রোহান সিফাত: আসন্ন ঈদ উপলক্ষে প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ টেলিছবি ‘গোবর বাবু’। টেলিছবিটি পরিচালনা করেছেন জুয়েল রানা। এতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, ফারুক আহমেদ, সোহেল খান, সেরা নাচিয়ে সাজিন, মতিউর রহমান, শরিফুল ইসলাম, মিন্টু সরদার প্রমুখ। টেলিছবিটি ঈদের তৃতীয় দিন চ্যানেল আইয়ে প্রচার হবে।
পরিচালক জানান, হুমায়ূন আহমেদের গল্প বিনোদনে ভরপুর থাকে। দর্শকরাও এই টেলিছবিটি দেখে দারুণ আনন্দ পাবেন বলে মনে করেন তিনি। এর গল্পে দেখা যাবে, নীলগঞ্জ হাইস্কুলের শিক্ষক ইয়াকুব আলী সারাজীবন ছাত্রদের ব্যায়াম করিয়েছেন। তাই তার মাথায় ব্যায়াম ছাড়া আর কিছুই কাজ করে না। শরীর ঠিক রাখার জন্য যা যা করা দরকার, সব কাজই করেন তিনি। ইদানীং তিনি ঘাস খাওয়া শুরু করেছেন। এ কারণে স্কুলের প্রধান শিক্ষক তাকে স্কুলে যেতে নিষেধ করেছেন। তাই তিনি মন খারাপ করে বাড়িতে বসে বসে ব্যায়ামের বই লেখেন আর ঘাসের চাটনি খান। এক রাতে এক ভূত তার বাচ্চাকে নিয়ে ইয়াকুব আলী স্যারের কাছে ব্যায়াম শেখানোর জন্য আসে। ইয়াকুব স্যার খুব খুশি যে, মানুষ তার ব্যায়ামের মর্ম না বুঝলেও ভূত তার ব্যায়ামের মূল্য বুঝতে পেরেছে। শুরু হয় ভূতের বাচ্চাকে ব্যায়াম শেখানোর পালা। অন্যদিকে, স্কুল কমিটি সিদ্ধান্ত নেয়, ইয়াকুব স্যারকে দিয়ে স্কুলে ব্যায়ামের কোচিং করাবেন। তখন প্রধান শিক্ষক তাতে বাধা দেন; এবং তিনি সিদ্ধান্ত নেন, তার দুঃসম্পর্কের এক শ্যালিকার সঙ্গে ইয়াকুব আলীর বিয়ে দেবেন। তখনই শুরু হয় ভূতের বাচ্চার সঙ্গে প্রধান শিক্ষক এবং তার শ্যালিকার মজার মজার সব কান্ড-কারখানা।
শিরোনাম :
টেলিছবিতে পরিণত হচ্ছে হুমায়ূন আহমেদের ‘গোবর বাবু’
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:৫৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪
- ১৭৬০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ