পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত-সভাপতি আসাদ-সম্পাদক আখতার Logo আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু Logo সেনাসদস্য পরিবারের উপর হামলায় আহত ৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল।

বরিশালে আওয়ামী লী‌গ-পু‌লি‌শ ব্যাপক সংঘর্ষ, মেয়রসহ আহত ৩০

ডেস্ক : বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যানার খোলাকে কেন্দ্র করে সংঘর্ষে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল্লাহ মুনিম ও সাজ্জাদ সেরনিয়াবাত বিষয়টি জানিয়েছেন। বুধবার রাত ১১টার দিকে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পু‌লিশ বলছে, মেয়র আহত হওয়ার খবর তা‌দের কা‌ছে নেই। কয়েকজন পু‌লিশ সদস্য আহত হ‌য়ে‌ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব‌রিশাল সদর উপ‌জেলা পরিষদ প্রাঙ্গণে রা‌তে শোক দিব‌সের ব্যানার খুল‌তে যান ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের কর্মচারীরা। এসময় ব্যানার খোলার কারণ জানা নি‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মু‌নিবুর রহমানের সঙ্গে সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রশাস‌নিক কর্মকর্তা স্বপন কুমার দা‌সের কথা কাটাকা‌টি হয়।

প্রশাস‌নিক কর্মকর্তার সঙ্গে থাকা আওয়ামী লী‌গের নেতাকর্মীরা এসময় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিবা‌দে জ‌ড়ি‌য়ে পড়েন। পরে সেখা‌নে উপ‌স্থিত আনসার‌ সদস্যদের সঙ্গে হাতাহা‌তি শুরু হলে উপ‌স্থিত আওয়ামী লী‌গ, যুবলীগ এবং ছাত্রলী‌গের নেতাকর্মীরা ইউএনওর বাসায় হামলার চেষ্টা চালায়। এসময় আনসার সদস্যরা গু‌লি ছুড়‌লে প্রশাস‌নিক কর্মকর্তা স্বপন কুমার দাসসহ চারজন আহত হন।

যুবলীগ নেতা শাহ‌রিয়ার বাবু, হারুন অর র‌শিদ ও তানভীরকে গুলিবিদ্ধ অবস্থায় ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালে ভ‌র্তি করানো হ‌য়ে‌ছে।

সংঘর্ষের পরে সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কার্যাল‌য়ের সাম‌নে পু‌লিশ অবস্থান নি‌লে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলী‌গের নেতাকর্মীরা ফের ইউএনওর বাসভব‌নে হামলার চেষ্টা করে।

বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত বলেন, ‘ইউএনও মু‌নিবুর রহমান নি‌জে বন্দুক নি‌য়ে গু‌লি ছুঁড়েছে। সি‌টি কর‌পো‌রেশ‌নের লোকজন ব্যানার খুল‌তে আস‌লে এ আচরণ করেন তিনি। এতে কর‌পো‌রেশ‌নের স্বপনসহ বেশ ক‌য়েকজন আহত হয়। প‌রে মেয়র ম‌হোদয় এখানে এসে নি‌জের প‌রিচয় দি‌লেও তার উপর গু‌লি ছোঁড়ে ইউএনও।’

অভিযোগের বিষয়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মু‌নিবুর রহমান ব‌লেন, ‘১০ থেকে ১৫টি মোটরসাই‌কে‌লে ক‌রে জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক রা‌জিব আমার কম্পাউ‌ন্ডে ঢু‌কে ব্যানার ছিঁড়‌তে থাকে। তা‌দের বারণ করা হ‌লে তারা আমাকে ঘি‌রে ধ‌রে। এ সময় আমার সেফ‌টির জন্য আনসার সদস্যরা যেটা প্রয়োজন সেটা ক‌রে‌ছে।’

তি‌নি আরও ব‌লেন, ‘ঘ‌রে আমার বৃদ্ধ বাবা-মা করোনা আক্রান্ত। এর ম‌ধ্যে এমন ঘটনায় আমি আতং‌কিত।’

ব‌রিশাল জেলা প্রশাসক জসীম উ‌দ্দিন হায়দার ব‌লেন, ‘ব্যানার অপসারণ কর‌তে হ‌লে সেটা আমা‌দের আগে জানা‌তে পার‌তো। এখন অনাকা‌ঙ্খিত ঘটনা ঘ‌টে‌ছে। তদন্ত ক‌রে আইনগত ব্যবস্থা নেয়া হ‌বে।’

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের অতিরিক্ত ক‌মিশনার এনামুল হক ব‌লেন, ‘‌কিছু স্থানীয় লোকজন সদর উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গণে রাতে ব্যানার খুল‌তে আসে। ইউএনও সা‌হেব তা‌দের সকা‌লে আসতে ব‌লেন। কিন্তু তা না ক‌রে ইউএনও সা‌হে‌বের সঙ্গে বিবাদে জড়ি‌য়ে পরে তারা।

‘পরে তার বাসায় হামলার চেষ্টা কর‌লে আনসার সদস্যরা গু‌লি ছোঁড়ে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে পু‌লিশ সদস্যরা ঘটনাস্থ‌লে গেলে তা‌দের সঙ্গে একটু ঝা‌মেলা হ‌য়ে‌ছে। ক‌য়েকজন পু‌লিশ সদস্য আহত হয়েছেন।’

তি‌নি আরও ব‌লেন, ‘মেয়র আহত হওয়ার কো‌নো খবর আমা‌দের কা‌ছে নেই। বিষয়‌টি খ‌তি‌য়ে দেখা হ‌বে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত-সভাপতি আসাদ-সম্পাদক আখতার

বরিশালে আওয়ামী লী‌গ-পু‌লি‌শ ব্যাপক সংঘর্ষ, মেয়রসহ আহত ৩০

আপডেট টাইম : ০৩:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

ডেস্ক : বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যানার খোলাকে কেন্দ্র করে সংঘর্ষে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল্লাহ মুনিম ও সাজ্জাদ সেরনিয়াবাত বিষয়টি জানিয়েছেন। বুধবার রাত ১১টার দিকে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পু‌লিশ বলছে, মেয়র আহত হওয়ার খবর তা‌দের কা‌ছে নেই। কয়েকজন পু‌লিশ সদস্য আহত হ‌য়ে‌ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব‌রিশাল সদর উপ‌জেলা পরিষদ প্রাঙ্গণে রা‌তে শোক দিব‌সের ব্যানার খুল‌তে যান ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের কর্মচারীরা। এসময় ব্যানার খোলার কারণ জানা নি‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মু‌নিবুর রহমানের সঙ্গে সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রশাস‌নিক কর্মকর্তা স্বপন কুমার দা‌সের কথা কাটাকা‌টি হয়।

প্রশাস‌নিক কর্মকর্তার সঙ্গে থাকা আওয়ামী লী‌গের নেতাকর্মীরা এসময় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিবা‌দে জ‌ড়ি‌য়ে পড়েন। পরে সেখা‌নে উপ‌স্থিত আনসার‌ সদস্যদের সঙ্গে হাতাহা‌তি শুরু হলে উপ‌স্থিত আওয়ামী লী‌গ, যুবলীগ এবং ছাত্রলী‌গের নেতাকর্মীরা ইউএনওর বাসায় হামলার চেষ্টা চালায়। এসময় আনসার সদস্যরা গু‌লি ছুড়‌লে প্রশাস‌নিক কর্মকর্তা স্বপন কুমার দাসসহ চারজন আহত হন।

যুবলীগ নেতা শাহ‌রিয়ার বাবু, হারুন অর র‌শিদ ও তানভীরকে গুলিবিদ্ধ অবস্থায় ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালে ভ‌র্তি করানো হ‌য়ে‌ছে।

সংঘর্ষের পরে সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কার্যাল‌য়ের সাম‌নে পু‌লিশ অবস্থান নি‌লে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলী‌গের নেতাকর্মীরা ফের ইউএনওর বাসভব‌নে হামলার চেষ্টা করে।

বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত বলেন, ‘ইউএনও মু‌নিবুর রহমান নি‌জে বন্দুক নি‌য়ে গু‌লি ছুঁড়েছে। সি‌টি কর‌পো‌রেশ‌নের লোকজন ব্যানার খুল‌তে আস‌লে এ আচরণ করেন তিনি। এতে কর‌পো‌রেশ‌নের স্বপনসহ বেশ ক‌য়েকজন আহত হয়। প‌রে মেয়র ম‌হোদয় এখানে এসে নি‌জের প‌রিচয় দি‌লেও তার উপর গু‌লি ছোঁড়ে ইউএনও।’

অভিযোগের বিষয়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মু‌নিবুর রহমান ব‌লেন, ‘১০ থেকে ১৫টি মোটরসাই‌কে‌লে ক‌রে জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক রা‌জিব আমার কম্পাউ‌ন্ডে ঢু‌কে ব্যানার ছিঁড়‌তে থাকে। তা‌দের বারণ করা হ‌লে তারা আমাকে ঘি‌রে ধ‌রে। এ সময় আমার সেফ‌টির জন্য আনসার সদস্যরা যেটা প্রয়োজন সেটা ক‌রে‌ছে।’

তি‌নি আরও ব‌লেন, ‘ঘ‌রে আমার বৃদ্ধ বাবা-মা করোনা আক্রান্ত। এর ম‌ধ্যে এমন ঘটনায় আমি আতং‌কিত।’

ব‌রিশাল জেলা প্রশাসক জসীম উ‌দ্দিন হায়দার ব‌লেন, ‘ব্যানার অপসারণ কর‌তে হ‌লে সেটা আমা‌দের আগে জানা‌তে পার‌তো। এখন অনাকা‌ঙ্খিত ঘটনা ঘ‌টে‌ছে। তদন্ত ক‌রে আইনগত ব্যবস্থা নেয়া হ‌বে।’

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের অতিরিক্ত ক‌মিশনার এনামুল হক ব‌লেন, ‘‌কিছু স্থানীয় লোকজন সদর উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গণে রাতে ব্যানার খুল‌তে আসে। ইউএনও সা‌হেব তা‌দের সকা‌লে আসতে ব‌লেন। কিন্তু তা না ক‌রে ইউএনও সা‌হে‌বের সঙ্গে বিবাদে জড়ি‌য়ে পরে তারা।

‘পরে তার বাসায় হামলার চেষ্টা কর‌লে আনসার সদস্যরা গু‌লি ছোঁড়ে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে পু‌লিশ সদস্যরা ঘটনাস্থ‌লে গেলে তা‌দের সঙ্গে একটু ঝা‌মেলা হ‌য়ে‌ছে। ক‌য়েকজন পু‌লিশ সদস্য আহত হয়েছেন।’

তি‌নি আরও ব‌লেন, ‘মেয়র আহত হওয়ার কো‌নো খবর আমা‌দের কা‌ছে নেই। বিষয়‌টি খ‌তি‌য়ে দেখা হ‌বে।’