ঢাকায় কর্মরত সাংবাদিক, কবি সাহিত্যিক ও সংস্কৃতিমনা ব্যক্তিদের নিয়ে ১১জানুয়ারি বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কবি ও চিত্রশিল্পী মনিরুজ্জামান পলাশের সভাপতিত্বে
“শৈলকুপা মিডিয়া কমিউনিটি অব ঢাকা(এসএমসিডি)” এর ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
ঢাকায় অবস্থানরত শৈলকুপার সাংবাদিক, শিল্প-সংস্কৃতিমনা উদ্যেমী সংগঠকদের সমন্বয়ে গঠিত কমিটি সকলের সার্বিক সহযোগিতা ও গণমানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।
উপস্থিত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সম্মতিক্রমে কবি-চিত্রশিল্পী মনিরুজ্জামান পলাশকে সভাপতি এবং আমার কাগজের সাংবাদিক উজ্জল হোসাইনকে সাধারণ সম্পাদক হিসাবে দুই বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি আনোয়ার হোসেন (বৈশাখী টিভি), যুগ্ম সম্পাদক-সোহাগ কুমার বিশ্বাস (এস. এ. টিভি), সাংগঠনিক সম্পাদক-আবু দাউদ খান (ডিবিসি নিউজ), অর্থ ও দপ্তর সম্পাদক-আলমগীর অরন্য (আমাদের অর্থনীতি) প্রচার ও প্রকাশনা সম্পাদক-শিহাব মল্লিক (ইনকিলাব), সাহিত্য সম্পাদক-অনুপ পোদ্দার (সাহিত্যিক), সাংস্কৃতিক সম্পাদক-সোহেল সামী (এস. এ. টিভি), সমাজকল্যাণ সম্পাদক-মফিজুল ইসলাম (নয়াদিগন্ত), শিক্ষা- গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক তৌহিদুজ্জামান তন্ময় (বাংলাদেশ নিউজ আওয়ার), নির্বাহী সদস্য-১ জুয়েল হাসান (সাহিত্যিক), নির্বাহী সদস্য-২ অনিস মাহমুদ কলম (যমুনা টিভি), নির্বাহী সদস্য-৩ সালেকীন সিরাজুম তারিন (বাংলাদেশ নিউজ আওয়ার) নির্বাহী সদস্য-৪ স¤্রাট হোসেন (বাংলাদেশ কমেডি ক্লাব) মনোনিত হন। সন্ধ্যায় বর্ণিল আয়োজনের মধ্যে শুরু হওয়া এ অনুষ্ঠান পরিচালনা করেন- কবি ও সাহিত্যিক অনুপ পোদ্দার ।
শিরোনাম :
সভাপতি: পলাশ, সাধারণ সম্পাদক- উজ্জ্বল
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:২২:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭
- ১৭৯৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ