ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির (জাপা) মহাসমাবেশ চলছে। রোববার সকাল ১০টা ৫২ মিনিটে উদ্যানে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সঙ্গে ছিলেন বিরোধীদলের নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী।
মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম সদস্য কারী হাবিবুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মহাসমাবেশ। দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর শুরু হয় নেতাদের বক্তব্য। সমাবেশ চলছে।