পর জেলা যুবদলের নেতাকর্মীরা জানান, কমিটি ভালো হয়েছে। সক্রিয় ও কর্মী বান্ধব নেতাদের হাতে দায়িত্ব গেল। কমিটির কৃতিত্ব দিপু ভূইয়ার। দলের প্রয়োজনে যেখানে যেমন সেখানে সেভাবে হাজির হন দিপু ও তার অনুসারীরা।
জানা যায়, নিস্ক্রিয় সংগঠনগুলোকে প্রাণ দিতে নিজে দলের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তাদের চাঙ্গা করছেন দিপু। সামনে দলের আন্দোলন সংগ্রাম ও নির্বাচনের জন্য নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোজে এবার প্রাণ দিচ্ছেন তিনি। প্রতিটি ইউনিটে যোগ্য নেতাকর্মীদের দায়িত্ব পেতে দিক নির্দেশনা রয়েছে তার।
জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন জানান, কমিটি ঘোষণায় আমি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও দলের নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনিসহ যুবদলে দায়িত্বপ্রাপ্তদের মতে, দিপু ভূইয়া একজন যোগ্য অভিভাবক এবং দলের নেতাকর্মীদের প্রয়োজন কিংবা বিপদে সবার আগে তাকে পাওয়া যায়।