ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধে ভারত সর্বাত্মক সহায়তা করেছে। সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বাংলাদেশে আসছেন। যারা বিরোধিতা করছেন তাদের উচিত মোদিকে স্বাগত জানানো।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সম্পর্কিত খবর
ভোগ-বাসনা ভুলে সবাইকে সাচ্চা কর্মী হতে হবে: ওবায়দুল কাদের
‘পাপিয়াদের পেছনে যারা, তারাও নজরদারিতে আছেন’
নিজের ঘরের অপরাধীকেও ক্ষমা করছি না: কাদের
ওবায়দুল কাদের বলেন, যারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে বিরোধিতা করে স্লোগান দিচ্ছেন তাদের নিয়ে সরকার বিব্রত নয়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার পালন করছেন। তবে সবার উচিত, মুজিববর্ষে অনারেবল গেস্ট হিসেবে মোদিকে স্বাগত জানানো।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর পরের দিন ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দু’দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।