অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট সীমান্ত হতে বিজিবি কর্তৃক গত সাত দিনে ০৬ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ও মালামাল আটক Logo পাটগ্রাম সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ Logo গ্রাহক ভোগান্তি কমাতে হেল্প ডেস্কে যাকে দায়িত্ব দেওয়া হয় তিনিই দালালিতে জড়িয়ে পড়েছেন : বিআরটিএ চেয়ারম্যান Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবদলের সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা। Logo বরগুনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন Logo লালমনিরহাটে ইএসডিও’র উদ্যোগে স্বাস্থ্যসেবা, পুষ্টি ও স্যানিটেশন বিষয়ে স্বাস্থ্যকর গ্রাম কর্মসূচী মেলা অনুষ্ঠিত Logo ১ জানুয়ারি কবি আবদুল হাই শিকদার-এর ৬৯তম জন্মদিন Logo পাটগ্রামে ভগ্নিপতির বিরুদ্ধে জমির ফসল নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন Logo প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে উন্নয়নমূলক কাজে বরগুনা জেলা ছাত্রদল। Logo বরগুনায় তারুণ্যের উৎসবে ইয়োথ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত

আরো বেশি ব্যবহারবান্ধব হচ্ছে মাইক্রোসফট অফিস

বাংলার খবর২৪.কম : 500x350_3e7458715d636eef4232f8d7682371a0_1.-Microsoft-office20140921181258মাইক্রোসফটের জনপ্রিয় সফটওয়্যার ‘মাইক্রোসফট অফিস’ এর পরবর্তী সংস্করণটিতে ব্যবহারবান্ধব ‘টেল মি’ যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। অফিস অনলাইনে এই সুবিধাটি থাকলেও, এবার ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যও নতুন অফিস সংস্করণে এই ফিচারটি নিয়ে আসা হচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ-কে এ তথ্য জানিয়েছেন মাইক্রোসফট অফিসের পরিকল্পনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র।
‘টেল মি’ ফিচারটি ‘হেল্প’ অপশনে কাজ করবে। ফিচারটি মাধ্যমে ব্যবহারকারীরা মাইক্রোসফট অফিস ব্যবহারের নানা প্রশ্নের উত্তর সহজে পাবেন। এজন্য ব্যবহারকারীরা বিভিন্ন কমান্ড দিতে পারবেন।
ফলে অন্য কোনো ব্যক্তির সাহায্য ছাড়াই মাইক্রোসফট অফিসের যে কোনো অজানা অপশন সম্পর্কে ব্যবহাকারী নিজেই জেনে নিতে পারবেন টেল মি ফিচারটি থেকে। প্রিন্ট কীভাবে দেবেন কিংবা ফন্ট পরিবর্তন এরকম যে কোনো কিছু জানা না থাকলে, তা টেল মি অপশন থেকে সহজেই জেনে নেয়া যাবে।
এ ধরনের সেবা অফিসের পরবর্তী সংস্করণের ব্যবহারকে আরো সহজ করে দেবে বলে অভিমত সংশ্লিষ্টদের। এছাড়া নতুন সংস্করণটিতে আরো বিশেষ কিছু থাকবে বলে আগেই ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। তবে অন্যান্য ফিচারগুলো সম্পর্কে তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট।

Tag :

লালমনিরহাট সীমান্ত হতে বিজিবি কর্তৃক গত সাত দিনে ০৬ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ও মালামাল আটক

আরো বেশি ব্যবহারবান্ধব হচ্ছে মাইক্রোসফট অফিস

আপডেট টাইম : ০২:২৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম : 500x350_3e7458715d636eef4232f8d7682371a0_1.-Microsoft-office20140921181258মাইক্রোসফটের জনপ্রিয় সফটওয়্যার ‘মাইক্রোসফট অফিস’ এর পরবর্তী সংস্করণটিতে ব্যবহারবান্ধব ‘টেল মি’ যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। অফিস অনলাইনে এই সুবিধাটি থাকলেও, এবার ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যও নতুন অফিস সংস্করণে এই ফিচারটি নিয়ে আসা হচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ-কে এ তথ্য জানিয়েছেন মাইক্রোসফট অফিসের পরিকল্পনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র।
‘টেল মি’ ফিচারটি ‘হেল্প’ অপশনে কাজ করবে। ফিচারটি মাধ্যমে ব্যবহারকারীরা মাইক্রোসফট অফিস ব্যবহারের নানা প্রশ্নের উত্তর সহজে পাবেন। এজন্য ব্যবহারকারীরা বিভিন্ন কমান্ড দিতে পারবেন।
ফলে অন্য কোনো ব্যক্তির সাহায্য ছাড়াই মাইক্রোসফট অফিসের যে কোনো অজানা অপশন সম্পর্কে ব্যবহাকারী নিজেই জেনে নিতে পারবেন টেল মি ফিচারটি থেকে। প্রিন্ট কীভাবে দেবেন কিংবা ফন্ট পরিবর্তন এরকম যে কোনো কিছু জানা না থাকলে, তা টেল মি অপশন থেকে সহজেই জেনে নেয়া যাবে।
এ ধরনের সেবা অফিসের পরবর্তী সংস্করণের ব্যবহারকে আরো সহজ করে দেবে বলে অভিমত সংশ্লিষ্টদের। এছাড়া নতুন সংস্করণটিতে আরো বিশেষ কিছু থাকবে বলে আগেই ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। তবে অন্যান্য ফিচারগুলো সম্পর্কে তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট।