ডেমরা যাত্রাবাড়ি প্রতিনিধি : টিকা দিন সুস্থ্য থাকুন এ
স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ডেমরায় কোভিড ১৯ করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে ৬৭নং ওয়ার্ডের দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ও ৬৮নং ওয়ার্ডের এম,এ সাত্তার উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। এ সময়ে ওয়ার্ডের বাসিন্দারা অত্যন্ত আগ্রহ চিত্তে টিকা গ্রহনের জন্য কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন। প্রতিটি কেন্দ্রেই স্বাস্থ্যবিধি মেনেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ঢাকা দক্ষিন সিটি করপোরেশন ৬৮নং ওয়ার্ড
কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন বলেন সারা দেশের ন্যায় ডেমরা অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হযেছে। জননেত্রী শেখ হাসিনা এ কর্মসূচীর মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে টিকা গ্রহনের সুযোগ করে দিয়েছেন। আমরা আওয়ামীলীগের নেতাকর্মীরা এ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠ পযার্য়ে কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতে যে সকল নির্দেশনা আসবে তাহা বাস্তবায়নের জন্য আমরা সকলে মিলে কাজ করে যাব। তিনি আরও বলে সুস্থ্য থাকতে
হলে সবাইকে টিকা গ্রহন করতে হবে এবং জরুরী প্রয়োজনে ঘরের বাহির হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো বলে আশা করছি। সারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আজিজ প্রধান বলেন ঢাকা ৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু’র অনুমতিক্রমে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করে এ কার্যক্রম সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করেছি যাহা আগামী কার্যক্রম গুলোতেও অব্যাহত থাকবে। এ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি আলহাজ্ব
শামসুদ্দিন খাঁন, ডেমরা থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী রাশিদা আক্তার শান্তা, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলামসহ অন্যরা।
শিরোনাম :
ডেমরায় ওয়ার্ড পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১১:২৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- ১৪৫৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ