মোঃ আব্দুর রাজ্জাক: লালমনিরহাটে ১৫ থেকে ২০ মিনিটের শিলাবৃষ্টিতে কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। শীতের শেষ মৌসুমে এমন শিলাবৃষ্টি কৃষকরা কমেই দেখেছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জেলা সদর ও কালীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি।
জানা গেছে, লালমনিহাটের পাঁচ উপজেলায় সোমবার সকাল থেকে সূর্যের দেখা খুব একটা মেলেনি। সারা দিন ছিল কনকনে শীত আর হিমেল হওয়া। অনেকেই ঘর থেকে বের হতে পারেনি। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যাও ছিল কম। এমন অবস্থায় বিকালে হঠাৎ আকাশে মেঘ ,ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের শিলাবৃষ্টিতে জেলা সদরের বড়বাড়ি, আদিতমারী উপজেলার কমলাবাড়ি ও কালীগঞ্জ উপজেলা কয়েকটি ইউনিয়নে কৃষকের ক্ষেতের আলু, পেঁয়াজ, রসুন, গম, ভুট্টা ও আম গাছের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, আলু, পেঁয়াজ ও তামাকের বেশি ক্ষতি হয়েছে। এ বিষয়ে,লালমনিরহাট জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ বলেন, “সদর উপজেলায় ও কালীগঞ্জ উপজেলাসহ বেশ কিছুস্থানে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে আলু, ভুট্টা, পেঁয়াজ, রসুন, মরিচ ও তামাকসহ ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।
উপজেলা কৃষি উপ-সহকারীগণ কৃষকের ফসলের ক্ষতির পরিমাণের একটি তালিকা তৈরি করছেন বলে জানান তিনি।