অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ আদালত -৩ এর নেতৃত্বে সায়দাবাদ যাত্রাবাড়ী’তে অভিযান Logo চট্টগ্রাম বিআরটিএ’র বিশেষ অভিযানে ৩৪ মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা Logo কুমিল্লায় মহাসড়কে বিআরটিএ’র অভিযান, ৮ যানবাহনে মামলা Logo ঢাকা-৩০০ ফিট সড়কে বিআরটিএ’র বিশেষ অভিযান Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার

আজ পল্লী কবি জসিমউদ্দীনের জন্মদিন

আজ পল্লী কবি জসিমউদ্দিনের জন্মদিন। ফরিদপুরে তার জন্মদিনটি পালন করছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন। তিনি ১৯০৩ সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট। জসীম উদ্ দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন।

এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ণ হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা থেকে বি. এ. এবং এম. এ. শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সনে। ১৯৩৩ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড. দীনেশ চন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগ দেন। এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন। ফরিদপুরের অম্বিকাপুরে জসীম উদ্দীনের কবরস্থান। তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন।

পরে তাকে তাঁর নিজ গ্রাম গোবিন্দপুরে দাফন করা হয়। রাখালী (১৯২৭) নকশী কাঁথার মাঠ (১৯২৯) বালুচর (১৯৩০) ধানক্ষেত (১৯৩৩) সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪) হাসু (১৯৩৮) রঙিলা নায়ের মাঝি(১৯৩৫) ররূপবতি (১৯৪৬) মাটির কান্না (১৯৫১) এক পয়সার বাঁশী (১৯৫৬)সকিনা (১৯৫৯) সুচয়নী (১৯৬১) ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২) মা যে জননী কান্দে (১৯৬৩) হলুদ বরণী (১৯৬৬) জলে লেখন (১৯৬৯) কাফনের মিছিল ((১৯৮৮)কবর।

তার নাটকগুলোর মধ্যে রয়েছে পদ্মাপার (১৯৫০) বেদের মেয়ে (১৯৫১) মধুমালা (১৯৫১) পল্লীবধূ (১৯৫৬) গ্রামের মেয়ে (১৯৫৯) ওগো পুস্পধনু (১৯৬৮) আসমান সিংহ (১৯৮৬)। আত্নকথা-যাদের দেখেছি ((১৯৫১) ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১) জীবন কথা ( ১৯৬৪) স্মৃতিপট (১৯৬৪) উপন্যাস- বোবা কাহিনী (১৯৬৪)। -ভ্রমণ কাহিনী চলে মুসাফির (১৯৫২) হলদে পরির দেশে ( ১৯৬৭) যে দেশে মানুষ বড় (১৯৬৮) জার্মানীর শহরে বন্দরে] (১৯৭৫)। সঙ্গীত-জারি গান (১৯৬৮) মুর্শিদী গান (১৯৭৭)। অন্যান্য- বাঙালির হাসির গল্প, ডালিমকুমার (১৯৮৬)। পুরষ্কার ও পদক-প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স ১৯৫৮,একুশে পদক ১৯৭৬,স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৭৮ (মরণোত্তর), ১৯৭৪ সনে তিনি বাংলা একাডেমী পুরস্কার প্রত্যাখ্যান করেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি (১৯৬৯)।

Tag :

বিআরটিএ আদালত -৩ এর নেতৃত্বে সায়দাবাদ যাত্রাবাড়ী’তে অভিযান

আজ পল্লী কবি জসিমউদ্দীনের জন্মদিন

আপডেট টাইম : ০৩:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭

আজ পল্লী কবি জসিমউদ্দিনের জন্মদিন। ফরিদপুরে তার জন্মদিনটি পালন করছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন। তিনি ১৯০৩ সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট। জসীম উদ্ দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন।

এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ণ হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা থেকে বি. এ. এবং এম. এ. শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সনে। ১৯৩৩ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড. দীনেশ চন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগ দেন। এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন। ফরিদপুরের অম্বিকাপুরে জসীম উদ্দীনের কবরস্থান। তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন।

পরে তাকে তাঁর নিজ গ্রাম গোবিন্দপুরে দাফন করা হয়। রাখালী (১৯২৭) নকশী কাঁথার মাঠ (১৯২৯) বালুচর (১৯৩০) ধানক্ষেত (১৯৩৩) সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪) হাসু (১৯৩৮) রঙিলা নায়ের মাঝি(১৯৩৫) ররূপবতি (১৯৪৬) মাটির কান্না (১৯৫১) এক পয়সার বাঁশী (১৯৫৬)সকিনা (১৯৫৯) সুচয়নী (১৯৬১) ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২) মা যে জননী কান্দে (১৯৬৩) হলুদ বরণী (১৯৬৬) জলে লেখন (১৯৬৯) কাফনের মিছিল ((১৯৮৮)কবর।

তার নাটকগুলোর মধ্যে রয়েছে পদ্মাপার (১৯৫০) বেদের মেয়ে (১৯৫১) মধুমালা (১৯৫১) পল্লীবধূ (১৯৫৬) গ্রামের মেয়ে (১৯৫৯) ওগো পুস্পধনু (১৯৬৮) আসমান সিংহ (১৯৮৬)। আত্নকথা-যাদের দেখেছি ((১৯৫১) ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১) জীবন কথা ( ১৯৬৪) স্মৃতিপট (১৯৬৪) উপন্যাস- বোবা কাহিনী (১৯৬৪)। -ভ্রমণ কাহিনী চলে মুসাফির (১৯৫২) হলদে পরির দেশে ( ১৯৬৭) যে দেশে মানুষ বড় (১৯৬৮) জার্মানীর শহরে বন্দরে] (১৯৭৫)। সঙ্গীত-জারি গান (১৯৬৮) মুর্শিদী গান (১৯৭৭)। অন্যান্য- বাঙালির হাসির গল্প, ডালিমকুমার (১৯৮৬)। পুরষ্কার ও পদক-প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স ১৯৫৮,একুশে পদক ১৯৭৬,স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৭৮ (মরণোত্তর), ১৯৭৪ সনে তিনি বাংলা একাডেমী পুরস্কার প্রত্যাখ্যান করেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি (১৯৬৯)।