অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

নাসিক নির্বাচনে স্বজনপ্রেমে ধানের শীষ বলি

(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান) : জাতীয় প্রেস ক্লাব নির্বাচন ছিল, তাই অনেক দিন কর্মস্থলে আসা হয়নি। এই নির্বাচনের কারণে এবার পর্যবেক্ষক হিসেবে যাওয়া হয়নি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে। তার পরও ওই নির্বাচন নিয়ে কিছু বিষয় বেশ যন্ত্রণা দিচ্ছে। তা থেকে আপাত মুক্তি পেতে সাতকান…।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জিতেছেন তিনিই, যিনি এবং যার পরিবার নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে আছে। শুধু আছে বললে কম বলা হবে, আছে তাদের হৃদয়-প্রাণজুড়ে। সাবেক পৌর চেয়ারম্যান আলী আহম্মদ চুনকার যোগ্য উত্তরসূরি মেয়ে ডা. সেলিনা হায়াত আইভি। মানুষকে আপন করে নেয়ার অজানা জাদু আছে যার।

হালের রাজনীতির দুর্গন্ধসহ নানা রোগ-বালাই থেকে মুক্ত আইভি। দুর্নীতি, অনাসৃষ্টি ও দুরাচার থেকে তিনি অনেকটা দূরে। জনকল্যাণে নিজেকে সংশ্লিষ্ট রাখতে তার সদা তৎপরতা দৃষ্টি কাড়ে। অসামাজিক কার্যকলাপ ও সমাজবিরোধীদের ব্যাপারে তার অবস্থান জনমনে সব সময়ই আশা জাগায়।

উল্লিখিত কারণে বিগত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হেরে যায় আইভি ক্যারিশমার কাছে। হালে পানি না পাওয়ার আশঙ্কা থেকেই হয়তো এবার আওয়ামী লীগের শীর্ষ নেত্রী ডাঃ সেলিনা হায়াত আইভিকে মনোনয়ন দেন তৃণমূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে।

এবারের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নানা কারণে ছিল আলোচনার কেন্দ্রে। মেরুদণ্ডহীন হিসেবে পরিচিত নির্বাচন কমিশনের এটি ছিল একরকম অগ্নি পরীক্ষা। সে পরীক্ষায় অনেকের মতে তারা কিঞ্চিত উত্তীর্ণ হয়েছে। বিএনপির কাছে সেটা প্রশ্নবিদ্ধ থেকেই গেছে। তাই তারা বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। যদিও বিচার বিভাগের প্রতি আস্থাহীনতার কথা তাদের পক্ষ থেকে প্রায়ই উচ্চারণ হয়।

এই নির্বাচনে আওয়ামী লীগের প্রায় সারা দেশের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জে ছুটে আসে। তবে বেশির ভাগ তারাই আছে, যাদের স্বজন ছিল নারায়ণগঞ্জে। তাদের মতো করে প্রচারণায় অংশ নেয়। অংশ নেয় বিএনপিও। কিন্তু সেটার পুরোটাই বলা যায় লোক দেখানো।

কারো কারো মতে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রার্থী বাছাইয়ে বিএনপি ভুল করেছে। আমার মতে, এটা মোটেও ঠিক নয়। বিএনপির প্রার্থী বাছাই ছিল যথার্থ।একজন পরিচিত ও ক্লিন ইমেজের মানুষকে প্রার্থী হিসেবে দিয়ে বিএনপি সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ। এমন ক্লিন ইমেজের লোকজনকে বি্এনপি ভবিষ্যতে প্রার্থী তালিকায় অগ্রাধিকার দিলে সুফল ধরা দিতে বাধ্য। আর সচেতন জনগোষ্ঠীর কাছে সেটা সমাদৃত না হয়ে পারে না।

স্থানীয় ত্যাগী নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষদের মতে, নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণার নামে কেন্দ্রীয় বিএনপি বনভোজন করেছে। তারা স্থানীয় নেতাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে মতবিনিময় না করে কেবল ফটোসেশন আর ভূরিভোজে তৃপ্ত থেকেছেন। স্থানীয় নেতা-কর্মীদের নির্বাচনের কাজে লাগানোর বা উৎসাহিত করার কাজটা সেখানেই কেউ করেননি। যদিও নিজ থেকেই এই কাজ করার কথা দলঅন্ত নেতা-কর্মীদেরই।

আওয়ামী জুজুর ভয় আর অ্যাডভোকেট তৈমুর আলম খণ্দকারের রহস্যজনক ভূমিকায় তৃণমূলের নেতা-কর্মীরা উভয় সংকটে পড়ে। আইভি না হলেও সরকারি দলকে যমের মতো ভয় আর পরে তৈমুর আলম খণ্দকারের রোশে পড়তে হবে, সে ভয়ে ইচ্ছা থাকলেও শুভাকাঙ্ক্ষী ছাড়া কেউ ভোটে নিজেদের উজাড় করে দেয়নি। করেনি ভোটারদের উদ্বুদ্ধ ও আনা-নেয়ার মতো কাজটা।

নির্বাচনের দিন অ্যাডভোকেট তৈমুর আলম খণ্দকারের স্বজন আর সাবেক এমপি গিয়াস উদ্দিন ও আবুল কালামের ভাইয়ের ব্যানার-পেস্টুন ও বেইচ লাগানো অংসখ্য মানুষ দেখা গেলেও ধানের শীষ মার্কার বেইচ খুঁজে পাওয়া যায়নি। তাদের স্বজন পাস করলেও ধানের শীষ সেখানে জিততে পারেনি। ধানের শীষের চেয়ে যাদের কাছে স্বজনদের মার্কা বড়- নারায়ণগঞ্জের তিন নেতা সেটারই দৃষ্টান্ত স্থাপনে যারপরনাই সক্ষম হয়েছেন বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।

সেদিনের নির্বাচনে ব্যতিক্রমী কিছু ঘটনা জানা গেছে কজন পর্যবেক্ষকের কাছ থেকে। আসাদুজ্জামান আসাদ, রাকিব হোসেন, জসিম মেহেদী ও সুজন জানান, ৯৫ নম্বর কেন্দ্রের ১৪ নম্বর ওয়ার্ডের ৩ ও ৪ নম্বর কক্ষে বিএনপির এজেন্ট ছিল না। বেলা আড়াইটা পর্যন্ত এ কেন্দ্রের ৩ নং কক্ষে ভোট পড়ে মাত্র ১৬টি, ৬ নম্বর কক্ষে ১৩টি, ৭ নম্বর কক্ষে ৩০টি। ৯৯ নং গণবিদ্যা নিকেতন কেন্দ্রে ২ নম্বর কক্ষে ২০টি ভোট পড়ে, ৩ নম্বর কক্ষে পড়ে ৬০ ভোট, ৬ নম্বর কক্ষে পড়ে ৩০০ ভোট, ৪ নম্বর কক্ষে ৯টি ভোট পড়ে বেলা ৩টা পর্যন্ত। এই কেন্দ্রে ভোটার চার হাজার। এই কেন্দ্রের ৩ নম্বর কক্ষে ধানের শীষের এজেন্ট পাওয়া যায়নি।

কেন্দ্র ৫১, ওয়ার্ড ৮ তাঁতখানা বিদদ্যালয় মহিলা ভুতে সাড়ে ৩টা পর্যন্ত ভোট পড়ে ৪ নম্বর কক্ষে ৮৯টি, ২ নম্বর কক্ষে ৩৫টি, ১ নম্বর কক্ষে ১২টি। সরকারি তুলারাম কলেজ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ৬ নম্বর কক্ষে ভোট পড়ে ১৩টি, ৪ নং কক্ষে ৮৫টি, ৫ নম্বর কক্ষে ২৫টি। ১৩ নং ওয়ার্ডের জামতলা আদর্ম স্কুলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একটি কক্ষে ভোট পড়ে ১২টি। আরো ব্যতিক্রমী খবর হলো, নারায়ণগঞ্জ ক্লাবে বিএনপির লোকজনকে নৌকা মার্কার বেইচ লাগিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে নাকি দেখা গেছে।

নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা লুকোচুরি খেললেও ধানের শীষের শুভাকাঙ্ক্ষীরা কিন্তু বসেছিল না। তারা নিজ থেকে গিয়ে যে ভোটগুলো দিয়েছেন, সেটারই হয়তো দেখা মিলেছে গণনায়। তার পরও প্রশ্ন থেকে যায়, যেসব কেন্দ্রে উল্লিখিত পর্যবেক্ষকরা হতাশাব্যঞ্জক ভোট পড়ার অঙ্ক পুলিং ও প্রিসাইডিং অফিসারের বরাত দিয়ে সরেজমিন জানেন, সেটা কী করে পরে গাণিতিক হারে বৃদ্ধি পেয়েছে, তা এক অজানা রহস্যের জন্ম দেয় বৈকি। ব্যাপারটির সুরাহা হওয়া দরকার আসল সত্য উদঘাটনে।

লেখক : সাধারণ সম্পাদক- ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : JALAM_PRODHAN72@YAHOO.COM

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

নাসিক নির্বাচনে স্বজনপ্রেমে ধানের শীষ বলি

আপডেট টাইম : ০৫:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭

(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান) : জাতীয় প্রেস ক্লাব নির্বাচন ছিল, তাই অনেক দিন কর্মস্থলে আসা হয়নি। এই নির্বাচনের কারণে এবার পর্যবেক্ষক হিসেবে যাওয়া হয়নি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে। তার পরও ওই নির্বাচন নিয়ে কিছু বিষয় বেশ যন্ত্রণা দিচ্ছে। তা থেকে আপাত মুক্তি পেতে সাতকান…।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জিতেছেন তিনিই, যিনি এবং যার পরিবার নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে আছে। শুধু আছে বললে কম বলা হবে, আছে তাদের হৃদয়-প্রাণজুড়ে। সাবেক পৌর চেয়ারম্যান আলী আহম্মদ চুনকার যোগ্য উত্তরসূরি মেয়ে ডা. সেলিনা হায়াত আইভি। মানুষকে আপন করে নেয়ার অজানা জাদু আছে যার।

হালের রাজনীতির দুর্গন্ধসহ নানা রোগ-বালাই থেকে মুক্ত আইভি। দুর্নীতি, অনাসৃষ্টি ও দুরাচার থেকে তিনি অনেকটা দূরে। জনকল্যাণে নিজেকে সংশ্লিষ্ট রাখতে তার সদা তৎপরতা দৃষ্টি কাড়ে। অসামাজিক কার্যকলাপ ও সমাজবিরোধীদের ব্যাপারে তার অবস্থান জনমনে সব সময়ই আশা জাগায়।

উল্লিখিত কারণে বিগত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হেরে যায় আইভি ক্যারিশমার কাছে। হালে পানি না পাওয়ার আশঙ্কা থেকেই হয়তো এবার আওয়ামী লীগের শীর্ষ নেত্রী ডাঃ সেলিনা হায়াত আইভিকে মনোনয়ন দেন তৃণমূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে।

এবারের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নানা কারণে ছিল আলোচনার কেন্দ্রে। মেরুদণ্ডহীন হিসেবে পরিচিত নির্বাচন কমিশনের এটি ছিল একরকম অগ্নি পরীক্ষা। সে পরীক্ষায় অনেকের মতে তারা কিঞ্চিত উত্তীর্ণ হয়েছে। বিএনপির কাছে সেটা প্রশ্নবিদ্ধ থেকেই গেছে। তাই তারা বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। যদিও বিচার বিভাগের প্রতি আস্থাহীনতার কথা তাদের পক্ষ থেকে প্রায়ই উচ্চারণ হয়।

এই নির্বাচনে আওয়ামী লীগের প্রায় সারা দেশের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জে ছুটে আসে। তবে বেশির ভাগ তারাই আছে, যাদের স্বজন ছিল নারায়ণগঞ্জে। তাদের মতো করে প্রচারণায় অংশ নেয়। অংশ নেয় বিএনপিও। কিন্তু সেটার পুরোটাই বলা যায় লোক দেখানো।

কারো কারো মতে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রার্থী বাছাইয়ে বিএনপি ভুল করেছে। আমার মতে, এটা মোটেও ঠিক নয়। বিএনপির প্রার্থী বাছাই ছিল যথার্থ।একজন পরিচিত ও ক্লিন ইমেজের মানুষকে প্রার্থী হিসেবে দিয়ে বিএনপি সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ। এমন ক্লিন ইমেজের লোকজনকে বি্এনপি ভবিষ্যতে প্রার্থী তালিকায় অগ্রাধিকার দিলে সুফল ধরা দিতে বাধ্য। আর সচেতন জনগোষ্ঠীর কাছে সেটা সমাদৃত না হয়ে পারে না।

স্থানীয় ত্যাগী নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষদের মতে, নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণার নামে কেন্দ্রীয় বিএনপি বনভোজন করেছে। তারা স্থানীয় নেতাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে মতবিনিময় না করে কেবল ফটোসেশন আর ভূরিভোজে তৃপ্ত থেকেছেন। স্থানীয় নেতা-কর্মীদের নির্বাচনের কাজে লাগানোর বা উৎসাহিত করার কাজটা সেখানেই কেউ করেননি। যদিও নিজ থেকেই এই কাজ করার কথা দলঅন্ত নেতা-কর্মীদেরই।

আওয়ামী জুজুর ভয় আর অ্যাডভোকেট তৈমুর আলম খণ্দকারের রহস্যজনক ভূমিকায় তৃণমূলের নেতা-কর্মীরা উভয় সংকটে পড়ে। আইভি না হলেও সরকারি দলকে যমের মতো ভয় আর পরে তৈমুর আলম খণ্দকারের রোশে পড়তে হবে, সে ভয়ে ইচ্ছা থাকলেও শুভাকাঙ্ক্ষী ছাড়া কেউ ভোটে নিজেদের উজাড় করে দেয়নি। করেনি ভোটারদের উদ্বুদ্ধ ও আনা-নেয়ার মতো কাজটা।

নির্বাচনের দিন অ্যাডভোকেট তৈমুর আলম খণ্দকারের স্বজন আর সাবেক এমপি গিয়াস উদ্দিন ও আবুল কালামের ভাইয়ের ব্যানার-পেস্টুন ও বেইচ লাগানো অংসখ্য মানুষ দেখা গেলেও ধানের শীষ মার্কার বেইচ খুঁজে পাওয়া যায়নি। তাদের স্বজন পাস করলেও ধানের শীষ সেখানে জিততে পারেনি। ধানের শীষের চেয়ে যাদের কাছে স্বজনদের মার্কা বড়- নারায়ণগঞ্জের তিন নেতা সেটারই দৃষ্টান্ত স্থাপনে যারপরনাই সক্ষম হয়েছেন বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।

সেদিনের নির্বাচনে ব্যতিক্রমী কিছু ঘটনা জানা গেছে কজন পর্যবেক্ষকের কাছ থেকে। আসাদুজ্জামান আসাদ, রাকিব হোসেন, জসিম মেহেদী ও সুজন জানান, ৯৫ নম্বর কেন্দ্রের ১৪ নম্বর ওয়ার্ডের ৩ ও ৪ নম্বর কক্ষে বিএনপির এজেন্ট ছিল না। বেলা আড়াইটা পর্যন্ত এ কেন্দ্রের ৩ নং কক্ষে ভোট পড়ে মাত্র ১৬টি, ৬ নম্বর কক্ষে ১৩টি, ৭ নম্বর কক্ষে ৩০টি। ৯৯ নং গণবিদ্যা নিকেতন কেন্দ্রে ২ নম্বর কক্ষে ২০টি ভোট পড়ে, ৩ নম্বর কক্ষে পড়ে ৬০ ভোট, ৬ নম্বর কক্ষে পড়ে ৩০০ ভোট, ৪ নম্বর কক্ষে ৯টি ভোট পড়ে বেলা ৩টা পর্যন্ত। এই কেন্দ্রে ভোটার চার হাজার। এই কেন্দ্রের ৩ নম্বর কক্ষে ধানের শীষের এজেন্ট পাওয়া যায়নি।

কেন্দ্র ৫১, ওয়ার্ড ৮ তাঁতখানা বিদদ্যালয় মহিলা ভুতে সাড়ে ৩টা পর্যন্ত ভোট পড়ে ৪ নম্বর কক্ষে ৮৯টি, ২ নম্বর কক্ষে ৩৫টি, ১ নম্বর কক্ষে ১২টি। সরকারি তুলারাম কলেজ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ৬ নম্বর কক্ষে ভোট পড়ে ১৩টি, ৪ নং কক্ষে ৮৫টি, ৫ নম্বর কক্ষে ২৫টি। ১৩ নং ওয়ার্ডের জামতলা আদর্ম স্কুলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একটি কক্ষে ভোট পড়ে ১২টি। আরো ব্যতিক্রমী খবর হলো, নারায়ণগঞ্জ ক্লাবে বিএনপির লোকজনকে নৌকা মার্কার বেইচ লাগিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে নাকি দেখা গেছে।

নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা লুকোচুরি খেললেও ধানের শীষের শুভাকাঙ্ক্ষীরা কিন্তু বসেছিল না। তারা নিজ থেকে গিয়ে যে ভোটগুলো দিয়েছেন, সেটারই হয়তো দেখা মিলেছে গণনায়। তার পরও প্রশ্ন থেকে যায়, যেসব কেন্দ্রে উল্লিখিত পর্যবেক্ষকরা হতাশাব্যঞ্জক ভোট পড়ার অঙ্ক পুলিং ও প্রিসাইডিং অফিসারের বরাত দিয়ে সরেজমিন জানেন, সেটা কী করে পরে গাণিতিক হারে বৃদ্ধি পেয়েছে, তা এক অজানা রহস্যের জন্ম দেয় বৈকি। ব্যাপারটির সুরাহা হওয়া দরকার আসল সত্য উদঘাটনে।

লেখক : সাধারণ সম্পাদক- ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : JALAM_PRODHAN72@YAHOO.COM