অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল Logo আব্দুল্লাহপুর ফ্লাইওভার এ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র মোবাইল কোর্ট এর অভিযান Logo বিআরটিএর সারাদেশে অভিযানে ৪৫১ মামলা, সাড়ে ৯ লাখ টাকা জরিমানা Logo ঢাকা-দিনাজপুর- রংপুর হাইওয়েতে মোবাইল কোর্ট অভিযানে যানবাহনে ১৪ টি মামলা Logo পাটগ্রামে পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo ৩০০ ফিটে ওভারস্পিডে বিভিন্ন যানবাহনে মামলা বিআরটিএ মোবাইল কোর্টের Logo ঢাকা- চিটাগাংরোড সড়কে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযান Logo সারাদেশে বিআরটিএ-র অভিযানে ৩৩৮ মামলা, ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা Logo চট্টগ্রাম-ঢাকা সড়কে ঈদ পরবর্তী দুর্ঘটনা ও ওভার স্পিড রুখতে বিআরটিএ’র অভিযান Logo সড়কে শৃঙ্খলা আনতে ও ওভার স্পিড নিয়ন্ত্রণে রংপুরে মোবাইল কোর্ট অভিযান

শাহরুখই বলিউডের কিং: সালমান

বিনোদন ডেস্ক,ঢাকা: বলিউডে এখন তার হিট ছবির লাইন লেগে রয়েছে। বক্স অফিসকে একের পর এক একশো কোটির ক্লাবের ছবি উপহার দিচ্ছেন সালমান খান, কিন্তু তার কাছ থেকে যখন এক সাংবাদিক জানতে চান, তিনি কি নিজেকে এখন বলিউডের রাজা বলে মনে করেন? দ্বিতীয়বার না ভেবে সাল্লু মিঞার উত্তর, আপনারা আপনাদের মতো যা খুশি ভাবতেই পারেন, তবে বলিউডে রাজার জায়গাটা অনেক আগে থেকেই একজনের দখলে রয়েছে। আর তিনিই একমাত্র বলিউডের রাজা (শাহরুখের দিকেই ইঙ্গিত)সালমানের।

সাংবাদিকরা তখন তাকে প্রশ্ন করেন, তার কি কোনও সমস্যা আছে এই বিষয় নিয়ে যে রাজার মুকুটটা অন্য একজনের দখলে রয়েছে। তৎক্ষণাত সালমান ভাই জানান, একেবারেই নয়।

তখন তার কাছে জানতে চাওয়া হয়, তিনি নিজেকে এই মুহূর্তে ইন্ডাস্ট্রির কোনও জায়গায় রেখেছেন, সালমান দাবাং খানের সবিনয় উত্তর- অনেক পেছনে! তার কথায় এইমুহূর্তে তিনি কোনও স্থানেই নেই কার্যত।

ঈদে মুক্তিপ্রাপ্ত সলমনের ছবি ‘কিক’ এইমুহূর্তে যা ব্যবসা করছে তাতে সিনেব্যবসায়ীদের ধারণা এই ছবি খুব শিগগিরই দু’শ কোটির ক্লাব ছাপিয়ে যাবে। খারাপ সমালোচনার ঝড় সামলেও কিক এখনও অবধি ১৪৭.৭ কোটি টাকা ঘরে তুলেছে, আর ব্যবসার বিষয় সালমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দু’শ কোটি কেন, তিনি আশা করেন এই ছবি তিন’শ, চার’শ বা পাঁচ’শ কোটিরও ব্যবসা করতে পারে।

সম্প্রতি কানাঘুষোয় একটি খবর শোনা যাচ্ছে যে, প্রযোজক-পরিচালক কারাণ জোহর তাঁর পরবর্তী ছবির জন্যে সালমান এবং আমির দুজনকেই ১৫০ কোটি টাকা করে দিচ্ছেন। এবিষয়ে সালমানের কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট ভাষায় জানান, বলিউডের কোনও ছবি যেখানে তিনশো কোটির ব্যবসা করতে পারছে না, সেখানে তারা কিভাবে এই পারিশ্রমিক পেতে পারেন? এইধরণের খবর অত্যন্ত বিরক্তিকর, বক্তব্য সালমানের।

কারান জোহরকেও এব্যাপারে প্রশ্ন করা হলে তিনিও প্রশ্নটি এড়িয়ে যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল

শাহরুখই বলিউডের কিং: সালমান

আপডেট টাইম : ০৬:৪৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪

বিনোদন ডেস্ক,ঢাকা: বলিউডে এখন তার হিট ছবির লাইন লেগে রয়েছে। বক্স অফিসকে একের পর এক একশো কোটির ক্লাবের ছবি উপহার দিচ্ছেন সালমান খান, কিন্তু তার কাছ থেকে যখন এক সাংবাদিক জানতে চান, তিনি কি নিজেকে এখন বলিউডের রাজা বলে মনে করেন? দ্বিতীয়বার না ভেবে সাল্লু মিঞার উত্তর, আপনারা আপনাদের মতো যা খুশি ভাবতেই পারেন, তবে বলিউডে রাজার জায়গাটা অনেক আগে থেকেই একজনের দখলে রয়েছে। আর তিনিই একমাত্র বলিউডের রাজা (শাহরুখের দিকেই ইঙ্গিত)সালমানের।

সাংবাদিকরা তখন তাকে প্রশ্ন করেন, তার কি কোনও সমস্যা আছে এই বিষয় নিয়ে যে রাজার মুকুটটা অন্য একজনের দখলে রয়েছে। তৎক্ষণাত সালমান ভাই জানান, একেবারেই নয়।

তখন তার কাছে জানতে চাওয়া হয়, তিনি নিজেকে এই মুহূর্তে ইন্ডাস্ট্রির কোনও জায়গায় রেখেছেন, সালমান দাবাং খানের সবিনয় উত্তর- অনেক পেছনে! তার কথায় এইমুহূর্তে তিনি কোনও স্থানেই নেই কার্যত।

ঈদে মুক্তিপ্রাপ্ত সলমনের ছবি ‘কিক’ এইমুহূর্তে যা ব্যবসা করছে তাতে সিনেব্যবসায়ীদের ধারণা এই ছবি খুব শিগগিরই দু’শ কোটির ক্লাব ছাপিয়ে যাবে। খারাপ সমালোচনার ঝড় সামলেও কিক এখনও অবধি ১৪৭.৭ কোটি টাকা ঘরে তুলেছে, আর ব্যবসার বিষয় সালমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দু’শ কোটি কেন, তিনি আশা করেন এই ছবি তিন’শ, চার’শ বা পাঁচ’শ কোটিরও ব্যবসা করতে পারে।

সম্প্রতি কানাঘুষোয় একটি খবর শোনা যাচ্ছে যে, প্রযোজক-পরিচালক কারাণ জোহর তাঁর পরবর্তী ছবির জন্যে সালমান এবং আমির দুজনকেই ১৫০ কোটি টাকা করে দিচ্ছেন। এবিষয়ে সালমানের কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট ভাষায় জানান, বলিউডের কোনও ছবি যেখানে তিনশো কোটির ব্যবসা করতে পারছে না, সেখানে তারা কিভাবে এই পারিশ্রমিক পেতে পারেন? এইধরণের খবর অত্যন্ত বিরক্তিকর, বক্তব্য সালমানের।

কারান জোহরকেও এব্যাপারে প্রশ্ন করা হলে তিনিও প্রশ্নটি এড়িয়ে যান।