পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

নকল ‘পুলিশের গাড়ি’ ভাড়া দিত তারা

ডেস্ক: গাড়িতে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার ও সাইরেন লাগানো। সঙ্গে রয়েছে পুলিশের ওয়াকিটকি, সিগন্যাল লাইট ও ভিআইপি লাইট। আপাতদৃষ্টিতে পুলিশের ব্যবহৃত গাড়ি বলেই মনে হবে। তাই পথে তল্লাশির শঙ্কা নেই। এমন ‘সুবিধা’র বর্ণনা দিয়ে ১০ গুণ টাকায় গাড়ি ভাড়া দিয়ে আসছিল একটি চক্র। এর সুযোগ নিয়ে অপরাধী চক্র এসব গাড়িতে বহন করছিল মাদক। চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার দু’জন হলো্ল-চক্রের প্রধান মুর্তুজা আল নাছির ওরফে মাহি ও জামাল হোসেন ওরফে জসিম। রোববার ডিবি তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এ অভিযান চালায়।
ডিবির সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম সমকালকে বলেন, সন্দেহজনক কিছু লোক মোহাম্মদপুর এলাকায় পুলিশের গাড়িসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। এর পর নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মাহি ও জসিমকে গ্রেপ্তার করে ডিবি। সেখানে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানো একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল। সেটিতে পুলিশের ব্যবহৃত সাইরেনের মতো হুবহু সাইরেনও সংযুক্ত ছিল। গ্রেপ্তার দু’জনের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি সিগন্যাল লাইট, একটি ভিআইপি লাইট ও পুলিশের মনোগ্রাম সংবলিত স্টিকার উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মাইক্রোবাস।

ডিবির এ কর্মকর্তা জানান, চক্রটি মূলত গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করে। তবে তারা গাড়িতে পুলিশের ব্যবহৃত সরঞ্জামের মতো কিছু জিনিস ব্যবহার করত। কেউ ভাড়া নিতে চাইলে তিন থেকে ১০ গুণ পর্যন্ত ভাড়া চাইত। এর কারণ হিসেবে তারা গাড়িতে বাড়তি সরঞ্জামের কথা জানাত। চক্রটি মাদক বহনসহ নানা অপরাধমূলক কাজে এসব গাড়ি ব্যবহার করত।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা অনেক সময় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রাস্তা থেকে লোকজন গাড়িতে তুলে নিত। পরে নির্জন স্থানে নিয়ে তাদের কাছে থাকা জিনিসপত্র কেড়ে নিয়ে ছেড়ে দিত।

সূত্র ঃ সমকাল।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

নকল ‘পুলিশের গাড়ি’ ভাড়া দিত তারা

আপডেট টাইম : ০৫:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

ডেস্ক: গাড়িতে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার ও সাইরেন লাগানো। সঙ্গে রয়েছে পুলিশের ওয়াকিটকি, সিগন্যাল লাইট ও ভিআইপি লাইট। আপাতদৃষ্টিতে পুলিশের ব্যবহৃত গাড়ি বলেই মনে হবে। তাই পথে তল্লাশির শঙ্কা নেই। এমন ‘সুবিধা’র বর্ণনা দিয়ে ১০ গুণ টাকায় গাড়ি ভাড়া দিয়ে আসছিল একটি চক্র। এর সুযোগ নিয়ে অপরাধী চক্র এসব গাড়িতে বহন করছিল মাদক। চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার দু’জন হলো্ল-চক্রের প্রধান মুর্তুজা আল নাছির ওরফে মাহি ও জামাল হোসেন ওরফে জসিম। রোববার ডিবি তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এ অভিযান চালায়।
ডিবির সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম সমকালকে বলেন, সন্দেহজনক কিছু লোক মোহাম্মদপুর এলাকায় পুলিশের গাড়িসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। এর পর নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মাহি ও জসিমকে গ্রেপ্তার করে ডিবি। সেখানে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানো একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল। সেটিতে পুলিশের ব্যবহৃত সাইরেনের মতো হুবহু সাইরেনও সংযুক্ত ছিল। গ্রেপ্তার দু’জনের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি সিগন্যাল লাইট, একটি ভিআইপি লাইট ও পুলিশের মনোগ্রাম সংবলিত স্টিকার উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মাইক্রোবাস।

ডিবির এ কর্মকর্তা জানান, চক্রটি মূলত গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করে। তবে তারা গাড়িতে পুলিশের ব্যবহৃত সরঞ্জামের মতো কিছু জিনিস ব্যবহার করত। কেউ ভাড়া নিতে চাইলে তিন থেকে ১০ গুণ পর্যন্ত ভাড়া চাইত। এর কারণ হিসেবে তারা গাড়িতে বাড়তি সরঞ্জামের কথা জানাত। চক্রটি মাদক বহনসহ নানা অপরাধমূলক কাজে এসব গাড়ি ব্যবহার করত।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা অনেক সময় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রাস্তা থেকে লোকজন গাড়িতে তুলে নিত। পরে নির্জন স্থানে নিয়ে তাদের কাছে থাকা জিনিসপত্র কেড়ে নিয়ে ছেড়ে দিত।

সূত্র ঃ সমকাল।