অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ আদালত -৩ এর নেতৃত্বে সায়দাবাদ যাত্রাবাড়ী’তে অভিযান Logo চট্টগ্রাম বিআরটিএ’র বিশেষ অভিযানে ৩৪ মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা Logo কুমিল্লায় মহাসড়কে বিআরটিএ’র অভিযান, ৮ যানবাহনে মামলা Logo ঢাকা-৩০০ ফিট সড়কে বিআরটিএ’র বিশেষ অভিযান Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার

‘১/১১ সরকার ধোঁকা দিতেই খালেদাকে গ্রেফতার করেছিল’

ঢাকা: ১/১১ সরকার দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই খালেদা জিয়াকে গ্রেফতার করেছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, প্রকৃতপক্ষে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সীমাহীন দুর্নীতি ও দুশাসনের কারণেই ১/১১ সরকার এসেছিল।

মূলত তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে মাইনাস করা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১/১১-র উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে মাইনাস করা, এখনো সে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে ১/১১ সরকার এসেছিল বিএনপির সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের কারণেই।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি কীভাবে দেশ পরিচালনা করেছে। সে সময় দেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে।
সে সময় বাংলাভাই, শেখ আবদুর রহমান সৃষ্টিসহ দেশের ৬৩ জেলায় একযোগে ৫শ স্থানে বোমা হামলা হয়েছে। ২১ আগাস্ট গ্রেনেড হামলা পরিচালনা করে প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলের নেত্রী শেখ হাসিনাকে হত্যারও অপচেষ্টা হয়।
তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হাওয়া ভবন সৃষ্টি করে সমান্তরাল সরকার পরিচালনা করা হচ্ছিল। সেটির পরিপ্রেক্ষিতে এক এগারো সৃষ্টি হয়েছিল। সেই সরকারের মূল উদ্দেশ্য থাকলে প্রথমে খালেদা জিয়াকে গ্রেফতার করার কথা ছিল। সেটি কিন্তু তারা করেনি। এগুলোর প্রতিবাদ করেছিলেন তৎকালীন বিরোধীদলের নেত্রী শেখ হাসিনা। সে কারণে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়ছিল।

‘এক-১১ সরকারের উদ্দেশ্য ছিল মূলত জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস করা। পরে দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছিল। বিএনপির নেতাকর্মীরা মাঠে নামেনি। মানুষের আন্দোলন ও শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের জন্য তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। একই সঙ্গে আমাদের আন্দোলনের কারণে খালাদা জিয়াও মুক্তি পেয়েছিলেন। ’

তথ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক আদেশে একজন সাজাপ্রাপ্ত আসামিকে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছেন। এখানে সরকার খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছে, আর তারা যেভাবে মানুষের প্রতি হিংস্রতা দেখিয়েছে দু’টিই তুলনাহীন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজপথে নামতে পারলে গণতন্ত্রের বিরোধীদের সরাতে পারতো- এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজপথে নামতে কোনো বাধা নেই। গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল রাজপথে নেমে প্রতিবাদ করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা যেখানে মিটিং করছে সেখানে তারা নিজেরা মারামারি করছে।

নিয়মতান্ত্রিক আন্দোলন করতে তো কোনো বাধা নেই। আর বিভিন্ন আল্টিমেটাম গত সাড়ে ১১ বছর ধরে শুনে আসছি। এখন জনগণ প্রশ্ন করে তাদের এই আল্টিমেটাম কোন বছরের জন্য? তাদের এই বক্তব্যগুলো আসলে হাস্যকর।

Tag :

বিআরটিএ আদালত -৩ এর নেতৃত্বে সায়দাবাদ যাত্রাবাড়ী’তে অভিযান

‘১/১১ সরকার ধোঁকা দিতেই খালেদাকে গ্রেফতার করেছিল’

আপডেট টাইম : ১১:০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০

ঢাকা: ১/১১ সরকার দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই খালেদা জিয়াকে গ্রেফতার করেছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, প্রকৃতপক্ষে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সীমাহীন দুর্নীতি ও দুশাসনের কারণেই ১/১১ সরকার এসেছিল।

মূলত তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে মাইনাস করা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১/১১-র উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে মাইনাস করা, এখনো সে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে ১/১১ সরকার এসেছিল বিএনপির সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের কারণেই।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি কীভাবে দেশ পরিচালনা করেছে। সে সময় দেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে।
সে সময় বাংলাভাই, শেখ আবদুর রহমান সৃষ্টিসহ দেশের ৬৩ জেলায় একযোগে ৫শ স্থানে বোমা হামলা হয়েছে। ২১ আগাস্ট গ্রেনেড হামলা পরিচালনা করে প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলের নেত্রী শেখ হাসিনাকে হত্যারও অপচেষ্টা হয়।
তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হাওয়া ভবন সৃষ্টি করে সমান্তরাল সরকার পরিচালনা করা হচ্ছিল। সেটির পরিপ্রেক্ষিতে এক এগারো সৃষ্টি হয়েছিল। সেই সরকারের মূল উদ্দেশ্য থাকলে প্রথমে খালেদা জিয়াকে গ্রেফতার করার কথা ছিল। সেটি কিন্তু তারা করেনি। এগুলোর প্রতিবাদ করেছিলেন তৎকালীন বিরোধীদলের নেত্রী শেখ হাসিনা। সে কারণে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়ছিল।

‘এক-১১ সরকারের উদ্দেশ্য ছিল মূলত জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস করা। পরে দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছিল। বিএনপির নেতাকর্মীরা মাঠে নামেনি। মানুষের আন্দোলন ও শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের জন্য তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। একই সঙ্গে আমাদের আন্দোলনের কারণে খালাদা জিয়াও মুক্তি পেয়েছিলেন। ’

তথ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক আদেশে একজন সাজাপ্রাপ্ত আসামিকে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছেন। এখানে সরকার খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছে, আর তারা যেভাবে মানুষের প্রতি হিংস্রতা দেখিয়েছে দু’টিই তুলনাহীন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজপথে নামতে পারলে গণতন্ত্রের বিরোধীদের সরাতে পারতো- এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজপথে নামতে কোনো বাধা নেই। গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল রাজপথে নেমে প্রতিবাদ করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা যেখানে মিটিং করছে সেখানে তারা নিজেরা মারামারি করছে।

নিয়মতান্ত্রিক আন্দোলন করতে তো কোনো বাধা নেই। আর বিভিন্ন আল্টিমেটাম গত সাড়ে ১১ বছর ধরে শুনে আসছি। এখন জনগণ প্রশ্ন করে তাদের এই আল্টিমেটাম কোন বছরের জন্য? তাদের এই বক্তব্যগুলো আসলে হাস্যকর।