নাজমুল হাসান : আসন্ন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রার্থীগণ তাদের নিজ-নিজ প্রচারকার্য ও গণসংযোগ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কায়েতপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা মোঃ আলতাফ হোসেন-এর সমর্থক ও অনুসারীদের নিয়ে তিনিও এমনটাই করেছেন। কিন্তু কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চিত্রপট সম্পূর্ণ ভিন্ন।
এখানে জোর যার মুল্লুক তার সেই নীতির সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণা ও কর্মতৎপরতা চলছে। আমাদের দৈনিক আলোর জগৎ-এর প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সাথে সরাসরি সাক্ষাতে এমন খবরটি বেড়িয়ে আসে। জানা যায়, গতকাল রাত আনুমানিক ২:০০’টায় একদল সন্ত্রাসী ও দুর্বৃত্তরা কায়েতপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের তান্ডব চালিয়েছে। এবং এসব সন্ত্রাসীরা বিভিন্ন সময়ই অস্ত্রের মহড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছেন। এতে করে এলাকাবাসী চরমভাবে হতাশ হয়ে আতঙ্কিত জীবনযাপন করছেন।
এবিষয়ে এখনো পর্যন্ত কোনো হামলা ও ভাঙচুরের সাথে জড়িত কাউকে সনাক্ত করা যায়নি। এলাকাবাসী জানান, এখানে প্রশাসনও নীরব ভূমিকার আচরণ করছেন।